নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) মাইক্রোবায়োলজি বিভাগের তিনজন ও ফার্মেসি বিভাগের একজনসহ মোট চার শিক্ষকের বিরুদ্ধে একই গবেষণা প্রবন্ধ একাধিক জার্নালে ছাপানোর অভিযোগ উঠেছে। এ সংক্রান্ত তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সভায় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
অভিযুক্ত শিক্ষক মাইক্রোবায়োলজি বিভাগের প্রভাষক জনাব সঞ্জয় কুমার মুখার্জির পদোন্নতি তিন বছর, সহকারী অধ্যাপক ফয়সাল হোসেন ও ফার্মেসি বিভাগের প্রভাষক মো. ইমদাদুল হক খানের দুই বছর করে এবং মাইক্রোবায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক জনাব মোহাম্মদ রুহুল আমিন এর পদোন্নতি নির্ধারিত সময়ের এক বছর পর বিবেচনায় নেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে গবেষণা প্রবন্ধটি এর লেখকদের কেউই আর কোথাও কখনও ব্যবহার করতে পারবেন না। এ ধরনের কাজ ভবিষ্যতে না করার জন্য লেখকদের সবাইকে সতর্ক করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা ইফতেখার হোসাইন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
উল্লেখ্য, অভিযুক্ত শিক্ষকরা ‘হোমিওপ্যাথিক ওষুধের জীবাণু প্রতিরোধী কার্যক্ষমতা মূল্যায়ন এবং টেকসই বাণিজ্যিক ব্যবহার নির্ধারণ’ বিষয়ে একটি গবেষণা প্রবন্ধ নিজ নিজ নামে একাধিক জার্নালে ছাপিয়েছিলেন।