X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

মোটরসাইকেলে তিনজন চড়লেও তেল মিলবে না রাজশাহীতে

রাজশাহী প্রতিনিধি
০৭ সেপ্টেম্বর ২০১৮, ১০:২০আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৮, ১০:২৭

রাজশাহীতেও `নো হেলমেট নো পেট্রোল` কর্মসূচি দেশের বিভিন্ন স্থানের মতো রাজশাহী মহানগরীতেও চালক হেলমেট পরে না থাকলে মোটরসাইকেলে তেল বিক্রি বন্ধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) ট্রাফিক বিভাগের নির্দেশনা মোতাবেক এই সিদ্ধান্ত নিয়েছেন পাম্প মালিকরা। বাইকে তিনজন আরোহী থাকলেও তেল বিক্রি করা হচ্ছে না।

আরএমপির মুখপাত্র ও ট্রাফিক বিভাগের সহকারী কমিশনার ইফতেখায়ের আলম জানান, ‘মোটরসাইকেল চালকদের সচেতনতা বৃদ্ধি করে দুর্ঘটনা কমাতে আরএমপি এই নির্দেশনা দিয়েছে। কোনও মোটরসাইকেলে তিনজন আরোহী থাকলে তার কাছেও তেল বিক্রিতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।’ রাজশাহীতেও `নো হেলমেট নো পেট্রোল` কর্মসূচি

ইফতেখায়ের আলম জানান, ‘আরএমপির ১২ থানায় মোট ২৪টি তেল পাম্প আছে। বৃহস্পতিবার অধিকাংশ পাম্পে পুলিশের নির্দেশনামূলক ব্যানার টানানো হয়েছে। দুই-একটি বাকি আছে। শুক্রবারের মধ্যে সেগুলোতেও ব্যানার টাঙানো হবে। কোনও পাম্পে পুলিশের নির্দেশনা অমান্য করা হলে সেটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

রাজশাহী ফিলিং স্টেশন মালিক সমিতির সভাপতি মনিমুল হক ও সাধারণ সম্পাদক মো. শিমুল জানান, ‘পুলিশের নির্দেশনা মোতাবেক তারাও সমিতিভুক্ত সব পাম্পে নির্দেশনা দিয়েছেন। কোনও পাম্প থেকেই হেলমেট পরে না থাকলে বাইকে তেল বিক্রি করা হচ্ছে না। বাইকে আরোহী তিনজন থাকলে তাকেও তেল দেওয়া হচ্ছে না।’

এর আগে রংপুর, ঢাকা ও বরিশাল মহানগরীসহ দেশের বিভিন্ন স্থানে 'নো হেলমেট নো পেট্রোল' কর্মসূচি চালু হয়। এই কর্মসূচিতে পাম্প মালিক ও মোটরসাইকেল চালকদের ব্যাপক সাড়াও পাওয়া যায়।  আরএমপির উদ্যোগে ট্রাফিক আইন বিষয়ক সচেতনতামূলক কর্মশালা
এদিকে বৃহস্পতিবার দুপুরে শহীদ মামুন মাহমুদ স্কুল অ্যান্ড কলেজে আরএমপি’র ট্রাফিক বিভাগের উদ্যোগে ট্রাফিক বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিসি (ট্রাফিক) অনির্বান চাকমা। বিশেষ অতিথি ছিলেন এসি (ট্রাফিক) ইফতেখায়ের আলম। সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ গোলাম মাওলা। এসময় ৩০০ ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন। আরএমপির উদ্যোগে ট্রাফিক আইন বিষয়ক সচেতনতামূলক কর্মশালা

কর্মশালায় ট্রাফিক বিষয়ক সচেতনতামূলক ভিডিও প্রদর্শন করা হয়। প্রধান অতিথি ট্রাফিক নিয়ম কানুন বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। তিনি তার বক্তব্যে মোটরসাইকেলে তিনজন আরোহন না করা, হেলমেট ছাড়া গাড়ি না চালানো, অপ্রাপ্তবয়স্ক চালকের গাড়ি না চালানো, রাস্তা পারাপারের নিয়ম ইত্যাদি বিষয়ে আলোচনা করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সার্জেন্ট রাসেলুর রহমান।

আরও পড়ুন- লেগুনা নিয়ে জটিলতার আশঙ্কা

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গাজার ধ্বংসস্তূপ পরিষ্কারে ১৪ বছর লাগতে পারে: জাতিসংঘ
গাজার ধ্বংসস্তূপ পরিষ্কারে ১৪ বছর লাগতে পারে: জাতিসংঘ
বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের নির্বিঘ্ন প্রবেশাধিকার দাবি ডিআরইউর
বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের নির্বিঘ্ন প্রবেশাধিকার দাবি ডিআরইউর
বাগেরহাটে কৃষককে পিটিকে হত্যা
বাগেরহাটে কৃষককে পিটিকে হত্যা
একসঙ্গে ৭৩ নেতাকে বহিষ্কার করলো বিএনপি
একসঙ্গে ৭৩ নেতাকে বহিষ্কার করলো বিএনপি
সর্বাধিক পঠিত
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন