X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

বিসিএসে উত্তীর্ণ মেয়ে অপহৃত, উদ্ধারের দাবিতে থানার সামনে মা-বাবার অবস্থান

নেত্রকোনা প্রতিনিধি
২১ সেপ্টেম্বর ২০১৮, ০২:৩১আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৮, ০২:৩৪





নেত্রকোনা

অপহৃত মেয়েকে উদ্ধারের দাবিতে নেত্রকোনার কেন্দুয়া থানার সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন মা-বাবা। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত অপহৃত তাসলিমা সুলতানা সিনথিয়ার বাবা সুলতান আহমেদ ও মা রাজিয়া সুলতানা থানার সামনে বসে থাকেন। তারা এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের জোর দাবি জানান।
তবে অভিযুক্ত রাতুল হাসান বাবুর পরিবার অভিযোগ অস্বীকার করেছে। উল্টো তাদের দাবি, সিনথিয়া ও বাবুর বিয়ে হয়েছে।
সিনথিয়া ৩৭তম বিসিএস (প্রশাসন) পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। আর রাতুল হাসান বাবু কেন্দুয়া পৌরসভার প্রয়াত মেয়র আব্দুল হক ভূইয়ার ছোট ছেলে।
মামলার বিবরণ থেকে জানা গেছে, কেন্দুয়া পৌর শহরের আরামবাগ মহল্লার বাসিন্দা সুলতান আহমেদের একমাত্র মেয়ে তাসলিমা সুলতানা সিনথিয়াকে তাদের বাসা থেকে গত মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাতুল হাসানসহ পাঁচজন অস্ত্রের মুখে জিম্মি করে তুলে নিয়ে যায়। এখনও তাকে উদ্ধার করতে পারেনি পুলিশ।
অভিযুক্ত রাতুলের চাচা কেন্দুয়া পৌরসভার বর্তমান মেয়র আসাদুল হক ভূইয়া বলেন, ‘আগে থেকেই ছেলে ও মেয়ের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। এই সম্পর্কের সূত্র ধরে গত ঈদুল আযহার আগে তারা ঢাকায় বিয়ে করেছে বলে আমি পারিবারিকভাবে শুনেছি। পরে আমার ভাবী ও বড় ভাতিজা হজে থাকায় তারা আর বাড়িতে আসেনি। পরে ভাবী হজ থেকে ফিরে ঘটনা শোনার পর মেয়েটির বাড়িতে গেলে তাদের পরিবারের লোকজন এক দিনের সময় নেয়। এ নিয়ে মেয়ের মামা আশরাফ উদ্দিন ভূইয়ার সাথে আলোচনাও হয়েছে।’ অপহরণের ঘটনা সঠিক নয় বলে দাবি করেন তিনি।
এদিকে রাতুলকে ‘চরিত্রহীন’ দাবি করে মেয়ের মামা আশরাফ উদ্দিন ভূইয়া বলেন, ‘গত মঙ্গলবার আমার ভাগ্নিকে অভিযুক্তরা জোর করে বাসা থেকে তুলে নিয়ে যায়। এখন পর্যন্ত উদ্ধার করতে পারেনি পুলিশ।’
সিনসিথা ও রাতুলের বিয়ের বিষয়ে তিনি বলেন, ‘আমরা শুনেছি ফেসবুকে নাকি মিস্টি খাওয়া, ছেলে-মেয়ের একসাথে ঘুরাঘুরির ছবি আছে, কিন্তু তা আমরা দেখিনি। আর যদি তাই হয় তবে জোর করে তুলে নিলো কেন?’ তিনি দাবি করেন, ‘আমরা পারিবারিকভাবে এই বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেছি বলেই এই ঘটনা ঘটেছে।’
গত বুধবার (১৯ সেপ্টেম্বর) রাতে সিনথিয়াকে অপহরণের অভিযোগে কেন্দুয়া থানায় মামলা দায়ের করেন মা রাজিয়া সুলতানা। মামলায় রাতুল হাসানসহ পাঁচজনকে আসামি করা হয়।
সিনথিয়ার বাবা সুলতান আহমেদ বলেন, ‘অপহরণের দুই দিন পেরিয়ে গেলেও মেয়েকে উদ্ধার করতে পারছে না পুলিশ।’ পুলিশের ভূমিকা নিয়ে তিনি চরম অসন্তোষ প্রকাশ করেন।
কেন্দুয়া থানার ওসি ইমারত হোসেন গাজী জানান, অপহৃতাকে দ্রুত উদ্ধারের জোর চেষ্টা চলছে এবং মামলাটি তদন্তাধীন রয়েছে। ভিকটিম উদ্ধার হলে বিয়ে হয়েছে কিনা তা সঠিকভাবে জানা যাবে। তিনি বলেন, ‘অবস্থান কর্মসূচির কোনও ব্যাপার নেই, থানার সামনে বসে একটু কান্নাকাটি করছিলেন। আমরা জোর তৎপরতা চালিয়েছি মামলাটির বিষয়ে।’

/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ