X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

উজাড় হচ্ছে মেরিন ড্রাইভের পাশের ঝাউবাগান

আব্দুর রহমান, টেকনাফ
১৭ অক্টোবর ২০১৮, ১৮:৩৬আপডেট : ১৭ অক্টোবর ২০১৮, ২০:৪৯

টেকনাফের ঝাউবাগান থেকে গাছ চুরি, পড়ে রয়েছে গুঁড়ি প্রাকৃতিক দুর্যোগ থেকে উপকূলীয় এলাকা ও স্থানীয় গ্রামবাসীদের রক্ষায় কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের পাশের সৈকতে গড়ে তোলা হয়েছিল ১৯২ হেক্টরের ঝাউবাগান। তবে দুর্বত্তরা গাছ কেটে এই ঝাউবাগান উজাড় করছে বলে অভিযোগ উঠেছে। বনের নিরাপত্তা কর্মীরাই এই কাজে দুর্বৃত্তদের সহযোগিতা করছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।  

সম্প্রতি মেরিন ড্রাইভ সড়কের পাশে টেকনাফ তুলাতুলী-দক্ষিণ লম্বরী সংলগ্ন সৈকতে ঝাউ বাগানে গিয়ে গাছ কেটে নেওয়ার প্রমাণ পাওয়া গেছে। দুর্বৃত্তরা গাছগুলো কেটে সরিয়ে নিলেও প্রমাণ হিসেবে রয়ে গেছে গাছের অসংখ্য গুঁড়ি। ঝাউ বাগানের ভেতরে গিয়ে দেখা গেছে সংঘবদ্ধ চক্র শতাধিক গাছ কেটে নিয়ে গেছে। সারিবদ্ধ গাছের মাঝে-মাঝে ফাঁকা হয়ে গেছে। পড়ে রয়েছে কেবল গাছের কাটা গুঁড়ি। গাছ কাটার চিহ্ন মুছতে কিছু কিছু গুঁড়ি আবার কৌশলে বালু দিয়ে ঢেকে রাখা হয়েছে।

স্থানীয়রা জানান, মাত্র কয়েক দিনের ব্যবধানে ঝাউ বাগানের এতগুলো গাছ কেটে নেওয়া হয়েছে। তবে এসব রক্ষায় কেউ এগিয়ে আসেনি। বন বিভাগের লোকজন বা নিরাপত্তায় থাকা ব্যক্তিরাও চোরদের ধরতে কোনও পদক্ষেপ নেননি।

স্থানীয়দের অভিযোগ, সংঘবদ্ধ গাছ চোরদের সঙ্গে বনকর্মীদের সখ্যের কারণেই এই চুরি সম্ভব হয়েছে। বনকর্মী পরিচয়ে মোহাম্মদ সিরাজ নামে এক ব্যক্তি প্রতিটি গাছের জন্য ৫০০-১০০০ টাকা করে সংগ্রহ করে এসব গাছ কাটার সুযোগ করে দিচ্ছে। একটি চক্র কিছুদিন পর পর বনের গাছ কেটে নিয়ে যাচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন একই অভিযোগ করেন।

উপকূলের জেলে ও স্থানীয় বাসিন্দা নুরুল আলম আক্ষেপ করে বলেন, ‘সমুদ্র সৈকতের ঝাউ বাগানের গাছগুলো মানুষের জীবন রক্ষা করছে। সেই গাছগুলো কেটে নিয়ে যাওয়া ঘটনা খুবই দুঃখজনক। কারা কাটছে সেটি বন বিভাগের লোকজন জানে, কিন্তু কোনও ব্যবস্থা নিচ্ছেন না।’

তবে গাছ চোরদের সঙ্গে নিজের সখ্যতার বিষয়টি অস্বীকার করে বনপাহারাদার কর্মী মোহাম্মদ সিরাজ বলেন, ‘রাত-দিন না ঘুমিয়ে এই বনের ঝাউ গাছ রক্ষা করছি। সেখানে টাকা নিয়ে গাছ কাটতে সহায়তা করবো এমন অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।’ তিনি উল্টো অভিযোগ করেন, স্থানীয়রাই বাগানের গাছ কেটে নিয়ে যাচ্ছে এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে।

টেকনাফের ঝাউবাগান উজাড় করছে দুর্বৃত্তরা গাছ চোরদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন টেকনাফ সদর ইউপির চেয়ারম্যান মোহাম্মদ শাহাজান মিয়া। তিনি বলেন, ‘সৈকতের ঝাউ বাগানের গাছগুলো মেরিন ড্রাইভ সড়ক রক্ষায় গুরুত্ব ভূমিকা পালন করছে। এছাড়া প্রাকৃতিক দুর্যোগে উপকূলের গ্রাম রক্ষায় ঝাউ বাগানটি প্রতিরক্ষা দেওয়াল হিসেবে কাজ করে। এসব গাছ কেটে ফেলার ঘটনা দুঃখজনক।’

বনবিভাগের টেকনাফ রেঞ্জের কর্মকর্তা মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেন, ‌‘মেরিন ড্রাইভে সৈকতের পাড়ে বেড়ে ওঠা ঝাউ গাছের বাগান ঘূর্ণিঝড়-জলোচ্ছ্বাসে উপকূলের প্রতিরক্ষায় কাজে আসে। এসব গাছ কেটে ফেলার ঘটনা খুবই দুঃখজনক। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিউল হাসান বলেন, ‘মেরিন ড্রাইভ সৈকতের ঝাউবনের গাছ কাটার খবর শুনেছি। এ বিষয়ে বনবিভাগকে খোঁজ নিতে বলা হয়েছে।’

কক্সবাজার দক্ষিণ বনবিভাগের অতিরিক্ত দায়িত্বে থাকা কর্মকর্তা হক মাহাবুব মোর্শেদ বলেন, ‘মেরিন ড্রাইভ সৈকতে ঝাউবাগানের গাছ কাটার খবর পেয়েছি। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।’

বনবিভাগ সূত্র জানায়, মেরিন ড্রাইভ সড়কে টেকনাফের শামলাপুর থেকে শাহপরীর দ্বীপ পর্যন্ত সমুদ্র সৈকতের পাড়ে ১৯২ হেক্টর বালুচরে ৪ লাখ ৭৮ হাজার ঝাউগাছ লাগানো হয়। ১৯৯৮ সাল থেকে ২০১৩-১৪ অর্থ বছরে উপকূলীয় জনগণের সম্পদ রক্ষায় বনবিভাগ এসব ঝাউ গাছ লাগিয়েছিল।

/টিটি/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ