X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার জন্য ঐক্যফ্রন্ট গঠিত হয়েছে: ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি
১৭ অক্টোবর ২০১৮, ২১:০৩আপডেট : ১৭ অক্টোবর ২০১৮, ২১:০৪

পূজামণ্ডপ পরিদর্শনের সময় হিন্দু ধর্মাবলম্বীদের সারদীয় শুভেচ্ছা জানাচ্ছেন মির্জা ফকরুল ইসলাম আলমগীর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনা ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য জাতীয় ঐক্যফ্রন্ট গঠিত হয়েছে। দেশের বিরোধীদলীয় নেত্রী আজ কারাগারে, বিরোধী দলের লাখ লাখ নেতাকর্মী অত্যাচারিত ও মামলায় জর্জরিত। তিনি বুধবার দিনব্যাপী ঠাকুরগাঁওয়ের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও বিকেলে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘এর ফলে গণতান্ত্রিক স্পেস ছোট হয়ে পড়েছে। তাই আমরা বলেছি একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে। নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে। ইভিএম পদ্ধতি ব্যবহার করা চলবে না। কারণ, আমরা মনে করি সবার অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের মধ্য দিয়েই একটি গণতান্ত্রিক রাষ্ট্রকাঠামো গঠন করা সম্ভব।

তিনি আরও বলেন, ‘আমরা মনে করি ঐক্যফ্রন্ট গঠনের মধ্য দিয়ে জাতিকে এই ন্যায়সঙ্গত দাবিতে একত্রিত করা সম্ভব। আগামী ২৩ অক্টোবর সিলেটে জনসভা করার মধ্য দিয়ে ঐক্যফ্রন্টের কর্মসূচি শুরু হবে। আমরা শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক পন্থায় জনগণের কাছে যাবো।

মির্জা ফখরুল বুধবার দিনব্যাপী ঠাকুরগাঁও সদর উপজেলার ২৯ মাইল, খোঁচাবাড়িহাটসহ বিভিন্ন দুর্গামন্দির পরিদর্শন করেন। এ সময় তিনি হিন্দু সম্প্রদায়কে শারদীয় শুভেচ্ছা জানান। শুভেচ্ছা বিনিময়কালে তার সঙ্গে ছিলেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমীনসহ নেতাকর্মীরা।

মির্জা ফখরুল বৃহস্পতিবার সকালে ঢাকার উদ্দেশে রওনা দেবেন।

/জেবি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
টেবিলে রাখা ‘সুইসাইড নোট’, ফ্ল্যাট থেকে দম্পতির মরদেহ উদ্ধার
টেবিলে রাখা ‘সুইসাইড নোট’, ফ্ল্যাট থেকে দম্পতির মরদেহ উদ্ধার
যাত্রা শুরু করলো ইউএস-বাংলার ‘এয়ারবাস’
যাত্রা শুরু করলো ইউএস-বাংলার ‘এয়ারবাস’
ব্রাইটনকে উড়িয়ে দেওয়ার পর সতর্ক ম্যানসিটি
ব্রাইটনকে উড়িয়ে দেওয়ার পর সতর্ক ম্যানসিটি
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ