X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জে পাঠকের দোরগোড়ায় বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরি

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২০ অক্টোবর ২০১৮, ১৯:১৫আপডেট : ২০ অক্টোবর ২০১৮, ২০:২৮

ভ্রাম্যমাণ লাইব্রেরি থেকে বই সংগ্রহ করছে শিক্ষার্থীরা মুন্সীগঞ্জে ভ্রাম্যমাণ লাইব্রেরির মাধ্যমে জ্ঞানের আলো ছড়াচ্ছে বিশ্বসাহিত্য কেন্দ্র। পাঠক যাতে সহজেই বই পড়তে পারে সেজন্য এ ভ্রাম্যমাণ লাইব্রেরির কার্যক্রম পরিচালনা করছে বিশ্বসাহিত্য কেন্দ্র। নির্ধারিত সিডিউল অনুযায়ী জেলার প্রতিটি উপজেলায় বিভিন্ন স্থানে অবস্থান করে এ ভ্রাম্যমাণ লাইব্রেরি। সেখান থেকে বই ধার করে বাসায় নেন পাঠকরা।

প্রায় পাঁচ হাজার বইয়ের মধ্য থেকে নিজের পছন্দের বই খুঁজে বের করে কার্ডের মাধ্যমে লাইব্রেরি থেকে বই ইস্যু করা হয় এক সপ্তাহের জন্য। এক সপ্তাহে পড়ে শেষ করতে না পারলে পরের সপ্তাহের জন্য ইস্যু করা বই রিনিউ করে নিতে হয়। শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন পেশার নানা বয়সী পাঠক ভ্রাম্যমাণ এই লাইব্রেরির জন্য পুরো সপ্তাহ ধরে অপেক্ষা করেন।

বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরির সদস্য ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী তিতলি জানায়, ‘প্রতি রবিবারে লাইব্রেরির গাড়ি আমাদের স্কুলে আসে। আমি প্রতি সপ্তাহে একটি করে বই সংগ্রহ করে পড়ি।’

আরেক শিক্ষার্থী ঝুমু জানায়, ‘একশত টাকা জামানত দিয়ে আমি লাইব্রেরির সদস্য হয়েছি। এখন প্রতি মাসে ১০ টাকা করে দিই। সদস্য হয়ে আমি এখান থেকে বই নিতে পারি, পড়তে পারি।’

মুন্সীগঞ্জের প্রায় ৩০টি বিদ্যালয়ে নিয়মিতভাবে ভ্রাম্যমাণ লাইব্রেরি অবস্থান করে। বিদ্যালয় ছাড়া অন্য আরও ২৫টি স্থানে গাড়ি অবস্থান করে।

বিশ্বসাহিত্য কেন্দ্রের মুন্সীগঞ্জ ভ্রাম্যমাণ লাইব্রেরির সহকারী লাইব্রেরিয়ান ত্রিদীপ অধিকারী দ্বীপ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সিডিউল অনুযায়ী বিভিন্ন স্পটে ভ্রাম্যমাণ লাইব্রেরি যায় এবং ত্রিশ মিনিট থেকে দুই ঘণ্টা সেখানে অবস্থান করে। এ সময়ে লাইব্রেরির সদস্যদের মধ্যে বই দেওয়া-নেওয়া করে। লাইব্রেরিতে দুই ধরনের সদস্য নেওয়া হয়– সাধারণ সদস্য ও বিশেষ সদস্য। সাধারণ সদস্যের জন্য ১০০ টাকা ও বিশেষ সদস্যের জন্য ২০০ টাকা জামানত দিতে হয়।’

তিনি আরো বলেন, ‘মুন্সীগঞ্জে বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরির সদস্য সংখ্যা দুই হাজার ৪শ’ জন। এর মধ্যে শ্রীনগর উপজেলায় সদস্য সবচেয়ে বেশি, প্রায় ৬ শতাধিক।’ দিন দিন লাইব্রেরির সদস্য সংখ্যা বাড়ছে বলে জানান তিনি।

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হলিউডের প্রস্তাব ফিরিয়ে দিলেন ক্যাটরিনা!
হলিউডের প্রস্তাব ফিরিয়ে দিলেন ক্যাটরিনা!
হলও ছাড়েননি আন্দোলনেও নামেননি চুয়েটের শিক্ষার্থীরা
হলও ছাড়েননি আন্দোলনেও নামেননি চুয়েটের শিক্ষার্থীরা
বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী
বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী
মারা গেলো গাজায় নিহত মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুটি
মারা গেলো গাজায় নিহত মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুটি
সর্বাধিক পঠিত
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!