X
শনিবার, ১১ মে ২০২৪
২৮ বৈশাখ ১৪৩১

সোনারগাঁয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মামলা, গ্রেফতার ১

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২২ অক্টোবর ২০১৮, ২০:৫২আপডেট : ২২ অক্টোবর ২০১৮, ২১:০৮

নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সোমবার দুপুরে সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ওসি মোরশেদ আলম।

গত রবিবার সকালে উপজেলার কাঁচপুরের সোনাপুর এলাকায় এ ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ একজনকে গ্রেফতার করেছে। সোনারগাঁ থানায় দায়ের করা মামলার এজাহারে ওই গৃহবধূ উল্লেখ করেন, উপজেলার কাঁচপুরের সোনাপুর এলাকায় জেরিন টাওয়ারের তৃতীয় তলার একটি ফ্লাট ভাড়া নিয়ে স্বামীসহ তিনি বসবাস করেন। গত শুক্রবার তার স্বামী গ্রামের বাড়িতে বেড়াতে যান। ওই দিনই তার দেবর ও জা বেড়াতে আসেন। রবিবার সকাল ৮টার দিকে কাঁচপুর এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ইকবাল হোসেন, হেলাল, রবিন ও দেলোয়ার জোরপূর্বক তার ঘরে ঢুকে। এরপর তার দেবরকে মারধর করে জা-সহ একটি কক্ষে আটক করে রাখে। পরে ওই গৃহবধূকে ওড়না দিয়ে মুখ বেঁধে তারা ধর্ষণ করে। পরে ধর্ষণকারীরা তার দেবরের কাছে থাকা নগদ টাকা ও ঘরে থাকা প্রায় ১০ হাজার টাকা নিয়ে যায়। এ সময় তারা ওই গৃহবধূর জাকে পতিতা ও দেবরকে মাদক ব্যবসায়ী বলে পুলিশে দেওয়ার চেষ্টা করে। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পর আসল রহস্য বেরিয়ে এলে হেলাল নামের এক ধর্ষককে গ্রেফতার করে। এ ঘটনায় সোমবার দুপুরে সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করা হয়।

সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) তানভির আহম্মেদ জানান, গত রবিবার সকালে চার ধর্ষক গৃহবধূকে ধর্ষণ করে। ধর্ষণ শেষে তারা ওই গৃহবধূর জাকে পতিতা ও দেবরকে মাদক ব্যবসায়ী বলে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে কৌশলে তিন ধর্ষক পালিয়ে যায়। একপর্যায়ে আসল ঘটনা জানার পর হেলাল নামে এক ধর্ষককে গ্রেফতার করা হয়। হেলালকে জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেছে।

সোনারগাঁ থানার ওসি (তদন্ত) সেলিম মিয়া জানান, গৃহবধূকে ধর্ষণের ঘটনায় মামলা নেওয়া হয়েছে। হেলাল নামের এক ধর্ষককে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

/জেবি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইসরায়েলের বিরুদ্ধে সম্ভাব্য আন্তর্জাতিক আইনের লঙ্ঘনের অভিযোগ যুক্তরাষ্ট্রের
ইসরায়েলের বিরুদ্ধে সম্ভাব্য আন্তর্জাতিক আইনের লঙ্ঘনের অভিযোগ যুক্তরাষ্ট্রের
এক মোটরসাইকেলে ৩ ব্যবসায়ী, কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেলো দুজনের
এক মোটরসাইকেলে ৩ ব্যবসায়ী, কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেলো দুজনের
আন্তর্জাতিক ক্রিকেটে এই বছরই শেষ অ্যান্ডারসনের
আন্তর্জাতিক ক্রিকেটে এই বছরই শেষ অ্যান্ডারসনের
ফলন বেশি, চরাঞ্চলের কৃষকরা ঝুঁকছেন ‘জাপানি মিষ্টি আলু’ চাষে
ফলন বেশি, চরাঞ্চলের কৃষকরা ঝুঁকছেন ‘জাপানি মিষ্টি আলু’ চাষে
সর্বাধিক পঠিত
ফোন ছিনতাইয়ের ঘটনায় জিডি নয়, মামলা নেওয়ার নির্দেশ
ফোন ছিনতাইয়ের ঘটনায় জিডি নয়, মামলা নেওয়ার নির্দেশ
২০ মিনিটে লালখানবাজার থেকে বিমানবন্দর, চলবে না অটোরিকশা-বাইক
২০ মিনিটে লালখানবাজার থেকে বিমানবন্দর, চলবে না অটোরিকশা-বাইক
সরকারি গাড়ির যথেচ্ছ ব্যবহার, তুলছেন ভ্রমণ বিলও
সরকারি গাড়ির যথেচ্ছ ব্যবহার, তুলছেন ভ্রমণ বিলও
একই গ্রাম থেকে নির্বাচিত হলেন তিন চেয়ারম্যান
একই গ্রাম থেকে নির্বাচিত হলেন তিন চেয়ারম্যান
প্রশ্নফাঁস: বিমানের ডিজিএমসহ ৩০ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র
প্রশ্নফাঁস: বিমানের ডিজিএমসহ ৩০ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র