X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে প্রথম দিনে মনোনয়নপত্র নিলেন ১৪ জন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১১ নভেম্বর ২০১৮, ২০:৪৯আপডেট : ১১ নভেম্বর ২০১৮, ২১:০৮

চট্টগ্রাম একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে প্রথম দিনে আজ রবিবার (১১ নভেম্বর) চট্টগ্রামে মোট ১৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। জেলা কমিশন কার্যালয় থেকে চারজন, জেলা প্রশাসকের কার্যালয় থেকে আটজন, জেলা নির্বাচন অফিস থেকে তিনজন এবং বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে একজন মনোনয়নপত্র সংগ্রহ করেন। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর ফরহাদ শামীম এ তথ্য নিশ্চিত করেছেন।

তানভীর ফরহাদ শামীম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চট্টগ্রামে মোট ১৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এরমধ্যে সাতজন স্বতন্ত্র প্রার্থী, দুজন আওয়ামী লীগের, তিনজন বিএনপির ও অপর দুজন বাংলাদেশ ইসলামী ঐক্যফ্রন্টের প্রার্থী।

মনোনয়নপত্র সংগ্রহকারীদের মধ্যে আওয়ামী লীগের প্রার্থীরা হলেন—নগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আব্দুচ ছালাম। তিনি চট্টগ্রাম-৮ ও চট্টগ্রাম-৯ আসনের হয়ে মনোনয়ন নিয়েছেন। অপরজন হলেন নগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ। তিনি চট্টগ্রাম-১০ আসনের হয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

বিএনপির প্রার্থীরা হলেন—বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। তিনি চট্টগ্রাম-২ আসনে নির্বাচনের জন্য মনোনয়নপত্র নিয়েছেন। বিএনপির অপর দুই প্রার্থী সরওয়ার আলমগীর ও নুরুল মোস্তফা। এদের মধ্যে সরওয়ার আলমগীর চট্টগ্রাম-২ আসন থেকে এবং নুরুল মোস্তফা চট্টগ্রাম-৩ আসন থেকে নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

বাংলাদেশ ইসলামী ঐক্যফ্রন্টের প্রার্থীরা হলেন এমএ মতিন ও আবুল বাশার মো. জয়নাল আবেদিন। এদের মধ্যে এমএ মতিন চট্টগ্রাম-১৩ এবং জয়নাল আবেদিন চট্টগ্রাম-১২ আসনে প্রার্থী হতে মনোনয়নপত্র নিয়েছেন।

অন্যদিকে স্বতন্ত্র সাত প্রার্থীর মধ্যে সাবিনা খাতুন চট্টগ্রাম-১০, মনিরুল ইসলাম চট্টগ্রাম-১, রেজাউল করিম চট্টগ্রাম-১, আবু তালেব হেলালী চট্টগ্রাম-১২, শাহজালাল চৌধুরী চট্টগ্রাম-১৫, আ ন ম শামসুল ইসলাম চট্টগ্রাম-১৫ এবং এমদাদুল হক চট্টগ্রাম-৮ আসন থেকে নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভোট গণনা প্রক্রিয়ায় কোনও পরিবর্তন হবে না: ভারতীয় সুপ্রিম কোর্ট
ভোট গণনা প্রক্রিয়ায় কোনও পরিবর্তন হবে না: ভারতীয় সুপ্রিম কোর্ট
ঘোড়াঘাটে মালবোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
ঘোড়াঘাটে মালবোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
নির্বাচনের সময় জাপায় কী হয়েছিল, জানাবেন জিএম কাদের
শনিবার জাতীয় পার্টির বর্ধিত সভানির্বাচনের সময় জাপায় কী হয়েছিল, জানাবেন জিএম কাদের
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ