X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

বগুড়ায় ৩ জেডিসি পরীক্ষার্থীর শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ১

বগুড়া প্রতিনিধি
১২ নভেম্বর ২০১৮, ২১:৩৮আপডেট : ১২ নভেম্বর ২০১৮, ২২:৪১

বগুড়া বগুড়ার ধুনটে তিন বখাটের বিরুদ্ধে জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার্থী তিন ছাত্রীকে প্রকাশ্য রাস্তায় মারপিট ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। রবিবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলার নলডাঙ্গা তিনমাথা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।  পুলিশ রাতে হাফিজুর রহমান (১৯) নামে এক বখাটেকে গ্রেফতার করেছে।

এ ঘটনায় বিলচাপড়ী দাখিল মাদ্রাসার সহকারী সুপার আবদুর রহিম সোমবার দুপুরে ধুনট থানায় তিনজনের নাম উল্লেখ করে আট জনের বিরুদ্ধে মামলা করেছেন। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

প্রধান তিন আসামি হলো– ধুনটের নলডাঙ্গা গ্রামের রফিকুল ইসলামের ছেলে জয় (১৮), ইউনুস আলীর ছেলে হাফিজুর রহমান (১৯) ও এনামুল হকের ছেলে মানিক মিয়া (২০)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ধুনটের এলাঙ্গী ইউনিয়নের বিলচাপড়ী দাখিল মাদ্রাসার তিন জেডিসি পরীক্ষার্থীকে বখাটে হাফিজুর, জয় ও মানিক দীর্ঘদিন ধরে প্রেম নিবেদন ও উত্ত্যক্ত করে আসছিল। ধুনট মহিলা কলেজ কেন্দ্রে পরীক্ষা শেষে রবিবার বেলা ১টার পর তারা রিকশাভ্যানে বাড়ি ফিরছিল। নলডাঙ্গা তিনমাথা মোড়ে পৌঁছলে সাত-আটজন বখাটে তাদের পথরোধ করে। বখাটেরা তাদের আবারও প্রেম-প্রস্তাব দেয়। ছাত্রীরা তা প্রত্যাখ্যান করলে বখাটে হাফিজুর, জয়, মানিক ও তাদের সঙ্গীরা ছাত্রীদের চড়-থাপ্পড় দেয়। এরপর হাত ও পরনের কাপড় ধরে টানাহেঁচড়া করে। ছাত্রীদের বাঁচাতে ভ্যানচালক শিহাব উদ্দিন এগিয়ে গেলে তাকেও মারধর করা হয়। এ সময় ছাত্রীদের চিৎকারে স্থানীয়রা এলে বখাটেরা পালিয়ে যায়। এক ছাত্রী লিখিতভাবে ধুনট থানায় অভিযোগ করে। পুলিশ রাতে নিজ বাড়ি থেকে বখাটে হাফিজুর রহমানকে গ্রেফতার করে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও জানান, গ্রেফতার হাফিজারকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া আদালতে ওই ছাত্রীদের জবানবন্দি গ্রহণের প্রস্তুতি চলছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী
বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী
মারা গেলো গাজায় নিহত মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুটি
মারা গেলো গাজায় নিহত মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুটি
বিক্রির জন্য সবজি কিনে ফেরার পথে দুই ব্যবসায়ী নিহত
বিক্রির জন্য সবজি কিনে ফেরার পথে দুই ব্যবসায়ী নিহত
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি