X
শনিবার, ১১ মে ২০২৪
২৮ বৈশাখ ১৪৩১

যশোরের ৬টি আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ৪১ জন

যশোর প্রতিনিধি
১৭ নভেম্বর ২০১৮, ২১:৫৯আপডেট : ১৭ নভেম্বর ২০১৮, ২১:৫৯

যশোর যশোরের ৬টি সংসদীয় আসনে বিএনপির দলীয় মনোনয়ন ফরম ক্রয় ও জমা দিয়েছেন ৪১ জন। এরমধ্যে যশোর-১ আসনে ছয়জন, দুই আসনে আট জন, তিন আসনে তিনজন, চার আসনে ছয়জন, পাঁচ আসনে ১০ জন ও ছয় আসনে আটজন মনোনয়ন ফরম সংগ্রহ  ও জমা দিয়েছেন। মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে আপন দুই ভাই ও স্বামী-স্ত্রীও রয়েছেন। সংশ্লিষ্ট নেতাকর্মীদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

যশোর-১ (শার্শা) আসনে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিয়েছেন— বিএনপির সাবেক দফতর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, শার্শা বিএনপির সভাপতি খায়রুজ্জামান মধু, সাধারণ সম্পাদক হাসান জহির, স্বেচ্ছাসেবক দলের সহ-সম্পাদক আলহাজ মহসীন কবীর, যুবদলের কেন্দ্রীয় নেতা নূরুজ্জামান লিটন ও পল্টন বিএনপি নেতা ওসমান গণি।

যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে মনোনয়ন ফরম কিনেছেন— জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট মুহম্মদ ইসহক, দলের সাবেক সেক্রেটারি অ্যাডভোকেট কাজী মুনিরুল হুদা, যশোর চেম্বারের সাবেক সভাপতি আলহাজ মিজানুর রহমান খান, ঝিকরগাছা উপজেলা চেয়ারম্যান সাবেরা নাজমুল মুন্নী, উপজেলা বিএনপির সেক্রেটারি মোর্ত্তজা এলাহী টিপু, চৌগাছা বিএনপির সভাপতি জহুরুল ইসলাম, চৌগাছা যুবদলের সভাপতি শফিকুল ইসলাম ও ব্যবসায়ী সিরাজুল ইসলাম।

যশোর-৩ (সদর) আসনে মনোনয়নপ্রত্যাশীরা হলেন— বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির সেক্রেটারি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু ও নগর বিএনপির সভাপতি সাবেক মেয়র মারুফুল ইসলাম।

যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনে মনোনয়নপ্রত্যাশীরা হলেন— বিএনপির কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব ও তার স্ত্রী তানিয়া রহমান সুমী, উপজেলা বিএনপির সাবেক সেক্রেটারি আবু তাহের সিদ্দিকী, অভয়নগর বিএনপির সভাপতি ফারাজি মতিয়ার রহমান, মেজর (অব.) কোহিনূর আলম নূর, যুবদলের কেন্দ্রীয় নেতা নূরে আলম সোহাগ।

যশোর-৫ (মণিরামপুর) আসনে মণিরামপুর উপজেলা বিএনপির সভাপতি সাবেক মেয়র অ্যাডভোকেট শহীদ ইকবাল, জেলা বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ মুছা, সহ-আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট এমএ গফুর, সাবেক সংসদ সদস্য প্রয়াত আফসার আহমেদ সিদ্দিকীর স্ত্রী জাহানারা বেগম, যশোর নগর বিএনপির সেক্রেটারি মুনীর আহম্মেদ সিদ্দিকী বাচ্চু, জেলা বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মেজবাহ উর রহমান, সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার এবিএম গোলাম মোস্তফা তাজ, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা ইফতেখার সেলিম অগ্নি, জিয়া পরিষদের প্রকৌশলী শরিফুজ্জামান খান ও ফারুক হোসেন।

যশোর-৬ (কেশবপুর) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীরা হলেন— কেন্দ্রীয় নেতা ও উপজেলা কমিটির সভাপতি আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় সহ-ধর্মবিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি মোস্তাফিজুর রহমান, জেলা বিএনপির সহ-সভাপতি আবু বকর আবু, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ বিশ্বাস, সেক্রেটারি আলাউদ্দিন আলা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মশিয়ার রহমান ও অ্যাডভোকেট নূরুজ্জামান তপন।

 

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পোস্টার লাগানোকে কেন্দ্র করে প্রার্থীর নির্বাচনি ক্যাম্পে ভাঙচুর ও গুলি বর্ষণ
পোস্টার লাগানোকে কেন্দ্র করে প্রার্থীর নির্বাচনি ক্যাম্পে ভাঙচুর ও গুলি বর্ষণ
ইসরায়েলের বিরুদ্ধে সম্ভাব্য আন্তর্জাতিক আইনের লঙ্ঘনের অভিযোগ যুক্তরাষ্ট্রের
ইসরায়েলের বিরুদ্ধে সম্ভাব্য আন্তর্জাতিক আইনের লঙ্ঘনের অভিযোগ যুক্তরাষ্ট্রের
এক মোটরসাইকেলে ৩ ব্যবসায়ী, কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেলো দুজনের
এক মোটরসাইকেলে ৩ ব্যবসায়ী, কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেলো দুজনের
আন্তর্জাতিক ক্রিকেটে এই বছরই শেষ অ্যান্ডারসনের
আন্তর্জাতিক ক্রিকেটে এই বছরই শেষ অ্যান্ডারসনের
সর্বাধিক পঠিত
ফোন ছিনতাইয়ের ঘটনায় জিডি নয়, মামলা নেওয়ার নির্দেশ
ফোন ছিনতাইয়ের ঘটনায় জিডি নয়, মামলা নেওয়ার নির্দেশ
২০ মিনিটে লালখানবাজার থেকে বিমানবন্দর, চলবে না অটোরিকশা-বাইক
২০ মিনিটে লালখানবাজার থেকে বিমানবন্দর, চলবে না অটোরিকশা-বাইক
সরকারি গাড়ির যথেচ্ছ ব্যবহার, তুলছেন ভ্রমণ বিলও
সরকারি গাড়ির যথেচ্ছ ব্যবহার, তুলছেন ভ্রমণ বিলও
একই গ্রাম থেকে নির্বাচিত হলেন তিন চেয়ারম্যান
একই গ্রাম থেকে নির্বাচিত হলেন তিন চেয়ারম্যান
প্রশ্নফাঁস: বিমানের ডিজিএমসহ ৩০ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র
প্রশ্নফাঁস: বিমানের ডিজিএমসহ ৩০ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র