X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

যে কারণে চাঁপাইনবাবগঞ্জে আ.লীগ-বিএনপির একাধিক প্রার্থী

আনোয়ার হোসেন, চাঁপাইনবাবগঞ্জ
১৮ নভেম্বর ২০১৮, ১২:১৮আপডেট : ১৮ নভেম্বর ২০১৮, ১২:৩০

মনোনয়ন প্রত্যাশীদের কয়েকজন চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনে বিভিন্ন দলের ৬৭ জন মনোনয়ন প্রত্যাশী ফরম কিনেছেন। এদের মধ্যে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ৪৬ ও বিএনপির ২১ জন। আর চাপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট উপজেলা) আসন আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন ২০ জন। দলীয় সূত্রে জানা গেছে, এদের মধ্যে বেশিরভাগই ডামি প্রার্থী। পছন্দের প্রার্থীকে মনোনয়ন দিতেই এমনটা হয়েছে। এছাড়া ভোট বাড়াতেই ডামি মনোনয়ন প্রত্যাশীরা ফরম তুলেছেন।

একই আসনে এত লোকের প্রার্থী হতে চাওয়ার কারণ কী-এমন প্রশ্নের জবাবে চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম টিপু বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এটা গণতান্ত্রিক অধিকার। আর কেউ যদি নির্বাচন করতে চায় এবং ফরম তোলে তাহলে নিষেধ করার কিছুই নেই। তবে দল তাকেই মনোনয়ন দেবে যারা বা যেসব নেতারা গত ১০ বছর ধরে মাঠে আছে। জনগণের পাশে ও দলের দুর্দিনে ত্যাগ স্বীকার করে কাজ করেছেন এবং দলের বিপদে হাল ধরেছেন তারাই মনোনয়ন পাবেন। আর যে মনোনয়ন পাবে সব ভেদাভেদ ভুলে তৃণমূল নেতাকর্মীরা তার পক্ষেই কাজ করবে বলে আমি মনে করি।’ 

তিনি বলেন, ‘অভ্যন্তরীণ মত পার্থক্য, পচ্ছন্দ-অপচ্ছন্দের ব্যাপার থাকলেও দল যাকে মনোনয়ন দেবে আমরা তার পক্ষেই কাজ করবো। একাধিক প্রার্থী একই আসনে মনোনয়ন ফরম তুললেও নির্বাচনে দলের কোনও ক্ষতি হবে না। কারণ একাধিক ফরম তুললেও প্রার্থী হবেন একজনই এবং কেউ বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী হবে না।’

জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হালিমা খাতুন বলেন, ‘আমিসহ আরও চার-পাঁচজন মনোনয়ন প্রত্যাশী এলাকায় থেকে মানুষের জন্য কাজ করলেও জেলার বাইরে বসবাস করায় এলাকার মানুষের জন্য কিছুই করেননি এমন ব্যক্তিরাও দলীয় মনোনয়ন ফরম তুলে জমা দিয়েছেন। তবে কে কার ডামি প্রার্থী তা জানলেও বলা উচিত হবে না।’

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বলেন,  ‘ক্ষমতাসীন সরকারি দলের পক্ষে সব সময়ই চাহিদা বেশি থাকে। এক্ষেত্রে মান-অভিমান কিছুটা থাকলেও দলীয় কোন্দল বা অসন্তোষের কিছুই নেই।’

তিনি বলেন, ‘অনেক বেশি প্রার্থী মনোনয়ন ফরম তুললেও নির্বাচনে দলের কোনও ক্ষতি হবে না। দল হিসাব-নিকাষ করেই প্রার্থী চূড়ান্ত করবেন এমনটাই প্রত্যাশা করি।’

পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলছেন, ‘এত বেশি প্রার্থী হওয়ার পেছনে রাজনৈতিক নেতৃত্বের শূন্যতা বা দৈন্যতাও কাজ করতে পারে। যা রাজনীতির জন্য শুভ নয়। যদিও একাধিক প্রার্থী ফরম তুললে দলের মধ্যে গণতন্ত্রের চর্চা বেশি হচ্ছে ভাবা যায়। তবে সঠিকভাবে মূল্যায়ন না করে প্রার্থী দিলে দলের জন্য তা ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে ভবিষ্যৎতে। আবার এমন অনেকেই আছেন যারা জানেন তারা মনোনয়ন পাওয়ার যোগ্য না, মূলত তারা নিজের প্রচার করতেই ফরম কিনেছেন। এদের একটা বড় অংশই ডামি প্রার্থী বলেই ধারণা করছি।’

দু’টি দলের নেতারাই বলছেন, মনোনয়ন প্রত্যাশারী দলের সিদ্ধান্তই মেনে নেবে এবং সবাই নিজ নিজ দলকে জেতাতে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন। 

চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনে আওয়ামী লীগের ৪৬ জন নেতা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে ১৭ জন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে ২০ জন ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে ৯ জন।

আর বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ২১ জন। এর মধ্যে ১ আসনে ৯ জন, ২ আসনে ৯ জন ও ৩ আসনে  ৩ জন। 

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা