X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

রাজবাড়ীতে দুই আসনে জাপার মনোনয়ন প্রত্যাশী ৮ জন

রাজবাড়ী প্রতিনিধি
২১ নভেম্বর ২০১৮, ১০:৫৯আপডেট : ২১ নভেম্বর ২০১৮, ১১:১৫

 



ওপরে বাঁ থেকে হাবিবুর রহমান বাচ্চু ও শাহাদত হোসেন মিল্টন, নিচে: বাঁ থেকে আক্তারুজ্জামান হাসান ও আবুল হোসেন মিয়া রাজবাড়ী জেলার দুটি সংসদীয় আসনে জাতীয় পার্টির দলীয় মনোনয়নের আবেদন ফরম কিনে জমা দিয়েছেন আট জন। তাদের মধ্যে তিন জন রাজবাড়ী-১ আসনের জন্য এবং পাঁচ জন রাজবাড়ী-২ আসনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

রাজবাড়ী-১ আসনে দলীয় মনোনয়ন ফরম কিনে জমা দিয়েছেন— জেলা জাতীয় পার্টির সভাপতি অ্যাডভোকেট খোন্দকার হাবিবুর রহমান বাচ্চু, কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক শাহাদত হোসেন মিল্টন এবং কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা শাখার সমন্বয়ক মো. আক্তারুজ্জামান হাসান।

অন্যদিকে রাজবাড়ী-২ আসনে দলীয় মনোনয়ন ফরম কিনে জমা দিয়েছেন— সাবেক গণপরিষদ সদস্য অ্যাডভোকেট এবিএম নুরুল ইসলাম, জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি ও কালুখালী উপজেলা শাখার সভাপতি মো. আবুল হোসেন মিয়া, জাতীয় আইনজীবী ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল আজম, জেলা জাতীয় পার্টির শিক্ষা বিষয়ক সম্পাদক মাওলানা লোকমান হোসেন এবং কামরুজ্জামান কেনেডী।

উল্লেখ্য, গত ১১ নভেম্বর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত জাতীয় পার্টির দলীয় মনোনয়নের আবেদন ফরম বিক্রি ও জমা নেওয়া হয়।

জেলা জাতীয় পার্টির সভাপতি অ্যাডভোকেট খন্দকার হাবিবুর রহমান বাচ্চু বলেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইতোমধ্যেই পার্টির প্রেসিডেন্ট পল্লীবন্ধু এরশাদ রাজবাড়ী-১ আসনের জন্য  চূড়ান্ত  মনোনয়ন ঘোষণা দিয়েছেন।সে কারণে  আমি রাজবাড়ী-১ আসনে বিভিন্ন কেন্দ্রের কমিটি করে যাচ্ছি।ইনশাআল্লাহ আগামী নির্বাচনে এই আসন থেকে বিজয়ী হয়ে জাতীয় পার্টিকে এমপি উপহার দিতে পারবো।’

জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি ও কালুখালী উপজেলা শাখার সভাপতি  আবুল হোসেন মিয়া বলেন, ‘আশির দশকে হুসেইন মুহম্মদ এরশাদের হাত ধরে জাতীয় পার্টিতে যোগদান করি। ১৯৯০ সালে এরশাদ সরকারের শাসনামল শেষ হলেও দলকে শক্ত হাতে ধরে রেখেছি। পরবর্তী সময়ে পাংশা, কালুখালী ও বালিয়াকান্দিতে জাতীয় পার্টিকে শক্তিশালী করে গড়ে তুলেছি। ১৯৯৬ সালের নির্বাচনে রাজবাড়ী-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী বিজয়ী হলেও নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জাতীয় পার্টির প্রার্থী। পরে দলকে চাঙ্গা রাখতে নিয়মিত কর্মীসভা, উঠান বৈঠক, সমাবেশসহ দলীয় কার্যক্রম পরিচালনা করে চলেছি। এই এলাকার মানুষ এরশাদের ভক্ত। এবার জাতীয় পার্টি এ আসনটি পুনরুদ্ধার করতে চায়। এবারের নির্বাচনে আমাকে প্রার্থী করা হলে বিপুল ভোটে বিজয়ী হয়ে দলকে আসনটি উপহার দিতে পারবো।’

রাজবাড়ী জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ হাবিবুর রহমান জানান, মনোনয়নপত্র, নির্বাচনি আচরণবিধিসহ প্রয়োজনীয় কাগজপত্র উপজেলা পর্যায়ে পাঠানো হয়েছে। ভোটকেন্দ্র, কক্ষ, ভোটার তালিকা চূড়ান্ত করা হয়েছে। ভোটগ্রহণ কর্মকর্তাদের তালিকাও প্রস্তুত করা হয়েছে।

তিনি বলেন,‘রাজবাড়ী জেলার দুটি আসনে ৩১২টি কেন্দ্র, ১৫৪২টি ভোট কক্ষ চূড়ান্ত করা হয়েছে। এসব ভোটকেন্দ্র ও কক্ষের জন্য ৪ হাজার ৯৩৮ জন ভোটগ্রহণ কর্মকর্তা দায়িত্বে থাকবেন। এর মধ্যে ৩১২ জন প্রিজাইডিং অফিসার,১৫৪২ জন সহকারী প্রিজাইডিং অফিসার,৩ হাজার ৮৪ জন পোলিং অফিসার আছেন।এদের মধ্যে ১০ শতাংশ কর্মকর্তাকে রিজার্ভ রাখা হচ্ছে।

এবারের জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী দুটি আসনে মোট ভোটার সংখ্যা ৮ লাখ ৮ হাজার ৫৮৩ জন।এর মধ্যে রাজবাড়ী-১ আসনে (সদর,গোয়ালন্দ) ভোটার সংখ্যা তিন  লাখ ৪৬ হাজার ৪৫২ জন ও রাজবাড়ী-২ আসনে (বালিয়াকান্দি,পাংশা,কালুখালী) ভোটার সংখ্যা চার লাখ ৬২ হাজার ১৩১ জন।

 

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভিসা অব্যাহতি ও বাণিজ্য সম্প্রসারণ নিয়ে মিশরের সঙ্গে ফলপ্রসূ আলোচনা
ভিসা অব্যাহতি ও বাণিজ্য সম্প্রসারণ নিয়ে মিশরের সঙ্গে ফলপ্রসূ আলোচনা
বিএনপি নেতাদের কথা মাঠকর্মীরা শোনে না: ওবায়দুল কাদের
বিএনপি নেতাদের কথা মাঠকর্মীরা শোনে না: ওবায়দুল কাদের
কয়েকটি দেশেই আটকে আছে সম্ভাবনাময় শ্রমবাজার
কয়েকটি দেশেই আটকে আছে সম্ভাবনাময় শ্রমবাজার
আফসোসে পুড়ছেন হৃদয়
আফসোসে পুড়ছেন হৃদয়
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে