X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

প্রশাসনের কাছ থেকে যৌক্তিক আচরণ পাচ্ছি না: কর্নেল অলি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১০ ডিসেম্বর ২০১৮, ১৯:৫৩আপডেট : ১০ ডিসেম্বর ২০১৮, ২০:০০

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত সংবাদ সম্মেলনে কর্নেল (অব.) অলি আইনশৃঙ্খলা বাহিনী এবং রিটার্নিং অফিসারদের কাছ থেকে যৌক্তিক আচরণ পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন বিশ দলীয় জোটের শীর্ষ নেতা এলডিপি’র সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ। তিনি বলেছেন, ‘স্বাধীনতার পর কখনও এ ধরনের পরিস্থিতিতে নির্বাচন হয়নি। পুলিশ অফিসাররা ফোন রিসিভ করছেন না, রিটার্নিং অফিসারদের সঙ্গে প্রার্থীরা কথা বলতে পারছেন না। এ সমস্যার প্রতীকার আমরা কোথায় পাবো?’

সোমবার (১০ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম মহানগর বিএনপি এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এলডিপি’র এই নেতা।

কর্নেল অলি বলেন, ‘ইসির সঙ্গে সরাসরি কথা বলেছি। উনাকে বলেছি আমরা কারও বিরুদ্ধে না। আমরা প্রতিশোধ বা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা চাই জনগণ যেন নিজের ভোট দিতে পারে। সেই দাবি আদায়ের জন্যই আমরা নির্বাচনে যাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘সরকার জনগণকে রক্তপাতের দিকে ঠেলে দিচ্ছে। আমরা অশান্তি চাই না। সরকার নিজের ইচ্ছায় অশান্তি সৃষ্টি করছে। পুলিশ বিএনপি নেতাকর্মীদের অজ্ঞাতনামা মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠাচ্ছে, জামিনের সময় হলে আরেকটি মামলায় আবার শোন অ্যারেস্ট করছে।’

সংবাদ সম্মেলনে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ, আব্দুল্লাহ আল নোমান, কল্যাণ পার্টির সভাপতি মেজর জেনারেল ইবরাহিম, নগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবু সুফিয়ান, এলডিপি প্রেসিডিয়াম সদস্য নুরুল আলম, দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম চৌধুরীসহ বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আমির খসরু মাহমুদ বলেন, ‘আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করবো, নাগরিক অধিকার নিশ্চিত করে একটি সুষ্টু নির্বাচন করার জন্য নাগরিক দায়িত্ব পালন করুন। আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছি। তবে কোনও রাষ্ট্রীয় সন্ত্রাসকে আমরা কখনও মেনে নেব না।’

আব্দুল্লাহ আল নোমান বলেন, ‘নির্বাচন করার মতো কোনও পরিবেশ দেশে এখনও নেই। নির্বাচন করার জন্য আমাদের কোনও সুযোগ দিচ্ছে না। সরকারি দলের জন্য এক রকম আইন, বিরোধী দলের জন্য আরেক রকম আইন। মামলা দিয়ে বিএনপিকে হয়রানি করছে। পোস্টার লাগানোর সুযোগও দিচ্ছে না সরকারি দলের লোকেরা। হুমকি দিয়ে বাসাবাড়ি ছেড়ে দিতে বাধ্য করছে।’

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইউক্রেনকে ৫৫০ কোটি ডলারের সহায়তা দেবে সুইজারল্যান্ড
ইউক্রেনকে ৫৫০ কোটি ডলারের সহায়তা দেবে সুইজারল্যান্ড
সবজির বাজার ঊর্ধ্বমুখী, তীব্র গরমকে দুষছেন বিক্রেতারা
সবজির বাজার ঊর্ধ্বমুখী, তীব্র গরমকে দুষছেন বিক্রেতারা
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে কথা না বলতে আদালতের নির্দেশ
ইমরান খান ও বুশরা বিবিরাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে কথা না বলতে আদালতের নির্দেশ
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী