X
শনিবার, ১১ মে ২০২৪
২৮ বৈশাখ ১৪৩১

বগুড়ার ৭ আসনে ৪৪ জনকে প্রতীক বরাদ্দ, এক আসনে প্রার্থী পরিবর্তন

বগুড়া প্রতিনিধি
১০ ডিসেম্বর ২০১৮, ২২:১৪আপডেট : ১০ ডিসেম্বর ২০১৮, ২২:২১

বগুড়া

বগুড়ার সাতটি আসনে ৪৪ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে। তবে শেষ মুহূর্তে বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে বিএনপির প্রার্থী পরিবর্তন করা হয়েছে। হাইকোর্টের আদেশে আদমদীঘী উপজেলা চেয়ারম্যান, উপজেলা বিএনপির সভাপতি আবদুল মহিত তালুকদার প্রার্থিতা ফিরে পাওয়ায় সংগঠন থেকে তাকে প্রার্থী করা হয়। এজন্য তার ভাবী এবং ওই আসনের সাবেক সংসদ সদস্য, যুদ্ধাপরাধ মামলায় পলাতক আবদুল মোমিন তালুকদার খোকার স্ত্রী মাছুদা মোমিনকে সরিয়ে দেওয়া হয়।

এছাড়া বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে বিএনপির অপর প্রার্থী শাজাহানপুর উপজেলা চেয়ারম্যান সরকার বাদল হাইকোর্টের আদেশে প্রার্থিতা ফিরে পেলেও দল থেকে তাকে মনোনয়ন দেওয়া হয়নি। ফলে সেখানে গাবতলী উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগকারী মোর্শেদ মিল্টন প্রার্থিতার সুযোগ পেলেন।

সোমবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় রিটার্নিং অফিসার জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রায়হানা ইসলাম এর সত্যতা নিশ্চিত করেছেন।

রিটার্নিং অফিসার অফিস সূত্র জানায়, সাতটি আসনে মোট ৮৩জন প্রার্থী ছিলেন। বাছাইয়ে ৫৬ জনের মনোনয়ন বৈধ হয়। পরবর্তীতে আপিলে আরও ৫ জন বৈধতা পান। মোট বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়ায় ৬১ জন। রবিবার প্রত্যাহারের দিন ১১ জন প্রার্থী সরাসরি আবেদনের মাধ্যমে তাদের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। এছাড়া দলীয় একাধিক প্রার্থী থাকায় স্বয়ংক্রিয়ভাবে ৬ জনের মনোনয়ন প্রত্যাহার হয়ে যায়। বর্তমানে ৪৪ জন প্রার্থী ছিলেন। সোমবার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে আওয়ামী লীগের আবদুল মান্নান (নৌকা), বিএনপি কাজী রফিকুল ইসলাম (ধানের শীষ), ইসলামী আন্দোলন বাংলাদেশের এবিএম মোস্তফা কামাল পাশা (হাতপাখা) ও স্বতন্ত্র তবিবর রহমান মণ্ডল (কলার ছড়ি), বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে বিএনপির মাহমুদুর রহমান মান্না (ধানের শীষ), জাতীয় পার্টির শরিফুল ইসলাম জিন্নাহ (লাঙ্গল), মুসলিম লীগের শফিকুল ইসলাম (হারিকেন) ও ইসলামী আন্দোলনের জামাল উদ্দিন (হাত পাখা), বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে জাতীয় পার্টির নুরুল ইসলাম তালুকদার (লাঙ্গল), বিএনপির আবদুল মুহিত তালুকদার (ধানের শীষ), বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের আবদুল কাদের জিলানী (টেলিভিশন), বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির লিয়াকত আলী (কোদাল), ইসলামী আন্দোলনের শাহজাহান আলী তালুকদার (হাত পাখা), স্বতন্ত্র আফজাল হোসেন (আপেল), স্বতন্ত্র আবদুল মজিদ (ডাব) ও স্বতন্ত্র নজরুল ইসলাম (মটরগাড়ি), বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে জাসদের (ইনু) একেএম রেজাউল করিম তানসেন (নৌকা), বিএনপির মোশারফ হোসেন (ধানের শীষ), ইসলামী আন্দোলনের আলহাজ্ব মোহাম্মদ ইদ্রিস আলী (হাত পাখা), তরিকত ফেডারেশনের কাজী এমএ কাশেম (ফুলের মালা), ন্যাশনাল পিপলস্ পার্টির আয়ুব আলী (আম) ও বাংলাদেশ ন্যাশনালিষ্ট ফ্রন্টের জীবন রহমান (টেলিভিশন), বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে আওয়ামী লীগের হাবিবর রহমান (নৌকা), বিএনপির গোলাম মোহাম্মদ সিরাজ (ধানের শীষ), জাতীয় পার্টির তাজ মোহাম্মাদ সেখ (লাঙ্গল), ইসলামী আন্দোলনের মীর মাহমুদুর রহমান (হাত পাখা), ন্যাশনাল পিপলস্ পার্টির আব্দুন নূর (আম), ইসলামী ঐক্য জোটের নজরুল ইসলাম (মিনার), জাসদের (মার্কসবাদী) রঞ্জন কুমার দে (কোদাল), বাংলাদেশ কমিউনিষ্ট পার্টির সন্তোষ কুমার পাল (কাস্তে) ও স্বতন্ত্র আবদু রউফ মন্ডল জন (মাথাল), বগুড়া-৬ (সদর) আসনে বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ধানের শীষ), জাতীয় পার্টির নুরুল ইসলাম ওমর (লাঙ্গল), ইসলামী আন্দোলনের আনু নুমান মামুনুর রশিদ (হাতপাখা), কমিউনিস্ট পার্টি অব বাংলাদেশের আমিনুল ফরিদ (কাস্তে), জাকের পার্টির মোহাম্মাদ ফায়সাল বিন শফিক (গোলাপ ফুল), ন্যাপের (মোজাফফর) আমিনুর রহমান টিপু (কুঁড়েঘর), বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের জীবন রহমান (টেলিভিশন) এবং বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে বিএনপির মোর্শেদ মিল্টন (ধানের শীষ), জাতীয় পার্টির মুহাম্মদ আলতাফ আলী (লাঙ্গল), বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের শহিদুল ইসলাম (মই), ন্যাশনাল পিপলস্ পার্টির ফজলুল হক (আম), ন্যাপের মন্তেজার রহমান (কুঁড়েঘর) ও ইসলামী আন্দোলনের শফিকুল ইসলাম (হাতপাখা)।

 

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফলন বেশি, চরাঞ্চলের কৃষকরা ঝুঁকছেন ‘জাপানি মিষ্টি আলু’ চাষে
ফলন বেশি, চরাঞ্চলের কৃষকরা ঝুঁকছেন ‘জাপানি মিষ্টি আলু’ চাষে
তার পছন্দের প্রার্থীকে ভোট না দিলে কেন্দ্রে যেতে নিষেধ কাদের মির্জার
উপজেলা নির্বাচনতার পছন্দের প্রার্থীকে ভোট না দিলে কেন্দ্রে যেতে নিষেধ কাদের মির্জার
টিভিতে আজকের খেলা (১১ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১১ মে, ২০২৪)
কালীগঞ্জে জামানত হারিয়েছেন ৪ চেয়ারম্যান প্রার্থী
উপজেলা নির্বাচনকালীগঞ্জে জামানত হারিয়েছেন ৪ চেয়ারম্যান প্রার্থী
সর্বাধিক পঠিত
ফোন ছিনতাইয়ের ঘটনায় জিডি নয়, মামলা নেওয়ার নির্দেশ
ফোন ছিনতাইয়ের ঘটনায় জিডি নয়, মামলা নেওয়ার নির্দেশ
২০ মিনিটে লালখানবাজার থেকে বিমানবন্দর, চলবে না অটোরিকশা-বাইক
২০ মিনিটে লালখানবাজার থেকে বিমানবন্দর, চলবে না অটোরিকশা-বাইক
সরকারি গাড়ির যথেচ্ছ ব্যবহার, তুলছেন ভ্রমণ বিলও
সরকারি গাড়ির যথেচ্ছ ব্যবহার, তুলছেন ভ্রমণ বিলও
একই গ্রাম থেকে নির্বাচিত হলেন তিন চেয়ারম্যান
একই গ্রাম থেকে নির্বাচিত হলেন তিন চেয়ারম্যান
প্রশ্নফাঁস: বিমানের ডিজিএমসহ ৩০ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র
প্রশ্নফাঁস: বিমানের ডিজিএমসহ ৩০ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র