X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

বগুড়ায় কলেজছাত্র হত্যায় স্বেচ্ছাসেবকলীগ নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

বগুড়া প্রতিনিধি
১১ ডিসেম্বর ২০১৮, ০৪:০৯আপডেট : ১১ ডিসেম্বর ২০১৮, ০৪:১১





বগুড়া বগুড়ার শাজাহানপুরে কলেজছাত্র রাকিবুল হাসান হৃদয়কে (২০) ছুরিকাঘাতে হত্যার ঘটনায় স্বেচ্ছাসেবক লীগ নেতা মারুফ মোরশেদসহ তিন জনের নাম উল্লেখ ও দুই জনকে অজ্ঞাতসহ পাঁচ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহতের বাবা মোশাররফ হোসেন সোমবার (১০ ডিসেম্বর) বাদী হয়ে শাজাহানপুর থানায় মামলাটি দায়ের করেন। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক প্রলয়ের সহযোগী তালহাকে (১৮) গ্রেফতার দেখিয়েছে।

রবিবার (৯ ডিসেম্বর) সকালে শাজাহানপুর উপজেলার সুলতানগঞ্জ এলাকায় ধুমপান নিয়ে বিরোধের সময় এক বন্ধুকে মারপিটে বাধা দেওয়ায় প্রলয় ও তার সহযোগিরা হৃদয়ের বুকসহ শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করেছিল। পরে ঢাকায় নেওয়ার পথে সন্ধ্যায় তার মৃত্যু হয়।

নিহত হৃদয়ের বন্ধু নাসিম আহমেদ নয়ন, তানভীর রহমান রিয়াদ ও মহিম হাসান সামির জানান, তারা সবাই বগুড়া সরকারি শাহ সুলতান কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। রবিবার প্রিটেস্ট পরীক্ষা শেষে তারা কলেজ থেকে বের হয়ে পশ্চিম পাশের দোকানে যান। সেখানে বগুড়া শহর (দক্ষিণ) স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক মারুফ মোরশেদ প্রলয় সহযোগিদের নিয়ে আড্ডা দিচ্ছিল। এ সময় নয়ন সিগারেট জ্বালালে প্রলয়ের সহযোগী তাকে ধমক দেয়। একপর্যায়ে প্রলয় ও অন্যরা নয়নকে মারপিট করতে থাকে। তখন বন্ধু নয়নকে বাঁচাতে হৃদয় বাধা দিতে আসে। এ সময় স্বেচ্ছাসেবক লীগ নেতা প্রলয় কাছে থাকা ছুরি দিয়ে হৃদয়ের বুকে, পায়ে ও উরুতে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। রক্তাক্ত হৃদয়কে ঢাকায় নেওয়ার পথে সন্ধ্যায় টাঙ্গাইল এলাকায় সে মারা যায়।
পুলিশ হত্যায় জড়িত সন্দেহে শাহীনের ভাগ্নে তালহাকে আটক করে।

শাজাহানপুর থানার ওসি জিয়া লতিফুল ইসলাম জানান, কলেজছাত্র হৃদয়কে হত্যার ঘটনায় তার বাবা থানায় প্রলয় ও তালহাসহ তিন জনের নাম উল্লেখ ও দুই জন অজ্ঞাতসহ ৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। এজাহারে বাকবিতণ্ডার জের ধরে তার ছেলেকে হত্যার অভিযোগ করা হয়েছে। তিনি আরো জানান, প্রলয়সহ অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

বগুড়া শহর (দক্ষিণ) স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শহিদুল ইসলাম বাপ্পী জানান, প্রলয় নেতা পরিচয় দিলেও সে আসলে কর্মী। সে কলেজছাত্র হত্যার সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যাত্রা শুরু করলো ইউএস-বাংলার ‘এয়ারবাস’
যাত্রা শুরু করলো ইউএস-বাংলার ‘এয়ারবাস’
ব্রাইটনকে উড়িয়ে দেওয়ার পর সতর্ক ম্যানসিটি
ব্রাইটনকে উড়িয়ে দেওয়ার পর সতর্ক ম্যানসিটি
পরিবারের অভাব দূর করতে সিঙ্গাপুরে গিয়ে লাশ হয়ে ফিরলেন রাকিব
পরিবারের অভাব দূর করতে সিঙ্গাপুরে গিয়ে লাশ হয়ে ফিরলেন রাকিব
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ