X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

জাপা প্রার্থীর গাড়িবহরে হামলা ও ভাঙচুরের অভিযোগ

মানিকগঞ্জ প্রতিনিধি
১৬ ডিসেম্বর ২০১৮, ১১:২১আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৮, ১১:৩৪

গাড়িবহরে হামলা মানিকগঞ্জ-২ (সাটুরিয়া-সদরের একাংশ-হরিরামপুর) আসনের জাতীয় পার্টির প্রার্থী এস এম আবদুল মান্নানের গাড়ি বহরে স্থানীয় যুবলীগের নেতাকর্মীরা হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে। এসময় তারা গাড়ি ভাঙচুরের করেছেন বলেও জানা গেছে। শনিবার হরিরামপুর উপজেলা সদরে এই হামলার ঘটনা ঘটে। হামলা ও ভাঙচুরের কথা অস্বীকার করে যুবলীগের দাবি, জাতীয় পার্টির অভ্যন্তরীণ কোন্দল কিংবা বিএনপির লোকজন এই হামলা করতে পারে।

দলীয় সূত্রে জানা গেছে, শনিবার  হরিরামপুর উপজেলার ঝিটকা বাজার ও মাচাইন বাজারে আবদুল মান্নানের গণসংযোগ করার কথা ছিল। এরই অংশ হিসেবে তার মোটরসাইকেল ও গাড়িবহর হরিরামপুরের কান্ঠাপাড়া এলাকা পৌঁছালে স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মী সেখানে বাধার সৃষ্টি করেন। পরে সেখান থেকে বহর নিয়ে ঝিটকা বাজারে যাওয়ার পথে হরিরামপুর উপজেলা যুবলীগের নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে বহরে হামলা করেন। এ কারণে তারা কর্মসূচি পালন করতে পারেননি।

আবদুল মান্নানের অভিযোগ, উপজেলা চত্বরে পৌঁছার পরই উপজেলা যুবলীগের আহ্বায়ক আমিনুর রহমানের নেতৃত্বে ৩০-৪০ জন যুবলীগের নেতাকর্মীরা তার গাড়ির কাঁচ ও দুই-তিনটি মোটারসাইকেল ভাঙচুর করে। এ সময় হামলায় তার ১৫-২০ জন সমর্থক ও কর্মীকে আহত হন।

এ বিষয়ে যুবলীগের নেতা আমিনুর রহমান বলেন, এ ঘটনার সঙ্গে যুবলীগ, ছাত্রলীগ কিংবা আওয়ামী লীগের কেউ জড়িত নয়। জাতীয় পার্টির অভ্যন্তরীণ কোন্দল নিয়ে এই ঘটনা কিংবা বিএনপির লোকজন এই হামলা করতে পারে বলে তিনি দাবি করেন।

এ ব্যাপারে হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান বলেন, হামলা হয়েছে। তবে কারা এই হামলার সঙ্গে জড়িত তা জানা য়ায়নি। জাপার ওই প্রার্থী কিংবা তার পক্ষে কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে কথা না বলতে আদালতের নির্দেশ
ইমরান খান ও বুশরা বিবিরাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে কথা না বলতে আদালতের নির্দেশ
বিতর্কিত আউটের ছবি পোস্ট করে মুশফিক লিখলেন...
বিতর্কিত আউটের ছবি পোস্ট করে মুশফিক লিখলেন...
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী