X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

দেশজুড়ে বই উৎসব, শিক্ষার্থীদের উচ্ছ্বাস

বাংলা ট্রিবিউন ডেস্ক
০১ জানুয়ারি ২০১৯, ১২:২১আপডেট : ০১ জানুয়ারি ২০১৯, ১২:৫৭

দেশজুড়ে বই উৎসব, শিক্ষার্থীদের উচ্ছ্বাস বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নতুন বছরের প্রথম দিন মঙ্গলবার (১ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে দেশজুড়ে শিক্ষার্থীদের মধ্যো বই বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। সারাদেশের চার কোটি ২৬ লাখ ১৯ হাজার শিক্ষার্থীর হাতে বই পৌঁছে দেওয়ার এ আয়োজন করেছে সরকার। এদিকে নতুন বই হাতে পেয়ে আনন্দ ও উচ্ছ্বাসে আত্মহারা শিক্ষার্থীরা। কেউ কেউ বই হাতে পেয়েই দৌড়ে আবার কেউ বা বই বুকে জড়িয়ে বাড়ির পথ ধরেছে। এ চিত্র এখন ঢাকাসহ সারা দেশজুড়ে।
আমাদের প্রতিনিধিদের পাঠানো সংবাদ
দেশজুড়ে বই উৎসব, শিক্ষার্থীদের উচ্ছ্বাস সুনামগঞ্জ
সুনামগঞ্জে আজ সকাল ৯টায় বই উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। তিনি সরকারি এসসি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন ও প্রবীণ শিক্ষার্থীদের মধ্যে নতুন বই বিতরণ করে উৎসবের উদ্বোধন করেন।
নুতন বই হাতে পেয়ে শিক্ষার্থীরা জানায়, বছরের প্রথম দিন নুতন বই হাতে পেয়ে তাদের বেশ ভালো লাগছে।
সরকারি এসসি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাশহুদ চৌধুরী বলেন, বছরের প্রথম দিনে বই পাওয়ার কারণে হাওর এলাকার শিক্ষার গুণগত মান বাড়বে। এতে শিক্ষার দিক থেকে পিছেয়ে পড়া জনপদ সুনামগঞ্জের হাওর এলাকার শিক্ষার দিক থেকে এগিয়ে যাবে ও গুণগত মান বাড়বে।
দেশজুড়ে বই উৎসব, শিক্ষার্থীদের উচ্ছ্বাস ময়মনসিংহ
উৎসব মুখর পরিবেশে ময়মনসিংহে নতুন বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে সরকারি বিদ্যাময়ী বালিকা বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে বই উৎসবের উদ্বোধন করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা মো. নায়েরুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর গাজী হাসান কামাল, মাউশির পরিচালক প্রফেসর আজহারুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলামসহ শিক্ষা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
দেশজুড়ে বই উৎসব, শিক্ষার্থীদের উচ্ছ্বাস রংপুর
রংপুরে বর্ণাঢ্য আয়োজনে বই উৎসব শুরু হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে বছরের প্রথম দিনে বই সরবরাহ করা হয়। নতুন বই পেয়ে শিক্ষার্থীরা আনন্দে উদ্বেলিত। তারা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন শেখ হাসিনা শিক্ষাবান্ধব বলেই তার নির্দেশেই এভাবে সব শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে রংপুর সরকারি বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে বই উৎসবের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার জয়নুল বারী। বিশেষ অতিথি ছিলেন রংপুরের জেলা প্রশাসক এনামুল হাবিব সহ শিক্ষা বিভাগের কর্মকর্তারা।

দেশজুড়ে বই উৎসব, শিক্ষার্থীদের উচ্ছ্বাস বরগুনা
সারাদেশের মতো বরগুনার সব প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে নতুন বছরের বই। নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। স্বস্তিতে শিক্ষক ও অভিবাবকরা। মঙ্গলবার সকাল ১০টায় বরগুনা সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয়ে নতুন বই বিতরণ করা হয়।
দেশজুড়ে বই উৎসব, শিক্ষার্থীদের উচ্ছ্বাস নরসিংদী
নরসিংদীতে ২০১৯ সালের শিক্ষার্থীদের মধ্যে নতুন বই তুলে দিয়ে বই উৎসবের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন। মঙ্গলবার সকাল ১০টায় শহরের আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে প্রধান অতিথি হিসেবে নতুন বছরের বই তুলে দেওয়ার মাধ্যমে জেলাজুড়ে বই উৎসবের উদ্বোধন করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হারুন অর রশিদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফজলুল হক, সহকারী কমিশনার মাসুদুল হক, স্কুলের প্রধান শিক্ষক মনজিল এ মিল্লাত।
বই উৎসবে জেলা প্রশাসক জানান, এ বছর বই উৎসবে নরসিংদী জেলায় ৪৯ লাখ নতুন বই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হচ্ছে।

দেশজুড়ে বই উৎসব, শিক্ষার্থীদের উচ্ছ্বাস হিলি
শিক্ষা বর্ষের প্রথম দিনে, শিক্ষার্থীরা জনে জনে বই নিবে খুশি মনে, এমন প্রতিপাদ্যকে সামনে রেখে ইংরেজি নতুন বছরের প্রথম দিনে সারাদেশের মতো দিনাজপুরের হিলিতে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে শুরু হয়েছে বই উৎসব। মঙ্গলবার সকাল ১১টায় বাংলা হিলি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলম শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে বই উৎসবের শুভ উদ্বোধন করেন।

দেশজুড়ে বই উৎসব, শিক্ষার্থীদের উচ্ছ্বাস ব্রাহ্মণবাড়িয়া
উৎসব মুখর পরিবেশে বছরের প্রথম দিন ব্রাহ্মণবাড়িয়ার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিক ভাবে নতুন বই তুলে দেওয়া হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে শহরের নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিক ভাবে কোমলমতী শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন। এসময় ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, পৌরসভার মেয়র নায়ার কবীরসহ প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
রংপুর হাসপাতালে বাড়ছে হিট স্ট্রোকে আক্রান্ত রোগী, ৫ দিনে ২২ জনের মৃত্যু
রংপুর হাসপাতালে বাড়ছে হিট স্ট্রোকে আক্রান্ত রোগী, ৫ দিনে ২২ জনের মৃত্যু
তুর্কি মিডফিল্ডারের গোলে শিরোপার আরও কাছে রিয়াল মাদ্রিদ
তুর্কি মিডফিল্ডারের গোলে শিরোপার আরও কাছে রিয়াল মাদ্রিদ
দ্বিতীয় বিয়ে করায় ছেলের আঘাতে প্রাণ গেলো বাবার
দ্বিতীয় বিয়ে করায় ছেলের আঘাতে প্রাণ গেলো বাবার
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!