X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়া-২: জাতীয় পরিচয়পত্র ছাড়া ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৯ জানুয়ারি ২০১৯, ১৩:৪৭আপডেট : ০৯ জানুয়ারি ২০১৯, ১৪:৩২

ব্রাহ্মণবাড়িয়া-২: জাতীয় পরিচয়পত্র ছাড়া ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে স্থগিত হওয়া তিনটি কেন্দ্রে বুধবার (৯ জানুয়ারি) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। তবে সকাল সাড়ে ১০টার দিকে যাত্রাপুর কেন্দ্রে জাতীয় পরিচয়পত্র ছাড়া ভোটগ্রহণে বাধা দেওয়া হয় বলে ভোটাররা অভিযোগ করেছেন। তারা জানান, অঘোষিত এই নিয়মের কারণে অনেকেই ভোট না দিয়ে কেন্দ্র থেকে ফিরে গেছেন।

এদিকে আজ সকাল থেকেই প্রতিটি কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল অনেক। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বাড়ার কথা থাকলেও তেমনটি চোখে পড়েনি।

এই কেন্দ্রের ১নং বুথে ভোট দিতে আসা খুরশিদ আলম বলেন, আমার ভোটার নং ১৬১ বলার পরেও ভোটের লাইন থেকে আমাকে বাড়িতে ফেরত পাঠানো হয়েছে জাতীয় পরিচয়পত্র নিয়ে আসার জন্য। আমি বাড়িতে গিয়ে জাতীয় পরিচয়পত্র আনার পর আমাকে ভোট দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে।

আরেক ভোটার রতন মিয়া জানান, তিনিও ভোট দিতে এসে আবারও বাড়িতে ফেরত গিয়ে জাতীয় পরিচয়পত্র নিয়ে এসে ভোট দিয়েছেন।

তারা জানান, তাদের এলাকার অনেকেই জাতীয় পরিচয়পত্র হারিয়ে ফেলার কারণে ও নষ্ট হয়ে যাওয়ায় ভোট দিতে পারেননি। আবার কেউ কেউ বাড়িতে গিয়ে জাতীয় পরিচয়পত্র নিয়ে এসে ভোট দিতে পেরেছেন। এটা এক ধরনের হয়রানি বলে ভোটাররা আখ্যায়িত করেছেন।

ব্রাহ্মণবাড়িয়া-২: জাতীয় পরিচয়পত্র ছাড়া ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ এ ব্যাপারে সাংবাদিকেরা যাত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জিব সরকারের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘কেন জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক, এই ব্যাখ্যা আমার কাছে নেই।’ অপর নির্বাহী ম্যাজিস্ট্রেট তনিমা আফ্রাদও একই কথা বলেন।

এদিকে এই কেন্দ্রের দায়িত্বে থাকা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সামসুজ্জামান সাংবাদিকদের জানান, এটাই নিয়ম। এর বাইরে তিনি আর কোনও কথা বলতে রাজি হননি।

এ ব্যাপারে কথা হয় এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মঈনুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, ‘আমরা এমনভাবে কাউকে ফেরত যেতে বলেনি। তবে ছবির সঙ্গে মিল রেখে শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারছেন সবাই।’

এ ব্যাপারে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান বলেন, ‘ভোটার আইডি কার্ড বাধ্যতামূলক নয়। এটা না বুঝে করে থাকতে পারে।’

তিনি আরও বলেন, ‘আমি ঘটনাটি জানার পর তাৎক্ষণিক এই সমস্যার সমাধান করে দিয়েছি। স্বাভাবিক নিয়মেই ভোটগ্রহণ চলছে।’

উল্লেখ্য, আশুগঞ্জ উপজেলার বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, যাত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সোহাগপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৩০ ডিসেম্বর নানা অনিয়মের কারণে ভোটগ্রহণ স্থগিত করা হয়। পরে আজ সকাল পুনরায় এসব কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়।

/এআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
শনিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
শনিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
জলবায়ু অভিযোজনে সহায়তা দ্বিগুণের সিদ্ধান্ত বাস্তবায়নের আহ্বান পরিবেশমন্ত্রীর
জলবায়ু অভিযোজনে সহায়তা দ্বিগুণের সিদ্ধান্ত বাস্তবায়নের আহ্বান পরিবেশমন্ত্রীর
গাজার ধ্বংসস্তূপ পরিষ্কারে ১৪ বছর লাগতে পারে: জাতিসংঘ
গাজার ধ্বংসস্তূপ পরিষ্কারে ১৪ বছর লাগতে পারে: জাতিসংঘ
সর্বাধিক পঠিত
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী