X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

‘ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার যেন না হয়, আমরা দেখবো’

গোপালগঞ্জ প্রতিনিধি
১০ জানুয়ারি ২০১৯, ১৭:০০আপডেট : ১০ জানুয়ারি ২০১৯, ১৭:০৮

কথা বলছেন আইনমন্ত্রী আনিসুল হক, পাশে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল (ছবি– প্রতিনিধি)

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের কোনও সম্ভাবনা নেই। তবে এই আইনের অপব্যবহার যেন না হয়, আমরা দেখবো।’

বৃহস্পতিবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। এসময় আরও উপস্থিত ছিলেন– অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।

আনিসুল হক বলেন, ‘দেশ স্বাধীন হওয়ার পরও মানুষ যতটা না খুশি হয়েছিল, ১৯৭২ সালের ১০ জানুয়ারি বঙ্গবন্ধু দেশে ফিরলে মানুষ এর চেয়ে বেশি খুশি হয়েছিল। আজ সেই দিনে আমরা বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে টুঙ্গিপাড়ায় তার সমাধিতে এসেছি। বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানানোর মধ্যদিয়ে আমরা আমাদের দায়িত্ব পালন শুরু করতে চাই।’

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘চলতি অর্থবছরে ৮ দশমিক ৩০ শতাংশ জিডিপি অর্জন করা সম্ভব হবে, যা আমাদের জন্য শ্রেষ্ঠ অর্জন বলে আমি মনে করি।’

তিনি আরও বলেন, ‘আমাদের কখনও সাড়ে ৬ শতাংশের বেশি প্রবৃদ্ধি হবে, বিশ্ব ব্যাংক এটা বলতো না। এবার বিশ্বব্যাংক বলেছে, আমাদের ৭ শতাংশের উপরে প্রবৃদ্ধি হবে। আমার ধারণা, চলতি অর্থবছরে আমাদের প্রবৃদ্ধি ৮ দশমিক ২৫ থেকে ৮ দশমিক ৩০ শতাংশ জিডিপি অর্জন করা সম্ভব হবে। এবছর আমাদের যে প্রবৃদ্ধি অর্জন হবে, সর্বোচ্চ প্রবৃদ্ধি।’

সালমান এফ রহমান বলেন, ‘আমার নতুন একটা যাত্রা শুরু হয়েছে। তার জন্য আমি প্রথমেই এখানে এসে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানালাম। আমি মনে করি, জননেত্রী শেখ হাসিনা যেভাবে দেশটাকে এগিয়ে নিয়ে এসেছেন, ভবিষতে আমরা যারা নতুন সরকারে এসেছি, তারা দেশটাকে সামনের দিকে এগিয়ে নিতে সক্ষম হবো।’

এর আগে হেলিকপ্টারে করে বেলা সাড়ে ১০টায় টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতার বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন আইনমন্ত্রী আনিসুল হক, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ও প্রধানমন্ত্রী বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। পরে তারা বঙ্গবন্ধু ও পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এসময় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন নস্যাৎ সম্ভব না: দুদু
গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন নস্যাৎ সম্ভব না: দুদু
বৃহস্পতিবার পর্যন্ত দেশের সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ
বৃহস্পতিবার পর্যন্ত দেশের সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ
রেশনে পণ্য চান শ্রমিকরা
রেশনে পণ্য চান শ্রমিকরা
অশ্রুসিক্ত হয়ে চেলসি ছাড়ার ঘোষণা ব্রাজিলিয়ান ডিফেন্ডারের
অশ্রুসিক্ত হয়ে চেলসি ছাড়ার ঘোষণা ব্রাজিলিয়ান ডিফেন্ডারের
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ