X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

‘যে জাতির দেশপ্রেম আছে, কেউ তাদের দাবিয়ে রাখতে পারবে না’

নীলফামারী প্রতিনিধি
১০ জানুয়ারি ২০১৯, ২১:৩৩আপডেট : ১০ জানুয়ারি ২০১৯, ২১:৪৫

বক্তব্য রাখছেন আসাদুজ্জামান নূর (ছবি– প্রতিনিধি)

নীলফামারী সদর আসনের সংসদ সদস্য ও সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, ‘আমাদের সবার মধ্যে দেশপ্রেম জাগ্রত করতে হবে। কারণ, যে জাতির দেশপ্রেম আছে, কেউ তাদের দাবিয়ে রাখতে পারবে না।’

বৃহস্পতিবার (১০ জানুয়ারি) বিকালে নীলফামারী সদরের পলাশবাড়ি নামক স্থানে ডায়বেটিক হাসপাতালের নব-নির্মিত চতুর্থতলা ভবনে প্রথম ক্লাস শুরুর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

আসাদুজ্জামান নূর বলেন, ‘নীলফামারীর গণমানুষের দাবি ছিল, এখানে একটি মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠার। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহম্মদ নাসিম এ দাবিকে আমলে নিয়ে এ জেলার মানুষের স্বপ্নপূরণ করেছেন।’ এসময় সুনাম ও মর্যাদার সঙ্গে মেডিক্যাল কলেজ পরিচালনার আহ্বানও জানান তিনি।

মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘শিক্ষার সঙ্গে সংস্কৃতি চর্চাও করতে হবে। কলেজটিকে রাজনীতির ঊর্ধ্বে রেখে দেশের শ্রেষ্ঠ মেডিক্যাল কলেজ হিসাবে গড়ে তুলতে চাই, যেন দেশ-বিদেশে এটি মডেল হিসেবে গ্রহণযোগ্যতা পায়।’

নীলফামারী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. রবিউল ইসলাম শাহের সভাপতিত্বে অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন– রংপুর বিভাগের স্বাস্থ্য পরিচালক অমল চন্দ্র সাহা, জেলা প্রশাসক নাজিয়া শিরিন, পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন, সিভিল সার্জন ডা. রনজিৎ কুমার বর্মন, জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক মমতাজুল হক, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা. মমতাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ডা. মজিবুল হাসান চৌধুরী শাহীন ও শিক্ষার্থী সাজ্জাদ প্রমুখ।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ