X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

আশুলিয়ায় কারখানার মালামাল লুটের অভিযোগ যুবলীগ নেতার বিরুদ্ধে

সাভার প্রতিনিধি
১৬ জানুয়ারি ২০১৯, ২০:১১আপডেট : ১৬ জানুয়ারি ২০১৯, ২০:৩১

এই সেই কারখানা

আশুলিয়ায় একটি কারখানার নিরাপত্তা কর্মীদের মারধর করে ৯ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ উঠেছে সোহেল নামের একজন স্থানীয় যুবলীগ নেতার বিরুদ্ধে। বুধবার (১৬ জানুয়ারি) ভোরে আশুলিয়ার লালপাহাড় এলাকার বাংলাদেশ ফাউন্ড্রি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড কারখানায় এই ঘটনা ঘটেছে বলে দাবি করেছে কর্তৃপক্ষ। এদিকে সোহেলের বিরুদ্ধে লিখিত অভিযোগ পাওয়া গেছে বলে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

অভিযুক্ত সোহেল ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক। 

এরকম একটি ঘটনার কথা শুনেছেন জানিয়ে আশুলিয়া উপজেলা যুবলীগের আহ্বায়ক কবির হোসেন সরকার বলেন, ‘ঘটনা সত্য হলে অবশ্যই দলের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে।’ 

মালামাল লুটের ব্যাপারে কারখানার নিরাপত্তা কর্মীরা জানান, প্রতিদিনের মতো বুধবার সকালেও তারা কারখানার নিরাপত্তাজনিত কাজের দায়িত্বে ছিলেন। ভোরের দিকে হঠাৎ স্থানীয় যুবলীগ নেতা সোহেল মোল্লার নেতৃত্বে প্রায় ১০-১৫ জনের একটি দল অতর্কিতভাবে কারখানায় প্রবেশ করে। তারা কারখানার নিরাপত্তা কর্মী জব্বার, আশরাফ ও সায়মনকে মারধর করে ভয় দেখিয়ে একটি কক্ষে আটকে রাখে। পরে একটি ট্রাক (ঢাকা মেট্রো ঢ ১৫-২৮২৪) কারখানায় প্রবেশ করিয়ে ওই কারখানা থেকে কমপক্ষে ৯ লাখ টাকার মাল লুট করে নিয়ে যায়।

কারখানার নিরাপত্তাকর্মীরা আরও জানান, তাদের কারখানায় মাহফুজ নামের এক ব্যক্তি পুরাতন মালামাল ক্রয়ের ব্যবসা করতেন। তার সঙ্গেই বেশ কয়েকবার মাল নেওয়ার জন্য যুবলীগ নেতা সোহেল মোল্লা কারখানার গুদামে এসেছেন। বুধবার ভোরে সোহেল ও কামরুল নামের দুজনের সঙ্গে আরও কিছু লোক কারখানার গুদামে প্রবেশ করে। এরপর তিন নিরাপত্তাকর্মীকে মারধর করে মূল ফটকের চাবি ছিনিয়ে নেয়। এসময় একটি ট্রাক কারখানায় ভেতরে প্রবেশ করিয়ে কনস্ট্রাকশন ফার্মে ব্যবহৃত মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।

এ ব্যাপারে কারখানার ব্যবস্থাপনা পরিচালক খন্দকার রহমত উল্লাহ বলেন, ‘সোহেল নামের এক ব্যক্তি প্রায় ১০-১৫ জন লোক নিয়ে কারখানার ৯ লাখ টাকার মাল লুটে নিয়েছে।’ এই ঘটনায় তিনি নিজে আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলেও জানান।

এ ব্যাপারে কথা বলার জন্য অভিযুক্ত যুবলীগ নেতা সোহেল মোল্লার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক দিপু বলেন, ‘এ ঘটনায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’




 

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাফায় আবারও ব্যাপক হামলা ইসরায়েলের
রাফায় আবারও ব্যাপক হামলা ইসরায়েলের
স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে ছেলে, রান্নাঘরে পুড়ে মারা গেলেন মা
স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে ছেলে, রান্নাঘরে পুড়ে মারা গেলেন মা
২৫ দিনেও গ্রেফতার হয়নি কেউ, পুলিশ বলছে সিসিটিভির ফুটেজ পায়নি
কুমিল্লা শিক্ষা প্রকৌশল কার্যালয়ে ঠিকাদারকে মারধর২৫ দিনেও গ্রেফতার হয়নি কেউ, পুলিশ বলছে সিসিটিভির ফুটেজ পায়নি
উপজেলা নির্বাচন: অংশ নিতে পারবেন না পৌর এলাকার ভোটার এবং প্রার্থীরা
উপজেলা নির্বাচন: অংশ নিতে পারবেন না পৌর এলাকার ভোটার এবং প্রার্থীরা
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ