X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

মন্ত্রী হওয়ার পর জাবিতে প্রথম ক্লাস নিলেন তথ্যমন্ত্রী

জাবি প্রতিনিধি
১৭ জানুয়ারি ২০১৯, ১৯:০৩আপডেট : ১৭ জানুয়ারি ২০১৯, ১৯:২৬

ক্লাসে তথ্যমন্ত্রী (ছবি– প্রতিনিধি)

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) খণ্ডকালীন শিক্ষক হিসেবে পরিবেশ বিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থীদের ক্লাস নিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। তথ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) বিকালে প্রথমবারের মতো ক্লাস নেন তিনি।

গত বছরের সেপ্টেম্বর থেকে পরিবেশ বিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থীদের ‘ক্লাইমেন্ট চেঞ্জ’ কোর্স পড়িয়ে আসছেন ড. হাছান মাহমুদ।

পরিবেশ বিজ্ঞান বিভাগ সূত্র জানায়, বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে সচিবালয় থেকে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগে পৌঁছান তথ্যমন্ত্রী। পরে সাড়ে ৪টায় ক্লাস নেওয়া শুরু করেন। এসময় শিক্ষক-শিক্ষার্থীরা তাকে ফুল ও ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানান।

এ ব্যাপারে তথ্যমন্ত্রী বলেন, ‘শিক্ষার্থীদের যতগুলো ক্লাস নেওয়ার কথা ছিল, তার মধ্যে একটি ক্লাস বাকি ছিল। নির্বাচনি ব্যস্ততার কারণে তা নেওয়া সম্ভব হয়নি। এটিই এই বর্ষের শিক্ষার্থীদের সঙ্গে আমার শেষ ক্লাস।’ এখানে খণ্ডকালীন শিক্ষক হিসেবে ক্লাস নেওয়া অব্যাহত রাখবেন বলেও জানান তিনি।

তথ্যমন্ত্রীকে ফুল ও ক্রেস্ট শিক্ষার্থীরা (ছবি– প্রতিনিধি)

এর আগে পরিবেশ বিজ্ঞান ও বাংলাদেশ স্টাডিস বিষয়ে ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি এবং নর্থ-সাউথ ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেন ড. হাছান মাহমুদ। শিক্ষা জীবনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন বিষয়ে সম্মানসহ স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন তিনি। বেলজিয়ামের ব্রিজ ইউনিভার্সিটি অব ব্রাসেলস থেকে হিউম্যান ইকোলজি ও ইউনিভিার্সিটি অব লিবহা দু ব্রাসেলস থেকে আন্তর্জাতিক রাজনীতি বিষয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন তথ্যমন্ত্রী। এরপর পরিবেশ রসায়ন বিষয়ে বেলজিয়ামের লিম্বুর্গ ইউনিভার্সিটি থেকে পিএইচডি অর্জন করেন তিনি। শিক্ষাজীবন শেষ করে ব্রাসেলসের ইউরোপিয়ান ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ-এ ভিজিটিং ফেলো এবং একাডেমিক বোর্ড মেম্বার হিসেবে মনোনীত হন হাছান মাহমুদ।

উল্লেখ্য, ড. হাছান মাহমুদ দেশ ও আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিবেশবিদ হিসেবে সুপরিচিত। এক দশকেরও বেশি সময় ধরে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের পরিবেশবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে সরকারের পরিবেশমন্ত্রী, বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং জাতীয় সংসদের বন ও পরিবেশ মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন ড. হাছান মাহমুদ।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাগেরহাটে কৃষককে পিটিকে হত্যা
বাগেরহাটে কৃষককে পিটিকে হত্যা
একসঙ্গে ৭৩ নেতাকে বহিষ্কার করলো বিএনপি
একসঙ্গে ৭৩ নেতাকে বহিষ্কার করলো বিএনপি
চীনে রুপা জিতে বিশ্বকাপে বাংলাদেশের সুকান্ত ও নয়ন
চীনে রুপা জিতে বিশ্বকাপে বাংলাদেশের সুকান্ত ও নয়ন
বাংলাদেশ ব্যাংকে সংবাদকর্মীদের প্রবেশে বাধা: উদ্বিগ্ন টিআইবি
বাংলাদেশ ব্যাংকে সংবাদকর্মীদের প্রবেশে বাধা: উদ্বিগ্ন টিআইবি
সর্বাধিক পঠিত
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন