X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে হাসান আজিজুল হকের জন্মোৎসব পালিত হবে আজ

রাজশাহী প্রতিনিধি
০২ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:২৬আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:৩৪

হাসান আজিজুল হক (ছবি: কালের কণ্ঠ) উপমহাদেশের প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ৮০ বছর পূর্ণ হবে আজ শনিবার (২ ফেব্রুয়ারি)। গুণী এই কথা সাহিত্যিকের জীবনের এই মাহেন্দ্রক্ষণকে আরও স্মরণীয় করে রাখতে এবছর তার ৮০তম জন্মোৎসব আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে হাসান আজিজুল হককে রাজশাহীর সম্মিলিত নাগরিক সমাজের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হবে।

বঙ্গবন্ধু পরিষদ এই জন্মোৎসব পালন করতে যাচ্ছে। হাসান আজিজুল হকের ৮০তম জন্মোৎসব উদযাপন পরিষদের সদস্য-সচিব এবং কবিকুঞ্জের সাধারণ সম্পাদক আরিফুল হক কুমার জানান, আজ

শনিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কাজী নজরুল ইসলাম মিলনায়তনে বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত জন্মোৎসব অনুষ্ঠানটি আয়োজিত হবে। ওই সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন একুশে পদকপ্রাপ্ত লেখক ও চিন্তাবিদ অধ্যাপক সনৎকুমার সাহা। এতে হাসান আজিজুল হককে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা দেওয়ার পাশাপাশি সর্বস্তরের নাগরিকদের শুভেচ্ছা বক্তব্য উপস্থাপন করা হবে। এ উপলক্ষে একটি স্মরণিকা প্রকাশ করা হয়েছে। অনুষ্ঠানে সেটির মোড়ক উন্মোচন করা হবে। এছাড়া অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি বরেণ্য এই কথাসাহিত্যিকের জীবন ও কর্ম নিয়ে আহসান কবীর লিটন নির্মিত ‘গল্পলোকের চিত্রকর’ নামে একটি প্রামাণ্য চলচ্চিত্রও প্রদর্শিত হবে।

এর আগে গত ১১, ১৮ ও ২৪ জানুয়ারি তিনটি সভা অনুষ্ঠিত হয়। এ সব সভায় ‘হাসান আজিজুল হক ৮০তম জন্মোৎসব উদযাপন পরিষদ নামে কমিটি গঠিত হয়। কমিটিতে কবি অধ্যাপক রুহুল আমিন প্রামাণিককে আহ্বায়ক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইবিএসের সাবেক পরিচালক অধ্যাপক ড. স্বরোচিষ সরকারকে যুগ্ম আহ্বায়ক এবং কবিকুঞ্জের সাধারণ সম্পাদক আরিফুল হক কুমার ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাজ্জাদ বকুলকে যৌথভাবে সদস্য-সচিব হিসেবে মনোনিত করা হয়। রাজশাহী সিটি করপোরেশনের মেয়র, রাজশাহী সদর ও রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য, রাবির বর্তমান উপাচার্য, দুই উপ-উপাচার্য, সাবেক কয়েকজন উপাচার্য, রাবির কয়েকজন শিক্ষক এবং রাজশাহী শহরের দু'জন ভাষাসৈনিকসহ গুণী ব্যক্তিদের সমন্বয়ে ৪১ সদস্যের উপদেষ্টামণ্ডলী গঠন করা হয়। এছাড়া রাজশাহী শহরের বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতারা, পেশাজীবী সংগঠনের নেতারা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমন্বয়ে ১৩৭ জন সদস্য নিয়ে উদযাপন পরিষদের কমিটি গঠিত হয়েছে।

 

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
টিভিতে আজকের খেলা (২ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২ মে, ২০২৪)
ঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!