X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

পাবনায় পুলিশ-মাদক ব্যবসায়ী গোলাগুলি, অস্ত্রসহ গ্রেফতার ১

পাবনা প্রতিনিধি
০৫ ফেব্রুয়ারি ২০১৯, ১০:২২আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:৫৮

পাবনা পাবনা পৌর সদরে মাদক ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় গুলিবিদ্ধ অবস্থায় অস্ত্রসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। সোমবার (৪ ফেব্রুয়ারি) রাত দেড়টার দিকে পৌর সদরের ছাতিয়ানী পশ্চিমপাড়া মহল্লায় মেডিক্যাল কলেজ পুরাতন হোস্টেলের পেছনে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার আপিল শেখ ওরফে আপেল (৪২) ছাতিয়ানী পশ্চিমপাড়া মহল্লার সমশের শেখের ছেলে।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, পাবনা পৌর সদরের ছাতিয়ানী পশ্চিমপাড়া মহল্লায় মেডিক্যাল কলেজের পুরাতন হোস্টেলের পেছনে মাদক ব্যবসায়ীরা মাদক কেনাবেচা করছে- এমন সংবাদের ভিত্তিতে পাবনা সদর পুলিশ ফাঁড়ির সদস্যরা সেখানে অভিযানে যায়। এ সময় মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তখন পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। প্রায় ১৫ মিনিট দুই পক্ষের গোলাগুলির একপর্যায়ে মাদক ব্যবসায়ীরা পিছু হটে পালিয়ে যায়। পুলিশ ১৩ রাউন্ড শটগানের গুলি ছোড়ে। একপর্যায়ে এলাকাবাসীর সহায়তায় ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় আপেলকে গ্রেফতার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় তাকে তল্লাশি করে একটি পিস্তল, একটি ম্যাগাজিন, পিস্তলের ৮ রাউন্ড গুলি, ৪টি শটগানের গুলির খোসা, একটি চাকু ও ৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় আহত পাবনা সদর পুলিশ ফাঁড়ির এএসআই নুরুজ্জামান, এএসআই শাহিদ আক্তার ও কনস্টেবল শাহাদত হোসেনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ সুপার আরও জানান, গ্রেফতার আপিল শেখ চিহ্নিত অস্ত্রধারী মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন তার সহযোগীদের নিয়ে মাদক ব্যবসা ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে পাবনা সদর থানায় মাদক ও অস্ত্র আইনে ৯টি মামলা রয়েছে।

/এআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপি গণতন্ত্রে অকার্যকর ডামি রাজনৈতিক দল: ওবায়দুল কাদের
বিএনপি গণতন্ত্রে অকার্যকর ডামি রাজনৈতিক দল: ওবায়দুল কাদের
চারতলা ভবনের ছাদ থেকে পড়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু
চারতলা ভবনের ছাদ থেকে পড়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু
বাংলাদেশে চিকিৎসা খাতে থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
বাংলাদেশে চিকিৎসা খাতে থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
এবার ঘুমটা ভালো হবে ডু প্লেসির
এবার ঘুমটা ভালো হবে ডু প্লেসির
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী