X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

এসএসসি পরীক্ষার্থীকে মারধরের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার

ভোলা প্রতিনিধি
১২ ফেব্রুয়ারি ২০১৯, ০৫:৫৯আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৯, ০৫:৫৯

ভোলা ভোলার দৌলতখানে আটজন এসএসসি পরীক্ষার্থী ও একজন অটোরিকশাচালককে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগে মিজান শরীফ নামের এক প্রধান শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার জয়নগর এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আহতরা হলেন— এসএসসি পরীক্ষার্থী ফারজানা আক্তার, নিলা আক্তার, নিলুফা আক্তার, রাবেয়া আক্তার, আরিফা আক্তার, হাফসা, সোনিয়া ও মো. রাশেদ এবং অটোচালক জামাল উদ্দিন। এ ঘটনায় সোমবার রাত সাড়ে ৯টার দিকে দৌলতখান থানা পুলিশ উপজেলার চরপাতা ইউনিয়নের সৃষ্টিতলা থেকে ওই প্রধান শিক্ষককে গ্রেফতার করে।

জানা গেছে, দৌলতখান উপজেলার দক্ষিণ-পূর্ব নলগড়া দাখিল মাদ্রাসার আটজন এসএসসি পরীক্ষার্থী অটোরিকশাযোগে উপজেলার আবু আবদুল্লাহ কলেজ কেন্দ্রে পরীক্ষা দিতে যাচ্ছিল। পথিমধ্যে শরীফ বাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজান শরীফ অটোরিকশাটি থামিয়ে ওঠার চেষ্টা করেন। কিন্তু অটোতে যায়গা না থাকায় ড্রাইভার না থামিয়ে চলে যান। প্রধান শিক্ষক মিজান এতে ক্ষিপ্ত হয়ে অটোরিকশার পিছু নেন। পরীক্ষা শেষে আট পরীক্ষার্থী ওই অটোরিকশাযোগে বাড়ি ফিরছিলে। অটোরিকশাটি জয়নগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের লিটন চেয়ারম্যানের ঘরের কাছে পৌঁছালে শিক্ষক মিজান শরীফ ও তার সঙ্গে থাকা আরেকজন শিক্ষক অটোটি থামিয়ে চালক জামাল উদ্দিনকে এলোপাতাড়ি মারধর করেন। এসময় পরীক্ষার্থীরা বাধা দিলে তাদেরও মারধর করা হয়। পরীক্ষার্থী ফারজানা আক্তার ও আটোচালক জামাল উদ্দিন গুরুত্বর আহত হয়েছেন। জামাল উদ্দিনের হাত ভেঙে গেছে।

এ ব্যাপারে দৌলতখান থানার ওসি এনায়েত হোসেন বলেন, ‘এসএসসি পরীক্ষার্থীদের মারধরের ঘটনার অভিযোগ পেয়েছি। রাত সাড়ে ৯টার দিকে দৌলতখান থানা পুলিশ উপজেলার চরপাতা ইউনিয়নের সৃষ্টিতলা থেকে অভিযুক্ত প্রধান শিক্ষককে গ্রেফতার করেছে।’

এ বিষয়ে জানতে অভিযুক্ত প্রধান শিক্ষক মিজান শরীফের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে, তাকে পাওয়া যায়নি।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ