X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

মেঘনায় অবৈধ বালু উত্তোলন বন্ধে হাইকোর্টের নির্দেশ

চাঁদপুর প্রতিনিধি
১৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৪৭আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ২০:৫৯

ড্রেজার বসিয়ে চলছে অবৈধভাবে বালু উত্তোলন চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করতে সংশ্লিষ্ট প্রশাসনকে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ২৯ জানুয়ারি এলাকাবাসীর পক্ষে জেলার খালিশপুর গ্রামের মাহমুদুল হাসানের এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ৩ ফেব্রুয়ারি বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক-আল-জলিলের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ জারি করেন। ১২ ফেব্রুয়ারি উচ্চ আদালতের এ আদেশের কপি দেওয়া হয়।

হাইকোর্টের আদেশের কপি ও রিট আবেদনে উল্লেখ করা হয়,  চাঁদপুর সদর ও হাইমচর রাজরাজেশ্বর, নীলারচর, ইব্রাহিমপুর, জাফরাবাদ, সফরমালী, মনোহরখাদি, চরজহির উদ্দিন, চরপ্রকাশ, চরলগ্নিমারা, মরারচর, চরজাহাজমারা,  চালতাতলি, গুনানন্দী, ইন্দুলী, সাখুয়া, গোরাপিয়া, ইচলী, দক্ষিণ পেয়ারচর ও মির্জাপুর মৌজায় মেঘনা নদী থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালি উত্তোলন করছে একটি চক্র। এছাড়াও দিন-রাত মেসার্স সেলিম এন্টারপ্রাইজ, বৃষ্টি এন্টারপ্রাইজের সেলিম খান, বোরহান খান, আহার খালাসী, মনির ভূঁইয়া ও দানেশ চেয়ারম্যানের নেতৃত্বে অসংখ্য অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন ও ক্রয়-বিক্রয়  অব্যাহত থাকায় সরকার বঞ্চিত হচ্ছে লাখ লাখ টাকার রাজস্ব থেকেও। অবৈধ বালি উত্তোলন বন্ধ করতে নৌপরিবহন মন্ত্রণালয় থেকে একাধিকবার নির্দেশ দেওয়া হলেও তা কার্যকর হয়নি। অবৈধভাবে বালু উত্তোলন করার কারণে ভাঙনের হুমকির মুখে পড়েছে চাঁদপুর শহররক্ষা বাঁধ, পুরানবাজার ও হাইমচর উপজেলার বিভিন্ন এলাকা।

আবেদনে  আরও উল্লেখ করা হয়,  চাঁদপুর মেঘনায় মেসার্স সেলিম এন্টারপ্রাইজ ও মেসার্স বৃষ্টি এন্টারপ্রাইজ নামের দুটি প্রতিষ্ঠান দীর্ঘদিন যাবৎ নদীর তলদেশ থেকে দিন-রাত ৩১টি ড্রেজার দিয়ে অবৈধভাবে বালি ও মাটি কেটে প্রতিবছর কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। এতে চাঁদপুর মোলহেড ও শহররক্ষা বাঁধ যেকোনও মুহূর্তে দেবে গিয়ে নদীগর্ভে বিলীন হতে পারে। এছাড়া সরকারি প্রশাসনিক ভবনসহ এলাকার বহু বাড়িঘর নদীতে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে।

বিষয়টির প্রতিকার চেয়ে হাইকোর্টে রিট পিটিশন (নম্বর ৯৯৫/২০১৯) করেন চাঁদপুর জেলার মাহমুদুল হাসান। তার আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট বেঞ্চ সংশ্লিষ্ট চাঁদপুরের জেলা প্রশাসক, চাঁদপুরের পুলিশ সুপার, চাঁদপুরের নৌপুলিশ সুপার,  চাঁদপুর সদর ও হাইমচর নির্বাহী কর্মকর্তা, সদর ও হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), চাঁদপুর নৌ-থানার ওসি, চাঁদপুরের বিআইডব্লিউটিএর উপ-পরিচালক, চাঁদপুর কোস্টগার্ডের স্টেশন কমান্ডারকে অবৈধ বালু উত্তোলন বন্ধ এবং এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট।

রিট পিটিশনকারী হাসান মাহমুদ বলেন,  ‘অবৈধভাবে বালু উত্তোলনের ফলে শহররক্ষা বাঁধ হুমকির মুখে পড়তে পারে। এ বিষয়ে ব্যবস্থা নিতে অনেক বছর যাবৎ সরকারি সংশ্লিষ্ট কর্মকর্তার দফতরে আবেদন করি, কিন্তু কোনও সুরাহা হয়নি। ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর অনুরোধেই আদালতে রিট পিটিশন করেছি।’

হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা সমর কান্তি বসাক বলেন,  ‘এ বিষয়ে আমরা সজাগ রয়েছি। আমি এখনও আদালতের রায়ের কপি হাতে পাইনি। তবে বিষয়টি শুনেছি। রায়ের কপি পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

এ বিষয়ে জানতে চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমার মোবাইল ফোনে কয়েকবার কল করলেও তিনি রিসিভ করেননি।

চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান বলেন,  ‘আমরা মতলব উত্তরের বালু উত্তোলন বন্ধের আদেশ পেয়েছি। সে অনুযায়ী ব্যবস্থাও নেওয়া হয়েছে। নিয়মিত অভিযান চালানো হচ্ছে। আর সদর-হাইমচরের মেঘনা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে উচ্চ আদালতের কোনও আদেশ এখনও আমাদের হাতে আসেনি। আদেশটি পেলেই আমরা  আদালতের নির্দেশনা অনুযায়ী অ্যাকশনে যাবো।’

চাঁদপুরের জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান বলেন,  ‘আদালতের নির্দেশনা অনুযায়ী অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে আমরা অনেক কাজ করছি। ইতোমধ্যে অভিযানও পরিচালনা করা হয়েছে।’

 

 

 

 

 

 

/জেবি/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে কথা না বলতে আদালতের নির্দেশ
ইমরান খান ও বুশরা বিবিরাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে কথা না বলতে আদালতের নির্দেশ
বিতর্কিত আউটের ছবি পোস্ট করে মুশফিক লিখলেন...
বিতর্কিত আউটের ছবি পোস্ট করে মুশফিক লিখলেন...
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী