X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

রাণীনগরে জমে উঠেছে ভোট যুদ্ধ, ত্রিমুখি লড়াই

নওগাঁ প্রতিনিধি
১৬ মার্চ ২০১৯, ১০:১৩আপডেট : ১৬ মার্চ ২০১৯, ১০:১৩

নওগাঁ

আগামী ১৮ মার্চ দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হবে রাণীনগর উপজেলা পরিষদ নির্বাচন। এই নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ছেন আওয়ামী লীগের তিন প্রার্থী। দলীয় মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য আনোয়ারা হোসেন।

অপরদিকে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সদস্য রেজাউল ইসলাম স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে এবং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক নেতা আনোয়ার হোসেন হেলাল স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোটরসাইকেল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাই ভোটের মাঠে দুই আনোয়ারের যুদ্ধ জমে উঠলেও ভোটের লড়াই হবে ত্রিমুখি। এমনটাই মনে করছেন সাধারণ ভোটাররা।

আওয়ামী লীগ মনোনিত প্রার্থী আনোয়ার হোসেন বলেন,‘ছাত্রজীবন থেকেই  আমি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। জনগণ ও উপজেলা আওয়ামী লীগ নেতাদের চাওয়ার ভিত্তিতে এবং দল আমার সব কিছু যাচাই-বাছাই করে উন্নয়নের প্রতীক আমার হাতে দিয়েছেন। আশা রাখি উপজেলাবাসী আগামী ১৮ মার্চ উন্নয়নের প্রতীক নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে বিজয়ী করবেন। কারণ উপজেলাবাসী একজন ক্লিন ইমেজের মানুষকে চেয়ারম্যান পদে দেখতে চান। আমি চেয়ারম্যান নির্বাচিত হলে জনগণকে সঙ্গে নিয়ে এই উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবো।

স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেন হেলাল বলেন,‘দলের দুঃসময়ে আমার পরিবারই আওয়ামী লীগকে জিইয়ে রেখেছিল। এই দলের জন্য আমার এক ভাই সর্বহারাদের হাতে নিহত হয়েছে। আমি দীর্ঘদিন ধরে এই উপজেলাবাসীর সেবা করেছি। উপজেলাবাসীর চাওয়ার ভিত্তিতেই আমি আবার চেয়ারম্যান পদে ভোটের মাঠে নেমেছি। জনগণের ব্যাপক সাড়া পেয়েছি। আমি আশাবাদী উপজেলাবাসী আমাকে পুনরায় ভোট দিয়ে জয়যুক্ত করবে। যাতে তাদের জীবনমান উন্নয়নে কাজ করতে পারি।

স্বতন্ত্রী প্রার্থী রেজাউল ইসলাম বলেন,‘আমি বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে কাজ করে আসছি। শুধু আমিই নয় আমার পুরো পরিবারই এই রাজনীতির সঙ্গে জড়িত। আমি গত সংসদ নির্বাচনে দলের মনোনয়ন চেয়েছিলাম কিন্তু দল আমাকে যোগ্য মনে করেনি। এবার উপজেলা পরিষদ নির্বাচনেও দল আমাকে মনোনিত না করায় জনগণের চাওয়ার পরিপ্রেক্ষিতে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছি। ভোট যদি সুষ্ঠু ও নিরপেক্ষ হয় জনগণ যোগ্য প্রার্থী হিসেবে আমাকেই ভোট দিয়ে নির্বাচিত করবেন।

উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল বারী মোল্লা বলেন, উপজেলা আওয়ামী লীগ নৌকার পক্ষে। আর কে  কে নির্বাচন করছে বা করছে না তা আমাদের দেখার বিষয় নয়। এতে নৌকার কোনও ক্ষতি হবে না। উপজেলাবাসী অবশ্যই উন্নয়নের প্রতীক নৌকা মার্কায় ভোট দিবে।

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা