X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১
গণহত্যা দিবস

লক্ষাধিক মোমবাতি জ্বালিয়ে শহীদদের স্মরণ

বগুড়া প্রতিনিধি
২৬ মার্চ ২০১৯, ০৩:২২আপডেট : ২৬ মার্চ ২০১৯, ০৩:২২




বগুড়ায় লাখো মোমবাতি জ্বেলে শহীদদের স্মরণ করা হয় সন্ধ্যা ঠিক ৭টা ১৫ মিনিট, সবার হাতে হাতে জ্বলে উঠলো মোমবাতি। প্রদীপের সে আলোতে মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানালেন লাখো মানুষ। বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠ, জিলা স্কুল মাঠসহ উপজেলার বিভিন্ন স্থানে একসঙ্গে মোমবাতি প্রজ্বলন করা হয় শহীদদের স্মরণে। ২৫ মার্চের সেই ভয়াল কালরাত স্মরণে কিছু সময়ের জন্য সবাই আলো হাতে স্তব্ধ।

২৫ মার্চের কালরাতে প্রথম সশস্ত্র প্রতিরোধে বাংলাদেশ পুলিশ বাহিনীর গৌরবজ্জ্বল অবদান এবং মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে, সোমবার (২৫ মার্চ) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে লাখো শহীদ স্মরণে লাখো প্রদীপ জ্বালান বগুড়ার জনতা। জেলা পুলিশ, জেলা ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, সম্মিলিত সাংস্কৃতিক জোট, বিভিন্ন পেশাজীবী ও শ্রমিক সংগঠন এই অনুষ্ঠানের আয়োজন করে।

শহরের আলতাফুন্নেছা খেলার মাঠ ছাড়াও বগুড়া জিলা স্কুল মাঠ, উপজেলা সদর উপজেলা চত্বর, টিএমএসএস, শাজাহানপুর উপজেলা চত্বর ও শেরপুর উপজেলা চত্বর, ধনটের এনইউ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ, গাবতলী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ, সারিয়াকান্দি পাবলিক মাঠ, শিবগঞ্জের মুক্তিযোদ্ধা স্তম্ভ, সোনাতলার শেখ রাসেল স্টেডিয়াম, দুপচাঁচিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ, আদমদিঘী আইপিজে স্কুল মাঠ, নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রি কলেজ মাঠ ও কাহালু মডেল স্কুল মাঠে লাখো প্রদীপ জ্বালান বগুড়াবাসী।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সনাতন চক্রবর্তী জানান, ২৫ মার্চ কর্মসূচি সফল করার জন্য আলতাফুন্নেছা খেলার মাঠ ও জিলা স্কুলের মাঝে যে প্রাচীর আছে তা একীভূত করা হয়। সন্ধা ৬টার মধ্যে অনুষ্ঠানস্থলে সবাই উপস্থিত হয়ে ৭টা ১৫ মিনিটে প্রদীপ প্রজ্বলন করে।

বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা জানান, ১ লাখ ৩০ হাজার মোমবাতি বিতরণ করা হয়। এ ছাড়া ব্যক্তিগতভাবে অনেকেই মোমবাতি প্রজ্বলন করেছেন।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী, পরিবহন মালিক শ্রমিক, চিকিৎসক, আইনজীবী, সাংবাদিকসহ নানা শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, অ্যাডিশনাল আইজি মোখলেছুর রহমান বিপিএম (বার)। পুলিশ সুপার আলী আশরাফ ভূঞার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বগুড়ার জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ।

 

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নির্বাচনের সময় জাপায় কী হয়েছিল, জানাবেন জিএম কাদের
শনিবার জাতীয় পার্টির বর্ধিত সভানির্বাচনের সময় জাপায় কী হয়েছিল, জানাবেন জিএম কাদের
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ