X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

ভালুকার এমপিকে এলাকা ছাড়ার নির্দেশ নির্বাচন কমিশনের

ময়মনসিংহ প্রতিনিধি
২৮ মার্চ ২০১৯, ১০:৩০আপডেট : ২৮ মার্চ ২০১৯, ১০:৩১

সংসদ সদস্য কাজিম উদ্দিন আহাম্মেদ ধনু আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে ময়মনসিংহ-১১ (ভালুক) আসনের সংসদ সদস্য কাজিম উদ্দিন আহাম্মেদ ধনুকে বৃহস্পতিবারের (২৮ মার্চের) মধ্যে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশন। বুধবার (২৭ মার্চ ) সন্ধ্যার কিছু পর তাকে এ নির্দেশন দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা দেওয়ান সারওয়ার জাহান।

রিটার্নিং কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী ও বোন জামাই আবুল কালামের পক্ষে নিজ গাড়িতে আনারস প্রতীক লাগিয়ে প্রচারণায় অংশ নেওয়াসহ নেতাকর্মীদের কাজ করার জন্য উদ্বুদ্ধ করার অভিযোগ এনে নির্বাচন কমিশনে নৌকা প্রতীকের প্রার্থী গোলাম মোস্তফা লিখিত অভিযোগ করেন ধনুর বিরুদ্ধে। অভিযোগের পরিপ্রেক্ষিতে আচরণ বিধি ভাঙার সত্যতা পাওয়ায়, বুধবার নির্বাচন কমিশন এই সংসদ সদস্যকে এলাকা ছাড়ার নির্দেশ দেন।

আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা জানান, সংসদ সদস্য কাজিম উদ্দিন আহাম্মেদ ধনু আচরণ বিধি লঙ্ঘন করে এলাকায় অবস্থান করে আনারস প্রতীকের প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নেন। আমাকে ফেল করানোর জন্য নেতাকর্মীদের আনারস মার্কায় ভোট দেওেয়ার জন্য বলেন। এ বিষয়ে নির্বাচন কমিশনে আবেদন করায় তাকে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছেন কমিশন। এটা সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য কমিশনের উপযুক্ত পদক্ষেপ।

এ বিষয়ে জানতে জাতীয় সংসদ সদস্য কাজিম উদ্দিন আহাম্মেদ ধনুর সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কল রিসিভ করেননি।

চতুর্থ ধাপে আগামী ৩১ মার্চ ময়মনসিংহের ১০ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।


/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
রাঙামাটির দুর্গম কেন্দ্রগুলোতে যাচ্ছে নির্বাচনি সরঞ্জাম
রাঙামাটির দুর্গম কেন্দ্রগুলোতে যাচ্ছে নির্বাচনি সরঞ্জাম
রাতের আঁধারে ২৪ লাখ টাকা ও ১১ সহযোগীসহ নির্বাচনের প্রার্থী আটক
রাতের আঁধারে ২৪ লাখ টাকা ও ১১ সহযোগীসহ নির্বাচনের প্রার্থী আটক
কাজাখস্তানের নারী দাবাড়ুকে  হারিয়ে প্রথম জয় ফাহাদের
কাজাখস্তানের নারী দাবাড়ুকে  হারিয়ে প্রথম জয় ফাহাদের
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র