X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে লোকমান খুনের ঘটনায় গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৮ এপ্রিল ২০১৯, ০৬:১৪আপডেট : ০৮ এপ্রিল ২০১৯, ০৬:২২

চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার খালপাড় এলাকায় প্রতিপক্ষের গুলিতে লোকমান হোসেন জনি (৩৫) খুনের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। কৃষ্ণ ধর নামের ওই আসামিকে রবিবার (৭ এপ্রিল) দুপুর ১২টার দিকে নগরীর ডিসি রোড এলাকা থেকে গ্রেফতার হয়।

বাকলিয়া থানার ওসি প্রণব চৌধুরী এ তথ্য জানিয়েছেন। একই ঘটনায় দুপুরে লোকমান হোসেনের মা রোকেয়া বেগম ৮ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন বলেও তিনি জানান।

এর আগে শনিবার (৬ এপ্রিল) দিনগত রাতে খালপাড় এলাকায় গুলিতে আহত হন লোকমান। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

প্রণব চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘লোকমানের মা রোকেয়া বেগম দুপুরে থানায় এসে মামলা দায়ের করেছেন। মামলায় সাইফুল নামে একজনকে প্রধান করে আট জনকে আসামি করা হয়। মামলা দায়েরের দুপুরে কৃষ্ণ ধর (২৫) নামে এক আসামিকে গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

একজন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কৃষ্ণ ধরের কাছ থেকে উল্লেখযোগ্য কোনও তথ্য পাইনি। প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, লোকমান হোসেন জনি বড় ভাই হিসেবে কিশোরদের মধ্যে প্রেম সংক্রান্ত বিরোধ মেটাতে গিয়ে গুলিতে নিহত হন।’

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যাত্রা শুরু করলো ইউএস-বাংলার ‘এয়ারবাস’
যাত্রা শুরু করলো ইউএস-বাংলার ‘এয়ারবাস’
ব্রাইটনকে উড়িয়ে দেওয়ার পর সতর্ক ম্যানসিটি
ব্রাইটনকে উড়িয়ে দেওয়ার পর সতর্ক ম্যানসিটি
পরিবারের অভাব দূর করতে সিঙ্গাপুরে গিয়ে লাশ হয়ে ফিরলেন রাকিব
পরিবারের অভাব দূর করতে সিঙ্গাপুরে গিয়ে লাশ হয়ে ফিরলেন রাকিব
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ