X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ঋণ পরিশোধ করলেন মসিক নির্বাচনে কাউন্সিলর প্রার্থী দিলীপ সরকার

ময়মনসিংহ প্রতিনিধি
১৯ এপ্রিল ২০১৯, ১৭:৩১আপডেট : ১৯ এপ্রিল ২০১৯, ১৭:৩৭

দিলীপ সরকার ঋণ খেলাপি হওয়া সত্ত্বেও ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক) নির্বাচনে ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়া দিলীপ সরকার অবশেষে ঋণ পরিশোধ করলেন। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) তিনি জনতা ব্যাংক ময়মনসিংহের চরপাড়া শাখার পাওনা ৮১ হাজার পাঁচ টাকা পরিশোধ করেছেন। ১৭ এপ্রিল বুধবার ‘ঋণ খেলাপি হলেও বৈধ কাউন্সিলর প্রার্থী দিলীপ’ শিরোনামে বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশিত হয়।

ব্যাংকের সমুদয় অর্থ পরিশোধের বিষয়টি নিশ্চিত করে জনতা ব্যাংকের ডিজিএম লায়েস আহমেদ সাদরুল আমিন বলেন, ‘বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশের পর দিলীপ সরকার ব্যাংকে উপস্থিত হয়ে তার কাছে পাওনা ৮১ হাজার পাঁচ টাকা জমা দিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘ব্যাংক কর্তৃপক্ষ বারবার তাগাদা দেওয়া সত্ত্বেও দিলীপ সরকার কোনও কর্ণপাত না করে ব্যাংকের পাওনা অর্থ পরিশোধ করছিলেন না। এর মধ্যে তিনি প্রতারণার আশ্রয় নিয়ে সময় ক্ষেপণ করেছেন নির্বাচন কমিশনে ঋণ খেলাপির তালিকা পাঠানোর ক্ষেত্রে।’

এ প্রসঙ্গে দিলীপ সরকার বাংলা ট্রিবিউনকে জানান, নির্বাচনের পর পর্যায়ক্রমে কিস্তি করে ব্যাংকের পাওনা অর্থ পরিশোধ করতে চেয়েছিলাম। বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশের পর সমস্যা হতে পারে এজন্য মানুষের কাছ থেকে ধার করে পুরো টাকা পরিশোধ করেছি। ব্যাংকের টাকা পরিশোধ করেই গত বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে নির্বাচনি প্রতীক ‘ফুলঝুড়ি’ পেয়েছি।  

উল্লেখ্য, দিলীপ সরকার গত ২৬ সেপ্টেম্বর ২০০৫ সালে তৈরি পোশাক খাতে ব্যবসার জন্য ত্রিশ হাজার টাকা তদারকি ঋণ নেন জনতা ব্যাংক চরপাড়া শাখা থেকে। এরপর তিনি আর ঋণের কিস্তি পরিশোধ করেননি। সুদে-আসলে ঋণের পরিমাণ দাঁড়িয়েছিল ৮১ হাজার পাঁচ টাকা। এই অর্থ পরিশোধ না করেই তিনি মসিক নির্বাচনে ৯ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর প্রার্থী হন। দিলীপ সরকার নির্বাচন কমিশনে ঋণ খেলাপির তালিকা না পাঠানোর জন্য স্থানীয় এক নেতাকে দিয়ে ব্যাংক কর্তৃপক্ষের কাছে সুপারিশ করেন। এরই পরিপ্রেক্ষিতে ব্যাংক কর্তৃপক্ষ নির্ধারিত সময়ের খেলাপির তালিকা না পাঠিয়ে ১১ এপ্রিল নির্বাচন অফিসে দিলীপ সরকার ঋণ খেলাপি এই তালিকা জমা দেয়। এতে করে দিলীপ সরকার বৈধ কাউন্সিলর প্রার্থী হিসেবে মনোনীত হন।

 আরও পড়ুন: ঋণখেলাপি হলেও বৈধ কাউন্সিলর প্রার্থী দিলীপ

 

     

 

  

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
২৫ দিনেও গ্রেফতার হয়নি কেউ, পুলিশ বলছে সিসিটিভির ফুটেজ পায়নি
কুমিল্লা শিক্ষা প্রকৌশল কার্যালয়ে ঠিকাদারকে মারধর২৫ দিনেও গ্রেফতার হয়নি কেউ, পুলিশ বলছে সিসিটিভির ফুটেজ পায়নি
উপজেলা নির্বাচন: অংশ নিতে পারবেন না পৌর এলাকার ভোটার এবং প্রার্থীরা
উপজেলা নির্বাচন: অংশ নিতে পারবেন না পৌর এলাকার ভোটার এবং প্রার্থীরা
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ