X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

টেকসই উন্নয়নে নারী-পুরুষের বৈষম্য কমানো অপরিহার্য: গওহর রিজভী

যশোর প্রতিনিধি
০২ মে ২০১৯, ১৪:৫১আপডেট : ০২ মে ২০১৯, ১৪:৫২





বক্তব্য দেন গওহর রিজভী টেকসই উন্নয়নের জন্য নারী-পুরুষের বৈষম্য কমানো অপরিহার্য বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী। তিনি বলেন, ‘পৃথিবীর যে সব দেশ উন্নয়ন করেছে, দেখা গেছে সেখানে নারী-পুরুষের বৈষম্য কমানো হয়েছে। যারা নারীদের সঙ্গে বৈষম্য করেছে, তারা টেকসই উন্নয়ন করতে পারেনি। ফলে এসডিজির অগ্রগতি চাইলে নারীদের অগ্রগতির দিকে গুরুত্ব দিতে হবে। সেইসঙ্গে নারী নির্যাতন বন্ধ করতে হবে। যতক্ষণ তা না পারছি, আমরা সভ্য হতে পারবো না।’

বৃহস্পতিবার (২ মে) সকালে যশোর জিলা স্কুল অডিটরিয়ামে ‘টেকসই উন্নয়ন অভিষ্ট (এসডিজি)’ বিষয়ক কর্মশালা এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী, দুঃস্থ ও অসহায়দের মাঝে অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক আব্দুল আওয়ালের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে ড. গওহর রিজভী আরও বলেন, ‘এ দেশে মাইক্রোক্রেডিট দিয়ে দারিদ্র্য দূর করার চেষ্টা করা হয়েছে। প্রকৃতপক্ষে কেউ দারিদ্র্য থেকে বের হতে পারেনি। টেকসই উন্নয়ন করতে হলে, অগ্রাধিকার ভিত্তিতে সবাইকে নিয়ে এগুতে হবে। সে লক্ষ্যে আমাদের আলাদা আলাদাভাবে নারী, পুরুষ, শিশু, বয়স্ক- সবার শিক্ষা, স্বাস্থ্য, আবাসন, আয়-উপার্জন, রাজনৈতিক শক্তিকে বলীয়ান করতে হবে।’

তিনি বলেন, ‘সমাজ থেকে যদি দুর্নীতি উৎপাটন সম্ভব না হয়, সহিংসতা রোধ না করা যায়, তবে আমাদের টেকসই উন্নয়ন বাধাগ্রস্ত হবে।’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন— এলজিইডি প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য, যশোর-৬ আসনের এমপি ইসমাত আরা সাদেক, জেলা আওয়ামী লীগ সভাপতি শহিদুল ইসলাম মিলন, অতিরিক্ত পুলিশ সুপার জামাল আল নাসের প্রমুখ।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য এবং টেকসই উন্নয়ন বিষয়ে প্রারম্ভিক বক্তৃতা করেন— অতিরিক্ত জেলা প্রশাসক মো. হুসাইন শওকত।

অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনায় আহত ও নিহত দুটি পরিবারকে সাড়ে পাঁচ লাখ টাকার চেক, দুঃস্থ বুনো সম্প্রদায়ের ১১টি পরিবারসহ ১২ পরিবারকে ৩৯ শতক জমির দলিল প্রদান করা হয়।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খুলনায় আড়াই ঘণ্টার বৃষ্টিতে শহরে জলাবদ্ধতা
খুলনায় আড়াই ঘণ্টার বৃষ্টিতে শহরে জলাবদ্ধতা
রৌমারীতে চেয়ারম্যান প্রার্থীর ওপর প্রতিপক্ষের হামলা
রৌমারীতে চেয়ারম্যান প্রার্থীর ওপর প্রতিপক্ষের হামলা
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস