X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

দরিদ্রদের এগিয়ে নিতেই কাজ করছে সরকার: জাহিদ মালেক

মানিকগঞ্জ প্রতিনিধি
১১ মে ২০১৯, ১৭:৪২আপডেট : ১১ মে ২০১৯, ১৭:৫২

নিরাপদ পানির ফিল্টার বিতরণ করছেন স্বাস্থ্যমন্ত্রী (ছবি– প্রতিনিধি)

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় দরিদ্র ও দুস্থদের নিয়ে ভাবেন। দরিদ্রদের এগিয়ে নিতেই তার সরকার কাজ করে যাচ্ছে।’

শনিবার (১১ মে) দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলা পরিষদ হল রুমে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে খাবার পানির ফিল্টার ও দুস্থদের মাঝে ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন।

জাহিদ মালেক বলেন, ‘সরকার সংবিধান দ্বারা জনগণকে নিয়ন্ত্রণ করে না; বরং সংবিধান দ্বারা জনগণই সরকারকে নিয়ন্ত্রণ করে। বর্তমান সরকার চায়, একটি মানুষও যাতে গৃহহীন, চিকিৎসাহীন ও অনাহারে না থাকে। শুধু তাই নয়; কোনও ছেলেমেয়ে যাতে বিদ্যালয়ের বাইরে না থাকে, সেজন্যও কাজ করছে সরকার।’

তিনি বলেন, ‘আমাদের দেশে এখনও বহু টিউবওয়েলে আর্সেনিক আছে। এই আর্সেনিকযুক্ত পানি পান করলে শরীরে ক্যান্সারসহ বিভিন্ন রোগ হয়। কাজেই আর্সেনিকমুক্ত পানি পান করার বিষয়ে আমাদের খেয়াল করতে হবে।’

তিনি আরও বলেন, ‘পানি শরীরের জন্য গুরুত্বপূর্ণ। তবে বিশুদ্ধ পানি ব্যবহার না করলে ডায়েরিয়া, কলেরা, জন্ডিসসহ বিভিন্ন পানিবাহিত রোগে আমরা আক্রন্ত হতে পারি। বিশুদ্ধ পানি ব্যবহারের মাধ্যমে একদিকে যেমন শরীর সুস্থ থাকে, অন্যদিকে রোগ-জীবাণু থেকে রক্ষা পাওয়া যায়।’

সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসরাফিল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক এসএম ফেরদৌস, পুলিশ সুপার বিফাত রহমান শামীম, সদর উপজেলা নির্বাহী অফিসার মামুন সরদার, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সুলতানুল আজম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রমুখ।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
২৫ দিনেও গ্রেফতার হয়নি কেউ, পুলিশ বলছে সিসিটিভির ফুটেজ পায়নি
কুমিল্লা শিক্ষা প্রকৌশল কার্যালয়ে ঠিকাদারকে মারধর২৫ দিনেও গ্রেফতার হয়নি কেউ, পুলিশ বলছে সিসিটিভির ফুটেজ পায়নি
উপজেলা নির্বাচন: অংশ নিতে পারবেন না পৌর এলাকার ভোটার এবং প্রার্থীরা
উপজেলা নির্বাচন: অংশ নিতে পারবেন না পৌর এলাকার ভোটার এবং প্রার্থীরা
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ