X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

‘চরের পরিত্যক্ত জমিতে চাষাবাদ করে বৈদেশিক মুদ্রা আয় সম্ভব’

রংপুর প্রতিনিধি
১২ মে ২০১৯, ১২:২১আপডেট : ১২ মে ২০১৯, ১২:৩৫

চরে বাদাম চাষ বাণিজ্য সচিব মফিজুল ইসলাম বলেছেন,  ‘তিস্তাসহ বিভিন্ন নদীর পরিত্যক্ত চরের জমিতে শুষ্ক মৌসুমে মিষ্টি কুমড়া, মিষ্টি আলু, বাদামসহ বিভিন্ন ফসল চাষাবাদ করে হাজার হাজার কোটি টাকা বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব। এজন্য সরকার সব ধরনের সহায়তা করবে।’

শনিবার (১১ মে) রংপুরের গঙ্গাচড়া উপজেলার তিস্তা নদীর চরাঞ্চলে মিষ্টি কুমড়াসহ অন্যান্য ফসলের ক্ষেত পরিদর্শন শেষে এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

বাণিজ্য সচিব বলেন, ‘দেশের বেশিরভাগ নদীর চরাঞ্চল বালুময় হওয়ায় পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে। অথচ বর্ষা মৌসুম শেষ হওয়ার পর ৬ মাস সেখানে পানি থাকে না। চারদিকে শুধু বালু আর বালু। অথচ প্রায় এক লাখ হেক্টর জমিতে শুধু মিষ্টি কুমড়া চাষ করেই দেশের অর্থনীতির চাকা আরও সতেজ করা যায়। সেইসঙ্গে হাজার হাজার হতদরিদ্র পরিবার স্বনির্ভর হতে পারে।’

তিনি বলেন,  রংপুরের গঙ্গাচড়া ও কাউনিয়া উপজেলার তিস্তা নদীর চরাঞ্চলে শত শত হতদরিদ্র কৃষক মিষ্টি কুমড়া চাষ করে স্বাবলম্বী হয়েছে। তাদের সন্তানরা লেখাপড়া করছে। টিনের বদলে পাকা ঘর করেছে তারা। তবে কৃষকদের অভিযোগ, তারা উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পান না। সেইসঙ্গে সেচ সুবিধা আর ভালো বীজ এবং ৬ মানের জন্য সামান্য টাকা দিলে এ অঞ্চলের দৃশ্যপট বদলে যাবে।

চরে ধান চাষ কৃষি বিভাগের সমালোচনা করে তিনি বলেন, ‘চরাঞ্চলে সোনা ফলানো সম্ভব তা তারা জানেন না? সরকারকে এসব বিষয়ে তেমন অবহিত করেন বলে আমার মনে হয় না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চরাঞ্চলে মিষ্টি কুমড়াসহ অন্যান্য ফসল উৎপাদনে কৃষকদের ইনসেনটিভ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বাণিজ্য মন্ত্রণালয় এ ব্যাপারে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে।’

সচিব বলেন, চেম্বার অব কর্মাস সহ বড় বড় উদ্যোক্তারা যদি এগিয়ে আসেন এবং কৃষকদের ন্যায্য মূল্য পাওয়ার বিষয়ে আশ্বস্ত করেন তাহলে মালেয়শিয়া আর চীনে শুধু মিষ্টি কুমড়া রফতানি করে শত কোটি ডলার আয় করা সম্ভব।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
রংপুর হাসপাতালে বাড়ছে হিট স্ট্রোকে আক্রান্ত রোগী, ৫ দিনে ২২ জনের মৃত্যু
রংপুর হাসপাতালে বাড়ছে হিট স্ট্রোকে আক্রান্ত রোগী, ৫ দিনে ২২ জনের মৃত্যু
দ্বিতীয় বিয়ে করায় ছেলের আঘাতে প্রাণ গেলো বাবার
দ্বিতীয় বিয়ে করায় ছেলের আঘাতে প্রাণ গেলো বাবার
নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৮
নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৮
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!