X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

আমদানি-রফতানি গতিশীল করতে ‘অটোমেটেড সিস্টেম হিলি পাস’ কার্যক্রমের উদ্বোধন

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
১৬ মে ২০১৯, ১৪:৪৫আপডেট : ১৬ মে ২০১৯, ১৪:৫৯

ফিতা কেটে অটোমেটেড সিস্টেম হিলি পাসের উদ্বোধন করছেন মুহাম্মদ আমিনুর রহমান দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে আমদানি-রফতানি কার্যক্রম আরও গতিশীল করতে এবং পাসপোর্ট যাত্রীদের সেবার মান বাড়াতে ও বন্দরের সব কার্যক্রম স্বয়ংক্রিয় পদ্ধতিতে সম্পন্ন করতে ‘অটোমেটেড সিস্টেম হিলি পাস’ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ মে) সকাল ১১টায় হিলি সীমান্তের চেকপোস্ট গেটে কাস্টমস কার্যালয়ে ফিতা কেটে এ কার্যক্রমের উদ্বোধন করেন জাতীয় রাজস্ব বোর্ডের শুল্ক নিরীক্ষা, আধুনিকায়ন ও আন্তর্জাতিক বানিজ্যবিষয়ক সদস্য মুহাম্মদ আমিনুর রহমান।

মুহাম্মদ আমিনুর রহমান জানান, ‘অটোমেটেড সিস্টেম হিলি পাস’ পদ্ধতি চালুর ফলে বন্দর দিয়ে দু’দেশের মধ্যে আমদানি-রফতানি কার্যক্রমসহ বন্দরের সব কার্যক্রম স্বয়ংক্রিয় পদ্ধতিতে সম্পন্ন হবে। পণ্য আমদানি-রফতানি ও খালাসে সময় অনেক কম লাগবে। বন্দরের মাশুল কম লাগবে। এ পদ্ধতির ফলে পণ্যবাহী ট্রাক ভারত থেকে দেশে প্রবেশের সঙ্গে সঙ্গেই কম্পিউটারে সেটি এন্ট্রি হবে, একইসঙ্গে পোর্টসহ তিন জায়গায় এ তথ্য এন্ট্রি হবে।’

তিনি বলেন, ‘ভারত থেকে পণ্যবাহী ট্রাক প্রবেশের পর চেকপোস্ট গেটসহ পাঁচ জায়গায় এন্ট্রি করতে হতো, এতে করে বাড়তি সময় লাগতো, এখন আর সেরকম সময় লাগবে না। আমরা সীমান্তে দায়িত্বরত বিজিবি, ইমিগ্রেশনসহ যারা রয়েছে তাদের নিয়ে আলটিমেটলি কোঅর্ডিনেটেড বর্ডার ম্যানেজমেন্টের দিকে যাচ্ছি। বহির্বিশ্বের সঙ্গে বাংলাদেশের বানিজ্য সম্পর্ক আরও উন্নত করতে চাই, তাই এ পদ্ধতি চালু করা হয়েছে। এছাড়াও ইমিগ্রেশন দিয়ে যাতায়াত করা পাসপোর্ট যাত্রীদের সেবার মান আরও বাড়াতে চাই।’

পদ্ধতিটির উদ্বোধনের পর হিলি স্থল শুল্কস্টেশনের আয়োজনে স্টেশনের সম্মেলন কক্ষে বন্দরের আমদানি রফতানিকারক, সিঅ্যান্ডএফ এজেন্ট ও বন্দর কতৃপক্ষকে নিয়ে আলোচনা সভা হয়। রংপুর কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার মোহাম্মদ আহসানুল হকের সভাপতিত্বে ও সহকারী রাজস্ব কর্মকতা আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রাশেদ মোহাম্মদ আনিসুল হক, রংপুর কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট কমিশনারেটের অতিরিক্ত কমিশনার আব্দুল মান্নান সরদার, হিলি স্থল শুল্কস্টেশনের যুগ্ম কমিশনার মীর আবু আব্দুল্লাহ আল সাদাত প্রমুখ।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
টেবিলে রাখা ‘সুইসাইড নোট’, ফ্ল্যাট থেকে দম্পতির মরদেহ উদ্ধার
টেবিলে রাখা ‘সুইসাইড নোট’, ফ্ল্যাট থেকে দম্পতির মরদেহ উদ্ধার
যাত্রা শুরু করলো ইউএস-বাংলার ‘এয়ারবাস’
যাত্রা শুরু করলো ইউএস-বাংলার ‘এয়ারবাস’
ব্রাইটনকে উড়িয়ে দেওয়ার পর সতর্ক ম্যানসিটি
ব্রাইটনকে উড়িয়ে দেওয়ার পর সতর্ক ম্যানসিটি
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ