X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী’ নিহত

টেকনাফ প্রতিনিধি
২৩ মে ২০১৯, ০৪:৪৩আপডেট : ২৩ মে ২০১৯, ১৭:২১

কক্সবাজার

 

কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মোহাম্মদ হানিফ (৩৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। পুলিশের দাবি, নিহত হানিফ মাদক ব্যবসায়ী ছিল। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ এ তথ্য নিশ্চিত করেছেন।

বুধবার (২৩ মে) দিনগত রাত দেড়টার দিকে উপজেলার টেকনাফ হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী সৌরবিদ্যুৎ সংলগ্ন আনোয়ার প্রজেক্টের লবণ মাঠ এলাকায় ‘বন্দুকযুদ্ধে’র এ ঘটনা ঘটে।

নিহত হানিফ হ্নীলা ইউনিয়নের নাটমুরাপাড়া এলাকার মৃত কাশেম আলীর ছেলে। ঘটনাস্থল থেকে তিনটি দেশি এলজি বন্দুক, ৯ রাউন্ড কার্তুজ, ১৩ রাউন্ড গুলির খোসা ও ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ।

এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হন। তারা হলেন, পুলিশ কনস্টেবল আব্দুল শুক্কুর, জুয়েল বড়ুয়া ও মংথিন প্রো।

ওসি প্রদীপ কুমার দাশ বলেন, ‘বুধবার সকালে হ্নীলা এলাকা থেকে মাদক ব্যবসায়ী হানিফকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যে ইয়াবা ও অস্ত্র উদ্ধারে অভিযানে গেলে অন্য ইয়াবা কারবারিরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। বেশ কিছুক্ষণ গোলাগুলির পর ইয়াবা কারবারিরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় হানিফকে উদ্ধার করে প্রথমে টেকনাফ উপজেলা হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।’

টেকনাফ উপজেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শোভন দাশ বলেন, ‘পুলিশ গুলিবিদ্ধ এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসে। তার বুকে, গলায় ও কোমরে চারটি গুলি লেগেছিল। এ সময় আহত তিন পুলিশ সদস্যকেও আনা হয়। তাদের চিকিৎসা দেওয়া হয়েছে।’

ওসি প্রদীপ বলেন, ‘নিহত মাদক ব্যবসায়ীর লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মাদক ও অস্ত্র সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।’

/এমএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন কুমিল্লার হুমায়ুন
ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন কুমিল্লার হুমায়ুন
কলেজ চত্বর থেকে অসুস্থ ভুবন চিল উদ্ধার
কলেজ চত্বর থেকে অসুস্থ ভুবন চিল উদ্ধার
নাহিদ সুলতানা যুথীসহ ৩ জনের জামিন আবেদন শুনতে হাইকোর্টের নতুন বেঞ্চ
নাহিদ সুলতানা যুথীসহ ৩ জনের জামিন আবেদন শুনতে হাইকোর্টের নতুন বেঞ্চ
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সাকিবকে আমার বাসায় নিয়ে আসেন: হাফিজ উদ্দীন
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সাকিবকে আমার বাসায় নিয়ে আসেন: হাফিজ উদ্দীন
সর্বাধিক পঠিত
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
পদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
একীভূত হলো দুই ব্যাংকপদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই