X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

চরফ্যাশনে কলেজছাত্রীর চুল কেটে দিলো বখাটেরা, মামলা দায়ের

ভোলা প্রতিনিধি
২৩ মে ২০১৯, ১০:২৯আপডেট : ২৩ মে ২০১৯, ১১:১৩

ভোলা

ভোলার চরফ্যাশন উপজেলার ফাতেমা মতিন মহিলা কলেজের একাদশ শ্রেণির এক ছাত্রীর মাথার চুল কেটে দিয়েছে বখাটেরা। এ ব্যাপারে কলেজছাত্রী বাদী হয়ে বুধবার (২২ মে) চরফ্যাশন থানায় মামলা দায়ের করেছেন।

মামলা ও ভিকটিমের পরিবার সূত্রে জানা যায়, গত ১৬ মে রাত সাড়ে ৩টার দিকে চরফ্যাশন পৌরসভার ৩নং ওয়ার্ডে প্রীতি তার ঘরে ঘুমিয়ে থাকা অবস্থায় বাইরে থেকে জানালা দিয়ে চুল কেটে নেওয়ার ঘটনা ঘটে। লিখিত এজাহারে ওই ছাত্রী দাবি করেছেন, হিরণ চন্দ্র শীলের ছেলে সাগর শীল (১৯) তাদের প্রতিবেশী। সাগর শীল, মিঠুন শীল এবং রতন পাল পরস্পর বন্ধু। বন্ধুত্বের সুবাদে মিঠুন ও রতন প্রায়ই সাগরদের বাসায় আসা যাওয়া করতো। কলেজপড়ুয়া বখাটে এই তিন বন্ধু কলেজে আসা-যাওয়ার পথে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করতো এবং তার মায়ের ব্যবহৃত মোবাইল ফোনে কল দিয়ে বিরক্ত করতো। তিন বখাটের পরিবারকে বিষয়টি জানানো হলে তারা ক্ষিপ্ত হয়ে গভীর রাতে ওই ছাত্রীর চুল কেটে দেয়।

স্থানীয়ভাবে সমঝোতার চেষ্টা করে ব্যর্থ হওয়ার পর বুধবার বিকালে ওই কলেজছাত্রী নিজে বাদী হয়ে চরফ্যাশন থানায় তিনজনকে আসামি করে মামলা দায়ের করেছেন। অভিযুক্তরা পলাতক থাকায় বক্তব্য জানা যায়নি।

চরফ্যাশন থানার ওসি সামসুল আরেফীন বৃহস্পতিবার (২৩ মে) জানান, ওই ছাত্রীর লিখিত এজাহার পাওয়া গেছে। অভিযুক্ত সাগর, মিঠুন এবং রতনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেফতার করতে পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে। 

/এফএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
নতুন অভিজ্ঞতার মুখোমুখি জয়া
নতুন অভিজ্ঞতার মুখোমুখি জয়া
বিএনপি গণতন্ত্রে অকার্যকর ডামি রাজনৈতিক দল: ওবায়দুল কাদের
বিএনপি গণতন্ত্রে অকার্যকর ডামি রাজনৈতিক দল: ওবায়দুল কাদের
চারতলা ভবনের ছাদ থেকে পড়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু
চারতলা ভবনের ছাদ থেকে পড়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী