X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

বগুড়ার ধুনটে ধান কিনতে লটারি

বগুড়া প্রতিনিধি
২৯ মে ২০১৯, ১০:৪৭আপডেট : ১১ মে ২০২২, ১৭:০৭

বগুড়া

বগুড়ার ধুনটে ৫২ হাজার ৬৮ কৃষকের মধ্যে মাত্র ৫০২ কৃষক সরকারের কাছে সরাসরি ধান বিক্রির সুযোগ পাচ্ছেন। লটারির মাধ্যমে ৫০২ কৃষককে চূড়ান্ত করা হয়েছে বলে জানান উপজেলা খাদ্য কর্মকর্তা। এর কারণ হিসেবে তিনি বরাদ্দ কম থাকার কথা জানিয়েছেন।

অন্যদিকে স্থানীয় বাজারে ধানের ন্যায্য দাম না পেয়ে লোকসানের মুখে পড়েছে অর্ধলাখ কৃষক।

ধুনট উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা যায়, এই উপজেলার পৌরসভা ও ৯ ইউনিয়নে ১৬ হাজার ১০০ হেক্টর জমিতে ৫২ হাজার ৬৮ কৃষক বোরো ধান চাষ করেছেন। উৎপাদন হয়েছে প্রায় ৭০ হাজার টন। এক মণ ধান উৎপাদনে কৃষকের সর্বসাকুল্যে খরচ হয়েছে ৭২০ টাকা। কিন্তু বিক্রির সময় সব মিলিয়ে দাম পাচ্ছেন ৬৫০ টাকা। প্রতিমণ ধানে কৃষকের লোকসান হচ্ছে ৭০ টাকা। ধুনটের বাজারে প্রতিমণ মোটা ধান বিক্রি হচ্ছে ৪৮০ থেকে ৫৫০ টাকায়।

এছাড়া এই উপজেলায় ৯৯টি লাইসেন্সপ্রাপ্ত চাতাল রয়েছে। চাতাল মালিকরা দুই হাজার ৯১৩ টন সিদ্ধ চাল এবং ৬৯৮ টন আতপ চাল বিক্রির বরাদ্দ পেয়েছেন। চাতাল মালিকরা চাল বিক্রির বরাদ্দ পেলেও সিন্ডিকেটের কারণে ধানের দাম বাড়েনি বলে অভিযোগ কৃষকদের।

উপজেলার চৌকিবাড়ী গ্রামের ধানচাষি আলাউদ্দিন শেখ জানান, সমিতি থেকে ২০ হাজার টাকা ঋণ নিয়ে দুই বিঘা জমিতে ধান চাষ করেছিলেন। কিন্তু ধানের দাম না থাকায় ঋণের বোঝা মাথায় নিয়ে পরিবার নিয়ে মানবেতর জীবন যাপন করতে হচ্ছে।

ধুনট উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, খাদ্য বিভাগের কাছে ধান বিক্রি করতে চান এমন তিন হাজার কৃষকের তালিকা তৈরি করে উপজেলা ধান-চাল ক্রয় কমিটির কাছে পাঠানো হয়েছে। তারাই চূড়ান্ত তালিকা তৈরি করবে।

ধুনট উপজেলা খাদ্য কর্মকর্তা পরিতোষ কুমার কুণ্ডু জানান, বরাদ্দ কম থাকায় সবার কাছ থেকে ধান ক্রয় করা সম্ভব হচ্ছে না। এ কারণে গত ২৭ মে (সোমবার) ধুনট উপজেলা পরিষদে লটারির মাধ্যমে ৫০২ কৃষকের তালিকা চূড়ান্ত করা হয়েছে। তারা প্রত্যেকে এক টন করে ধান বিক্রি করতে পারবেন।

তিনি আরও বলেন, ‘খোলাবাজারে ধানের দাম নিয়ন্ত্রণের জন্য কাজ করা হচ্ছে।’

ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন বলেন, ‘বাজারে ধানের দাম কম থাকায় কৃষকরা ক্ষতির সম্মুখীন হচ্ছেন। তাই সরকারি মূল্যে ধান ক্রয়ের চাহিদা বাড়ানোর জন্য সংশ্লিষ্ট দফতরে আবেদন করা হবে।’

অন্যদিকে আদমদীঘি উপজেলাতেও লটারির মাধ্যমে ৩৬৩ কৃষকের কাছ থেকে প্রাথমিকভাবে ধান কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ উপজেলায় কার্ডধারী চার হাজার ৯৪৩ কৃষক ইরি-বোরো ধান চাষ করেছেন।

এ ব্যাপারে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শাহেন শাহ হোসেন জানান, সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম আব্দুল্লাহ বিন রশিদের সভাপতিত্বে কৃষি কার্ডের নম্বর লটারির মাধ্যমে ৩৬৩ জনকে চূড়ান্ত করা হয়েছে। তাদের কাছ থেকে ধান কেনা হবে।

তবে প্রচার না থাকায় লটারির মাধ্যমে কৃষক নির্বাচিত করার বিষয়টি অনেকেই জানতে পারেননি।

/জেবি/এমএমজে/
সম্পর্কিত
মার্সেল ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেলেন ফেনীর ঝর্না বেগম
লটারি প্রক্রিয়ায় ভর্তিতে জরুরি নির্দেশনা জারি
প্রাইজবন্ডের ড্র অনুষ্ঠিত, যে নম্বর পেলো প্রথম পুরস্কার
সর্বশেষ খবর
লিভারপুলের শিরোপার আশায় এবার ধাক্কা দিলো ওয়েস্ট হ্যাম
লিভারপুলের শিরোপার আশায় এবার ধাক্কা দিলো ওয়েস্ট হ্যাম
গরমে বিপণন বিভাগের মাঠ পর্যায়ের কর্মীর মৃত্যু
গরমে বিপণন বিভাগের মাঠ পর্যায়ের কর্মীর মৃত্যু
মরিশাসের তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সঙ্গে তথ্য প্রতিমন্ত্রীর বৈঠক
মরিশাসের তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সঙ্গে তথ্য প্রতিমন্ত্রীর বৈঠক
শীর্ষ নেতাদের নির্দেশে আছিম বাসে আগুন দেয় ছাত্রদলের নেতারা: সিটিটিসি
শীর্ষ নেতাদের নির্দেশে আছিম বাসে আগুন দেয় ছাত্রদলের নেতারা: সিটিটিসি
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুন: এখনও অপেক্ষায় স্বজনরা
নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুন: এখনও অপেক্ষায় স্বজনরা