X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

স্কুলছাত্র হত্যার বিচার দাবি, মহাসড়কে লুটিয়ে কাঁদলেন স্বজনরা

বরিশাল প্রতিনিধি
১৭ জুন ২০১৯, ১৭:৫৫আপডেট : ১৭ জুন ২০১৯, ১৮:০৩

স্কুলছাত্র হত্যার বিচার দাবি, মহাসড়কে লুটিয়ে কাঁদলেন বাবা-মা ও দাদা-দাদি স্কুলছাত্র ইস্রাফিল হাওলাদার নয়ন হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বরিশালের উজিরপুর উপজেলার জয়শ্রী বাসস্ট্যান্ড এলাকায় বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী। এ সময় নয়নের বাবা-মা ও দাদা-দাদি সড়কে লুটিয়ে পড়ে বিচারের দাবিতে কাঁদতে থাকেন।

নয়ন উপজেলার বামরাইল এবি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল। সে উপজেলার ভরসাকাঠী গ্রামের সোবাহান হাওলাদারের ছেলে। মামলা তুলে নিতে তিন লাখ টাকা সমঝোতায় রাজি না হওয়ায় মামলার বাদী নয়নের বাবা সোবাহানের পা ভেঙে দেওয়ার অভিযোগ রয়েছে আসামিদের বিরুদ্ধে। 

সোমবার সকাল সোয়া ১০টা থেকে বামরাইল বাসস্টান্ডে মহাসড়কের পাশে প্রথমে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরবর্তীতে আন্দোলনরতরা বিক্ষুব্ধ হয়ে মহাসড়ক অবরোধ করেন। এসময় দুই প্রান্তে বহু যানবাহন আটকা পড়ে। বেলা ১২টায় পুলিশ গিয়ে হত্যাকারীদের আগামী সাত দিনের মধ্যে গ্রেফতারের আশ্বাস দিলে বিক্ষুব্ধরা মহাসড়ক থেকে সরে যান।

বিক্ষুব্ধরা জানান, গত ২৭ এপ্রিল স্কুলছাত্র নয়নকে অপহরণ করে অজ্ঞাত দুষ্কৃতকারীরা। ওই রাতেই অপহরণকারীরা তার মুক্তির জন্য মোটা অংকের মুক্তিপণ দাবি করে। ২৮ এপ্রিল পাশ্ববর্তী বাবুগঞ্জ উপজেলার রমজানকাঠী সংলগ্ন সুগন্ধা নদী থেকে নয়নের বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের বাবা অজ্ঞাতনামাদের আসামি করে বাবুগঞ্জ থানায় মামলা দায়ের করেন। পুলিশ ওই মামলায় সন্দেহভাজন ভরসাকাঠী গ্রামের আতিক এবং মুমিন নামে দুই জনকে আটক করে।

রাস্তা অবরোধকারীরা আরও অভিযোগ করেন, আতিককে ওই মামলার সন্দেহজনক আসামি হিসেবে আদালতে সোপর্দ করা হয়। মুমিন অবসরপ্রাপ্ত এক সেনা সদস্যের ছেলে হওয়ায় প্রভাবিত হয়ে পুলিশ তাকে ছেড়ে দেয়। ঈদের দুই দিন আগে গত ৩ জুন অভিযুক্ত মুমিনের বাবাসহ তার সহযোগীরা সোবাহানকে অপহরণ করে মামলা তুলে নেওয়ার জন্য তিন লাখ টাকায় সমঝোতার প্রস্তাব দেয়। কিন্তু সোবাহান রাজি না হওয়ায় তাকে বেদম মারধর করে পা ভেঙে দেয়।

উজিরপুর থানার ওসি শিশির কুমার পাল জানান, নয়ন হত্যা মামলা দায়ের হয়েছে বাবুগঞ্জ থানায়। তিনি বাবুগঞ্জ থানার ওসির সঙ্গে কথা বলে নয়ন হত্যা মামলার আসামিদের গ্রেফতারের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা মহাসড়ক অবরোধ তুলে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢামেক হাসপাতালে কারাবন্দীর মৃত্যু
ঢামেক হাসপাতালে কারাবন্দীর মৃত্যু
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
ভোট গণনা প্রক্রিয়ায় কোনও পরিবর্তন হবে না: ভারতীয় সুপ্রিম কোর্ট
ভোট গণনা প্রক্রিয়ায় কোনও পরিবর্তন হবে না: ভারতীয় সুপ্রিম কোর্ট
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত