X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

কিশোরগঞ্জে জাবি’র ছাত্র চয়ন হত্যা মামলায় তিন জনের মৃত্যুদণ্ড

কিশোরগঞ্জ প্রতিনিধি
১৯ জুন ২০১৯, ১৩:৩৮আপডেট : ১৯ জুন ২০১৯, ১৪:১৬

আসামিদের কারাগারে নেওয়া হচ্ছে

কিশোরগঞ্জে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছাত্র এরশাদুল হক চয়ন হত্যা মামলায় তিন জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া সাত জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (১৯ জুন) সকাল সাড়ে ১০টায় কিশোরগঞ্জের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় দেন। কিশোরগঞ্জের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট শাহ আজিজুল হক রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত এরশাদুল হক চয়ন জেলার হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নের টান সিদলা গ্রামের জহিরুল ইসলাম রতনের ছেলে।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলো, হোসেনপুরের সিদলা গ্রামের আবদুল আউয়াল, আল আমিন ও সুফল মিয়া। এ তিন জনের মধ্যে আল আমিন ছাড়া অন্য দু’জন পলাতক রয়েছে।

যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলো, সিদলা গ্রামের আব্দুল করিম, সাফিয়া খাতুন, আব্দুল কাদির, সোহেল মিয়া, রিপা আক্তার, জহুরা খাতুন ও আব্দুর রউফ ফকির। তাদের মধ্যে সোহেল পলাতক রয়েছে।

যাবজ্জীবনপ্রাপ্ত আসামিদের কারাগারে নেওয়া হচ্ছে

নিহত চয়নের বাবা জহিরুল ইসলাম রতন রায়ে সন্তুষ্টি প্রকাশ করে দ্রুত রায় কার্যকরের দাবি জানান।

বাদীপক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট যজ্ঞেশ্বর রায়। তিনি বলেন, মামলার রায়ে আমরা সন্তুষ্ট। আমি পলাতক আসামিদের দ্রুত গ্রেফতার করে রায় কার্যকরের দাবি জানাচ্ছি।   

মামলার বিবরণে জানা যায়, পূর্বশত্রুতা ও জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ২০০৫ সালের ২ ডিসেম্বর এরশাদুল ইসলাম চয়নকে আসামিরা হত্যা করে। এ ঘটনায় ওইদিন ১১ জনকে আসামি করে নিহতের বাবা হোসেনপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ ১৪ বছর মামলার সাক্ষ্যপ্রমাণ ও যুক্তিতর্ক শেষে আজ (১৯ জুন) রায় ঘোষণা করা হয়। এর মধ্যে এক আসামি মারা যাওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। বাকি ১০ আসামির বিরুদ্ধে রায় ঘোষণা করা হয়। 

/জেবি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হলিউডের প্রস্তাব ফিরিয়ে দিলেন ক্যাটরিনা!
হলিউডের প্রস্তাব ফিরিয়ে দিলেন ক্যাটরিনা!
হলও ছাড়েননি আন্দোলনেও নামেননি চুয়েটের শিক্ষার্থীরা
হলও ছাড়েননি আন্দোলনেও নামেননি চুয়েটের শিক্ষার্থীরা
বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী
বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী
মারা গেলো গাজায় নিহত মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুটি
মারা গেলো গাজায় নিহত মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুটি
সর্বাধিক পঠিত
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!