X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

জমি নিয়ে বিরোধে ঘরে আগুন দেওয়ার অভিযোগ

নীলফামারী প্রতিনিধি
০৬ জুলাই ২০১৯, ০১:৫৭আপডেট : ০৬ জুলাই ২০১৯, ০১:৫৭

নীলফামারী নীলফামারীতে জমি দখলকে কেন্দ্র করে আগুনে ঘর পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় আহত হয়েছেন দুইজন। তাদের নীলফামারী সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (৫ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে সদরের সংগলশী ইউনিয়নের বড় এলোকমারী গ্রামে এই ঘটনা ঘটে। নীলফামারী সদর থানার ওসি মমিনুল ইসলাম বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

আহতরা হলেন- নিপেন্দ্র নাথ রায়ের স্ত্রী রঞ্জনা রাণী রায় (৪৫) ও তার অষ্টম শ্রেণি পড়ুয়া মেয়ে নীপা রাণী রায়।

এলাকাবাসী জানায়, পৈত্রিক সূত্রে পাওয়া বাড়ির ভিটার সঙ্গে ৩০ শতক জমি দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছিলেন নিপেন্দ্র নাথ ও তার তিন ভাই। ওই জমি পাশের চড়াইখোলা ইউনিয়নের দালালের বাজার গ্রামের মজিবর রহমান কিনেছেন বলে দাবি করে আসছিলেন কিছুদিন ধরে। এর জেরে উভয়পক্ষের মধ্যে পাল্টাপাল্টি মামলাও হয়।

মজিবরের দায়ের করা একটি মামলায় গত বুধবার (৩ জুলাই) আদালত জামিন নামঞ্জুর করে নিপেনকে কারাগারে পাঠানো হয়।

শুক্রবার সকালে মজিবর রহমান দলবল নিয়ে ওই জমি দখল নিতে আসলে বাধা দেন নিপেনের পরিবারের সদস্যরা। এসময় নিপেনের স্ত্রী রঞ্জনা ও তার মেয়ে নীপাকে মারধর ও তাদের বাড়িতে আগুন ধরিয়ে দেয় মজিবরের লোকজন।

খবর পেয়ে, পুলিশ এসে নিপেনের স্ত্রী ও মেয়েকে উদ্ধার করে নীলফামারী সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে। পরে উত্তরা ইপিজেডের দমকল বাহিনীর একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে পুলিশ মজিবর রহমানের ছেলে আনোয়ার হোসেনকে আটক করে।

নিপেনের স্ত্রী রঞ্জনা রাণী রায় বলেন, মজিবরের লোকজন আমাকে ও আমার মেয়েকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে যৌন হয়রানিসহ বেধরক মারধর করে। পরে আমাদের বাড়িতে আগুন লাগিয়ে দেয়। এলাকাবাসীর খবরে দমকল বাহিনীর সদস্যরা এসে আগুন নেভায়। পরে পুলিশ আমাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

এদিকে, মজিবর রহমান সব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি প্রকৃত মালিকেদের কাছ থেকে জমি কিনেছি। নিপেন ওই জমির অবৈধ দখলদার।’

উত্তরা ইপিজেড দমকল বাহিনীর স্টেশন কর্মকর্তা বাদশা মাসুদ আলম বলেন,‘আগুনের খবর পেয়ে আমরা সেখানে গিয়ে আগুন নেভাই। আগুনে একটি কাচা ঘর পুড়ে গেছে।’

নীলফামারী সদর থানার ওসি মমিনুল ইসলাম বলেন, ‘ওই জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে উভয়পক্ষের ১৫টির বেশি মামলা রয়েছে। শুক্রবারের ঘটনায় নিপেনের বড়ভাই সুনীল রায় (৫৫) মামলা দায়ের করলে মজিবর রহমানের ছেলে আনোয়ার হোসেনকে আট করা হয়।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আবারও জীবিত দুই জিম্মির ভিডিও প্রকাশ করেছে হামাস
আবারও জীবিত দুই জিম্মির ভিডিও প্রকাশ করেছে হামাস
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
টিভিতে আজকের খেলা (২৮ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৮ এপ্রিল, ২০২৪)
সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা
সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা
সর্বাধিক পঠিত
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই