X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১
ঈশ্বরদীতে বিএনপির ৬ এমপি

‘দুঃসহ কঠিন অবস্থায় দেশ, সরকার আর জনগণের মধ্যে সম্পর্ক নেই’

পাবনা প্রতিনিধি
১৬ জুলাই ২০১৯, ২০:৪৪আপডেট : ১৬ জুলাই ২০১৯, ২১:৫১




বর্তমান সরকারের আমলে দেশের মানুষ ভালো নেই বলে দাবি করেছেন বিএনপির সংসদ সদস্যরা। তাদের দাবি, ‘দেশ একটি দুঃসহ কঠিন অবস্থার মধ্যে চলছে। দেশে এখন জুলুমের শাসন চলছে। সরকার আর জনগণের মধ্যে কোনও সম্পর্ক নেই।

মঙ্গলবার (১৬ জুলাই) শেখ হাসিনার ট্রেনবহরে গুলি-বোমা হামলার রায়ে দণ্ডপ্রাপ্ত পাবনার ঈশ্বরদীর বিএনপি নেতাদের পরিবারের প্রতি সহানুভূতি জানাতে আয়োজিত মতবিনিময় সভায় বিএনপির ছয় সংসদ সদস্য এসব কথা বলেন। বিএনপির সংসদ সদস্যদের নেতৃত্বে ছিলেন বগুড়া সদর আসনের সংসদ সদস্য জি এম সিরাজ।

বিএনপির সংসদ সদস্যরা বলেন, বর্তমান সরকার দুর্নীতি-লুটপাটের সরকার। তারা বেশি দিন টিকতে পারবে না। দেশের মানুষ জেগে উঠছে।

তারা দাবি করেন, মিথ্যা ঘটনা সাজিয়ে বিএনপির ৯ জনকে ফাঁসি ও ২৫ জনকে যাবজ্জীবন দেওয়া হয়েছে। এই দেশে ন্যায় বিচার থাকলে দণ্ডপ্রাপ্তদের উচ্চ আদালত থেকে সাজামুক্ত করে আনা যাবে।

এ সময় সংসদ সদস্যরা দণ্ডপ্রাপ্ত বিএনপি নেতাদের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

 জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বগুড়া সদর আসনের জি এম সিরাজ, ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান, বগুড়া-৪ আসনের মোশারফ হোসেন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের আমিনুল ইসলাম ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য হারুন অর রশিদ ও কেন্দ্রীয় বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।

সভায় জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

গত ৩ জুন পাবনার স্পেশাল ট্রাইব্যুনাল অতিরিক্ত দায়রা জজ আদালত-১-এর ভারপ্রাপ্ত বিচারক রোস্তম আলী পাবনার ঈশ্বরদী রেলস্টেশনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ট্রেনবহরে হামলা ও গুলিবর্ষণের ঘটনায় ৯ জনের মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন। এছাড়া, ওই মামলায় ২৫ জনকে যাবজ্জীবন ও ১৩ জনকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একইসঙ্গে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের পাঁচ লাখ টাকা করে জরিমানা ও অনাদায়ে তিন বছর করে কারাদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিদের তিন লাখ টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও দুই বছর করে কারাদণ্ড এবং ১০ বছর করে কারাদণ্ডপ্রাপ্তদের এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

আরও পড়ুন:

শেখ হাসিনার ট্রেনবহরে হামলা: ৯ জনের মৃত্যুদণ্ড, ২৫ জনের যাবজ্জীবন

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা