X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

ডেঙ্গুর প্রকোপে হিলিতে ওডোমসের দাম বেড়ে দ্বিগুণ

হিলি প্রতিনিধি
০৪ আগস্ট ২০১৯, ০৯:১৯আপডেট : ০৪ আগস্ট ২০১৯, ০৯:৩৩

ওডোমস রাজধানীসহ সারাদেশে ছড়িয়ে পড়েছে ডেঙ্গু। মশার হাত থেকে বাঁচতে অনেকেই ভারতীয় ওষুধ ওডোমস কিনছেন। ফলে গত কয়েক দিনের ব্যবধানে এর দাম বেড়ে দ্বিগুণ হয়েছে। ৯০ টাকার ওডোমস এখন বিক্রি হচ্ছে ১৫০ টাকায়। তাও চাহিদা মতো পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। দেশের বিভিন্ন স্থান থেকে লোকজন হিলিতে এসে ক্রিম জাতীয় এই ওষুধ কিনে নিয়ে যাচ্ছেন।

বাংলা হিলি বাজার সূত্রে জানা গেছে, বাজারে ওডোমসের ব্যাপক চাহিদা বেড়েছে। মংলা নন্দিপুর, হাড়িপুকুর, কাঠলা সীমান্ত এলাকা দিয়ে অবৈধপথে এসব ওষুধ দেশে প্রবেশ করছে। কসমেটিকসসহ বিভিন্ন দোকানে এ ওষুধ বিক্রি করা হচ্ছে।

উজ্জ্বল হোসেন নামের এক দোকানি বলেন, ‘ওষুধটি ভারতীয় হলেও চাহিদার কারণেই আমাদের রাখতে হচ্ছে। আমরা টোকাইদের কাছ থেকে কিনে এসব বিক্রি করছি। সারাদেশে ডেঙ্গু ছড়িয়ে পড়ায প্রতিদিন এই ক্রিমের চাহিদা বাড়ছে। ভারতীয় ডাবর কোম্পানির এই ওষুধের দাম ৪৫ রুপি হলেও তা আগে ৯০ টাকায় বিক্রি হতো। চাহিদা বাড়ায় দাম বাড়িয়ে ১২৫ টাকা করা হয়েছিল। এখন তা বিক্রি হচ্ছে ১৫০ টাকায়। এরপরও চাহিদা মতো সরবরাহ করা যাচ্ছে না।’

তিনি আরও বলেন, দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ হিলি বাজারে আসছেন শুধু এই ওষুধটি নেওয়ার জন্য। একেকজন ২০-৫০পিস নিচ্ছেন। কেউ কেউ ১০০ পিস পর্যন্ত নিচ্ছেন। কেউ নিজের জন্য,  কেউ আত্মীয় স্বজনদের জন্য নিয়ে যাচ্ছেন। আমরা এই ক্রিম সরবরাহ করতেই হিমশিম খাচ্ছি।’

হিলির মংলা বিওপি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার শাহজাহান আলী জানান, সীমান্তে বিজিবি সবসময় সতর্কাবস্থায় থাকে যাতে সীমান্ত দিয়ে কোনও অবৈধ মালামাল ভারত থেকে দেশে প্রবেশ করতে না পারে।

 

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যশোরে তীব্র গরমে মরে যাচ্ছে মাছের পোনা, ক্ষতি ‌‘২০ কোটি টাকা’
যশোরে তীব্র গরমে মরে যাচ্ছে মাছের পোনা, ক্ষতি ‌‘২০ কোটি টাকা’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ