X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ঝিনাই নদীতে ডুবে কলেজছাত্র নিখোঁজ

টাঙ্গাইল প্রতিনিধি
১৬ আগস্ট ২০১৯, ১৬:৪৮আপডেট : ১৬ আগস্ট ২০১৯, ১৬:৫১

টাঙ্গাইল টাঙ্গাইলের বাসাইলে ঝিনাই নদীতে ডুবে হৃদয় মিয়া ওরফে তুষার (১৭) নামের এক কলেজছাত্র নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুর দেড়টার দিকে ঝিনাই নদীর ভৈরপাড়া এলাকায় ডুবে সে নিখোঁজ হয়। তুষার মির্জাপুর উপজেলার পাইকপাড়া এলাকার আনোয়ার মিয়ার ছেলে। সে মির্জাপুরের একটি কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

নিহতের নানা আব্দুল আজিজ বলেন, ‘তুষার ঈদের দিন বেড়াতে এসেছিল। বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। এখনও তাকে পাওয়া যায়নি। এখন উদ্ধার কাজ বন্ধ রয়েছে। এ ঘটনায় বাসাইল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।’

উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ম্যান আখতারুজ্জামান বলেন, ‘ফোন পেয়ে ডুবুরি দল নিয়ে ঘটনাস্থলে পৌঁছাই। নদীতে ব্যাপক স্রোত থাকার কারণে উদ্ধার তৎপরতা চালাতে কিছুটা সমস্যা হয়েছে। পরে রাত ১১টা পর্যন্ত চেষ্টা চালিয়েও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।’

পুলিশ ও স্থানীয়রা জানান, তুষার তার নানা ভৈরপাড়ার আব্দুল আজিজের বাড়িতে বেড়াতে আসে। পরে তার আরও  দুই বন্ধুর সঙ্গে বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে ঝিনাই নদীতে গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে তুষার পানিতে ডুবে যায়। তার বন্ধুরা বাড়িতে ফিরে তুষারের বিষয়টি জানায়নি। পরে বিকালে ওই দুই বন্ধুকে তুষারের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করলে পানিতে ডুবে যাওয়ার বিষয়টি জানায়। এরপর স্বজনরা ৯৯৯-এ ফোন দিয়ে বিষয়টি জানালে স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। টাঙ্গাইল থেকে ডুবুরি দল এসে রাত ১১টা পর্যন্ত উদ্ধার তৎপরতা চালিয়েও তাকে উদ্ধার করতে পারেনি। 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে ছেলে, রান্নাঘরে পুড়ে মারা গেলেন মা
স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে ছেলে, রান্নাঘরে পুড়ে মারা গেলেন মা
২৫ দিনেও গ্রেফতার হয়নি কেউ, পুলিশ বলছে সিসিটিভির ফুটেজ পায়নি
কুমিল্লা শিক্ষা প্রকৌশল কার্যালয়ে ঠিকাদারকে মারধর২৫ দিনেও গ্রেফতার হয়নি কেউ, পুলিশ বলছে সিসিটিভির ফুটেজ পায়নি
উপজেলা নির্বাচন: অংশ নিতে পারবেন না পৌর এলাকার ভোটার এবং প্রার্থীরা
উপজেলা নির্বাচন: অংশ নিতে পারবেন না পৌর এলাকার ভোটার এবং প্রার্থীরা
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ