X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

রেলের পশ্চিমাঞ্চলের ‍তিন রুট পাচ্ছে নতুন বগি: রেলমন্ত্রী

কুড়িগ্রাম প্রতিনিধি
০৮ অক্টোবর ২০১৯, ১৯:৩২আপডেট : ০৮ অক্টোবর ২০১৯, ১৯:৩৫

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন রেলের পশ্চিমাঞ্চলের কুড়িগ্রামের নতুন আন্তঃনগর ট্রেনসহ রংপুর ও লালমনিরহাট এক্সপ্রেস নতুন রেক (বগি) পাচ্ছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। রেলমন্ত্রী বলেন, ‘আমরা ইতোমধ্যে ইন্দোনেশিয়া থেকে দুইশ নতুন রেক আমদানি করেছি। আগামী ১৬ অক্টোবর কুড়িগ্রাম থেকে চালু হতে যাওয়া আন্তঃনগর ট্রেনসহ রংপুর ও লালমনিরহাট এক্সপ্রেস ট্রেনেও এই নতুন বগি সংযোজন করা হবে।’

মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে কুড়িগ্রামের জন্য প্রস্তাবিত আন্তঃনগর ট্রেন চালুর পূর্ব প্রস্তুতি উপলক্ষে কুড়িগ্রাম রেল স্টেশন পরিদর্শনে এসে তিনি এ কথা জানান।

রেল নিয়ে কুড়িগ্রামবাসীর দীর্ঘদিনের অভিযোগ দূর করা হবে জানিয়ে রেলমন্ত্রী বলেন, ‘কুড়িগ্রামে আন্তঃনগর ট্রেন চালুর মাধ্যমে কুড়িগ্রাম রেল ব্যবস্থার সরাসরি নজরে চলে এলো। সম্ভাব্য সব সমস্যার সংস্কার করে কুড়িগ্রামে রেলের অব্যবস্থা দূর করা হবে।’

আগামী ১৬ অক্টোবর প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে কুড়িগ্রাম থেকে সরাসরি ঢাকাগামী আন্তঃনগর ট্রেন চলাচল উদ্বোধন করবেন জানিয়ে রেলমন্ত্রী বলেন,‘ এতদিন রেল পেছনের দিকে ছিল, এখন আমরা সামনের দিকে চলা শুরু করেছি। আগামী ১৬ অক্টোবর প্রধানমন্ত্রী কুড়িগ্রামে আন্তঃনগর ট্রেন উদ্বোধনসহ রংপুর ও লালমনিরহাট এক্সপ্রেস ট্রেনে নতুন অত্যাধুনিক মানের রেক সংযোজন কার্যক্রমের উদ্বোধন করবেন।’

২০১৭ সালে চিলমারীতে খাদ্যবান্ধব কর্মসূচির উদ্বোধন উপলক্ষে আয়োজিত জনসভায় রেলের সংস্কার নিয়ে প্রধানমন্ত্রীর দেওয়া প্রশ্রিুতির বিষয়ে রেলমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে মন্ত্রী বলেন, ‘আমি কুড়িগ্রাম থেকে চিলমারীর রমনা পর্যন্ত লাইনগুলো দেখেছি। এগুলো অত্যন্ত জরাজীর্ণ অবস্থায় রয়েছে। লাইনগুলো ট্রেন চলাচলের উপযোগিতা হারিয়ে ফেলেছে। ১৬ অক্টোবর কুড়িগ্রাম থেকে আন্তঃনগর ট্রেন চলা শুরুর পর থেকে এ রেলপথেরও উন্নয়ন করা হবে।’

কুড়িগ্রাম রেল স্টেশন পরিদর্শনকালে রেলমন্ত্রীর সঙ্গে ছিলেন কুড়িগ্রাম জেলা পরিসদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাফর আলী, জেলা প্রশাসক মোছা. সুলতানা পারভীন, বাংলাদেশ রেলওয়ের জেনারেল ম্যানেজার (পশ্চিমাঞ্চল) মো. হারুন-অর রশীদ, বাংলাদেশ রেলওয়ের লালমনিরহাট ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার মোহাম্মদ শফিকুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রসঙ্গত, আগামী ১৬ অক্টোবর কুড়িগ্রামবাসীর বহুল প্রত্যাশিত কুড়িগ্রাম-ঢাকা আন্তঃনগর ট্রেন চলাচল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ট্রেনটির নাম এখনও চূড়ান্ত না হলেও দায়িত্বশীল সূত্রে জানা গেছে, নতুন এ ট্রেনটি ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ নাম হতে পারে। প্রধানমন্ত্রী ট্রেনটির নাম চূড়ান্ত করবেন। ট্রেনটি কুড়িগ্রাম-ঢাকা-কুড়িগ্রাম ভায়া পার্বতীপুর রুটে চলাচল করবে।

বাংলাদেশ রেলওয়ে লালমনিরহাট বিভাগ সূত্রে জানা গেছে, নতুন চালু হতে যাওয়া ট্রেনটি সপ্তাহে ৬ দিন সকাল ৭টা ২০ মিনিটে ঢাকার উদ্দেশে কুড়িগ্রাম রেলস্টেশন ত্যাগ করবে। আর ঢাকা থেকে কুড়িগ্রামের উদ্দেশে ছাড়বে রাত ৮টা ৪৫ মিনিটে। বুধবার এটি বন্ধ থাকবে। প্রস্তাবিত এ ট্রেনটির বিরতি থাকছে (উভয় পথে) রংপুর-বদরগঞ্জ-পার্বতীপুর-জয়পুরহাট-সান্তাহার-মাধনগর-ঢাকা-বিমানবন্দর স্টেশন। কুড়িগ্রাম থেকে ঢাকা যাত্রাকালীন এতে মোট ৬২৬টি আসন থাকবে। আর ঢাকা থেকে কুড়িগ্রাম ফেরার সময় এতে ৫৯৬টি আসন থাকবে। এরমধ্যে শোভন চেয়ার ৫১০ টাকা, এসি চেয়ার ৯৭২ টাকা, এসি সিট ১১৬৮ টাকা এবং এসি বাথ ১৭৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নির্বাচনের সময় জাপায় কী হয়েছিল, জানাবেন জিএম কাদের
শনিবার জাতীয় পার্টির বর্ধিত সভানির্বাচনের সময় জাপায় কী হয়েছিল, জানাবেন জিএম কাদের
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ