X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

কর্ণফুলী রক্ষণাবেক্ষণে স্থায়ী রূপরেখা তৈরির নির্দেশ ভূমিমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৩ অক্টোবর ২০১৯, ০১:০০আপডেট : ১৩ অক্টোবর ২০১৯, ০১:১০

বক্তব্য রাখছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ

দখল ও দূষণ রোধ করে কর্ণফুলী নদী রক্ষণাবেক্ষণের জন্য চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে স্থায়ী রূপরেখা তৈরির নির্দেশ দিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। বন্দর চেয়ারম্যানের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘কর্ণফুলী নদী রক্ষায় যা যা করার, দ্রুত করতে হবে। এই নদীর রক্ষণাবেক্ষণের ব্যাপারে আপনাকেই দায়িত্ব নিতে হবে। ড্রেজিং ভেরি ইমপর্টেন্ট। এগ্রেসিভলি কাজ করেন। আমরা তো আছি। একটা স্থায়ী রূপরেখা তৈরি করেন। আমি চাই, আপনি থাকাবস্থায় এটি তৈরি হোক। আপনি আজ চেয়ারম্যান আছেন, কাল না-ও থাকতে পারেন। কিন্তু পরবর্তী চেয়ারম্যান এসে যাতে এই রূপরেখা অনুসরণ করতে পারেন। সেজন্য একটা রূপরেখা তৈরি করুন।’

শনিবার (১২ অক্টোবর) নগরীর ফিরিঙ্গিবাজার অভয় মিত্র ঘাটে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে মন্ত্রী এ নির্দেশনা দেন। ‘দেশের অর্থনীতির হার্ট কর্ণফুলীর দখল-দূষণমুক্তসহ ক্যাপিটাল ড্রেজিং করে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার লক্ষ্যে করণীয়’ শিরোনামে এ গোলটেবিল আলোচনার আয়োজন করে বেসরকারি টেলিভিশন চ্যানেল আই। আলোচনায় মন্ত্রী প্রধান অতিথি ছিলেন।

সাইফুজ্জামান চৌধুরী বলেন, ‘কর্ণফুলী দেশের লাইফ লাইন। চট্টগ্রাম বন্দরের প্রাণ। কর্ণফুলীর বর্তমান চিত্র ভয়াবহ। এভাবে যদি চলতে থাকে, অদূর ভবিষ্যতে এ নদী থাকবে কিনা আমার সন্দেহ আছে। এখন যে অবস্থায় আছে তার বেশি ক্ষতি করতে দেওয়ার সুযোগ নেই। কর্ণফুলীর দুই পাড়ের শিল্প-কারখানা সরাতে হবে। শিল্পকারখানার বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে; না হলে হবে না।’

কর্ণফুলী নদীজুড়ে লাইটারেজ জাহাজ ছড়িয়ে থাকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে মন্ত্রী বলেন, ‘সাগরে অনেক জায়গা। লাইটারেজ জাহাজগুলো নদীতে কেন পার্ক করে রাখা হবে! আগে দেখতাম, শুধু খারাপ আবহাওয়া হলে লাইটারেজগুলো নদীতে এনে রাখা হতো। এখন তো সারাবছর কর্ণফুলীতে জাহাজ রাখা হচ্ছে!’

চ্যানেল আইয়ের চট্টগ্রাম বিভাগীয় প্রধান চৌধুরী ফরিদের সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে বক্তব্য রাখেন বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল জুলফিকার আজিজ, দৈনিক আজাদী সম্পাদক এমএ মালেক, চট্টগ্রাম চেম্বারের সহ-সভাপতি তরফদার মো. রুহুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক দেলোয়ার হোসাইন, ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক একেএম ফজলুল্লাহ, কর্ণফুলী বিশেষজ্ঞ অধ্যাপক ড. ইদ্রিস আলী, হালদা বিশেষজ্ঞ অধ্যাপক ড. মনজুরুল কিবরীয়া, আইবিএফবির সভাপতি এসএম আবু তৈয়ব, স্থপতি আশিক ইমরান প্রমুখ।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা