X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১
বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

ডিনসহ ৭ জনের পদত্যাগ, নতুন নিয়োগ ৬ সহকারী প্রক্টর

গোপালগঞ্জ প্রতিনিধি
১৬ অক্টোবর ২০১৯, ০৬:১৮আপডেট : ১৬ অক্টোবর ২০১৯, ০৬:৩৪

বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পদত্যাগের হিড়িক পড়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) আইন বিভাগের ডিন, দুটি হলের প্রভোস্ট ও বিভিন্ন অনুষদের চেয়ারম্যানসহ সাতজন পদত্যাগ করেছেন। এদিন নতুন করে ছয়জন সহকারী প্রক্টরকে নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ব্যক্তিগত কারণ দেখিয়ে রেজিস্ট্রার প্রফেসর ড. নূরউদ্দিন আহমেদের কাছে সাতজন পদত্যাগপত্র জমা দেন। পরে এসব পদত্যাগপত্র ভারপ্রাপ্ত ভিসির কাছে পাঠানো হয়েছে। রেজিস্ট্রার নূরউদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক অফিস আদেশ এ তথ্য জানা গেছে।

পদত্যাগকারীরা হলেন—আইন বিভাগের ডিন মো. আব্দুল কুদ্দুস মিয়া, স্বাধীনতা দিবস হলের প্রভোস্ট মুহাম্মদ রবি উল্লাহ ও শেখ রাসেল হলের প্রভোস্ট রবিউল ইসলাম। কৃষি বিভাগের চেয়্যারম্যান ড. এম এ সাত্তার,  ছাত্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো. আব্দুর রহিম খান, ফুড অ্যান্ড অ্যাগ্রো প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ড. নাজমুল হক শাহীন এবং লাইভ স্ট্রোক বিভাগের চেয়ারম্যান মো. শফিকুজ্জামান।

নতুন করে নিয়োগ পাওয়া ছয়জন সহকারী প্রক্টর হলেন—আইন বিভাগের সহকারী অধ্যাপক মানসুরা খানম, সিএসই বিভাগের সহকারী অধ্যাপক মো. নেসারুল হক, রসায়ন বিভাগের প্রভাষক নাসিরুদ্দিন, ট্রিপল-ই বিভাগের প্রভাষক চয়ন মণ্ডল, সমাজ বিজ্ঞান বিভাগের প্রভাষক মো. হুমায়ূন কবীর ও সিএসই বিভাগের প্রভাষক এস এ এম মেহেদী হাসান।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ড. মো. শাহজাহান পদত্যাগ ও সহকারী প্রক্টর নিয়োগের সত্যতা নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, গত ১১ সেপ্টেম্বর আইন বিভাগের ছাত্রী ও ক্যাম্পাস সাংবাদিক ফাতেমা-তুজ-জিনিয়াকে সাময়িক বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ নিয়ে ব্যাপক আন্দোলনের মুখে ১৮ সেপ্টেম্বর প্রশাসন তার বহিষ্কারাদেশ তুলে নিতে বাধ্য হয়। ১৯ সেপ্টেম্বর থেকে শিক্ষার্থীরা ভিসির বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ এনে তার পদত্যাগের এক দফা দাবিতে আন্দোলন শুরু করেন। আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ও ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনজন সহকারী প্রক্টর পদত্যাগ করেন। টানা ১২ দিনের আন্দোলনের মুখে ৩০ সেপ্টেম্বর  ভিসি ড. খোন্দকার নাসিরউদ্দিন পদত্যাগ করেন।

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাগেরহাটে কৃষককে পিটিকে হত্যা
বাগেরহাটে কৃষককে পিটিকে হত্যা
একসঙ্গে ৭৩ নেতাকে বহিষ্কার করলো বিএনপি
একসঙ্গে ৭৩ নেতাকে বহিষ্কার করলো বিএনপি
চীনে রুপা জিতে বিশ্বকাপে বাংলাদেশের সুকান্ত ও নয়ন
চীনে রুপা জিতে বিশ্বকাপে বাংলাদেশের সুকান্ত ও নয়ন
বাংলাদেশ ব্যাংকে সংবাদকর্মীদের প্রবেশে বাধা: উদ্বিগ্ন টিআইবি
বাংলাদেশ ব্যাংকে সংবাদকর্মীদের প্রবেশে বাধা: উদ্বিগ্ন টিআইবি
সর্বাধিক পঠিত
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন