X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

ইলিয়াস কাঞ্চনের ওপর তোপ দাগলেন শাজাহান খান

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৮ ডিসেম্বর ২০১৯, ২০:৪০আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৯, ২১:২৫

ইলিয়াস কাঞ্চনের ওপর তোপ দাগলেন শাজাহান খান ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের প্রতিষ্ঠাতা চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনকে জ্ঞানপাপী বলে অভিহিত করেছেন সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, এমপি। ইলিয়াস কাঞ্চনকে উদ্দেশ করে তিনি বলেছেন, ‘আপনি যে বিদেশিদের কাছ থেকে নিরাপদ সড়ক চাই এনজিওর নামে কোটি কোটি টাকা নিয়ে আসছেন, আপনি কয়টি প্রতিষ্ঠান করেছেন? কয়টি স্কুল করেছেন, কয়জন মানুষকে ট্রেনিং দিয়েছেন, আমি এ তথ্য বের করছি।’

রবিবার (৮ ডিসেম্বর) সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল ১৩ নম্বর সেক্টর এলাকায় ঢাকা জেলা বাস মিনিবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ড্রাইভার্স ট্রেনিং সেন্টার (ডিটিসি)-এর এক কোর্সের উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।

এ সময় শাজাহান খান বলেন, ‘ইলিয়াছ কাঞ্চন কোথা থেকে কত টাকা পান, কী উদ্দেশ্যে পান, সেখান থেকে কত টাকা নিজে নেন, পুত্রের নামে নেন, পুত্রবধূর নামে লাখ লাখ টাকা নেন, সেই হিসাব আমি জনসম্মুখে তুলে ধরবো।’

তিনি আরও বলেন, ‘একটু তলে হাত দিয়ে দেখেন সমস্যাটা কোথায়, সমস্যা ড্রাইভার না, সমস্যা আমাদের শ্রমিক না, মূল সমস্যা বিআরটিএ। যতক্ষণ পর্যন্ত বিআরটিএ’র সক্ষমতা না আসবে, ততক্ষণ পর্যন্ত সড়কে পূর্ণাঙ্গ শৃঙ্খলা ফিরে আসবে না।’

সড়ক নিরাপদ করতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে জানিয়ে শাজাহান খান বলেন, ‘বর্তমান আইনের পরিবর্তন প্রয়োজন রয়েছে, যা চালকদের জন্য সহনীয় পর্যায়ে হতে হবে। একটি পক্ষ একতরফা চালকদের শাস্তির দাবি করে আসছে। কিন্তু অন্য যারা জড়িত, ওই বিভাগকে আড়াল করে চলেছে। সড়ক নিরাপদ করতে হলে প্রয়োজন সড়কের আধুনিকায়ন ও সংস্কার, প্রকৌশল ত্রুটিরোধ, পথচারী, যাত্রী পুলিশসহ সমন্বিত উদ্যোগ নিতে হবে।’

তিনি আরও বলেন, “জাল লাইসেন্সধারীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে যারা এই লাইসেন্স প্রদানের সঙ্গে জড়িত, সেই বিআরটিএ’র জনবল বৃদ্ধি করতে হবে, যাতে লাইসেন্সের জন্য গিয়ে চালকদের ভোগান্তি পোহাতে না হয়।”

ড্রাইভার্স ট্রেনিং সেন্টারের চেয়ারম্যান নুর নবী সিমুর সভাপতিতে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি তানভীর হায়দার চৌধুরী, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর চেয়ারম্যান ড. মোহাম্মদ কামরুল আহসান, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী, যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী প্রমুখ।

/এএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
টিভিতে আজকের খেলা (২৮ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৮ এপ্রিল, ২০২৪)
সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা
সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা
কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রাষ্ট্রপতি
কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রাষ্ট্রপতি
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই