X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত ৪

বরিশাল প্রতিনিধি
০৯ ডিসেম্বর ২০১৯, ০৩:৪১আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৯, ০৪:০০

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত ৪ ব‌রিশাল বিশ্ব‌বিদ্যাল‌য়ে (ববি) আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগের দুই গ্রু‌পের পাল্টাপ‌ল্টি হামলায় দুই প‌ক্ষের চার জন আহত হ‌য়ে‌ছেন। রবিবার (৮ ডিসেম্বর) রাত ৯টার দি‌কে ব‌রিশাল বিশ্ব‌বিদ্যালয় সংলগ্ন ব‌রিশাল-ভোলা সড়‌কের পা‌শে মহিউদ্দিন শিফাত গ্রুপ এবং ইমন-জিসান গ্রুপের মধ্যে ‍এ ঘটনা ঘটে। আহত‌দের শের-ই-বাংলা মে‌ডিক্যাল ক‌লেজ হাসপাতা‌লে ভ‌র্তি করা হয়েছে।

আহতরা হলেন- ছাত্রলীগকর্মী গনিত বিভা‌গের শেষ ব‌র্ষের শিক্ষার্থী ম‌হিউদ্দিন আহ‌মেদ সিফাত, রসায়ন বিভা‌গের শিক্ষার্থী র‌ফিক হাওলাদার, লোক প্রশাসন বিভা‌গের রুদ্র দেবনাথ এবং ব্যবস্থাপনা বিভা‌গের প্রদীপ কা‌ন্তি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ক্যাম্পাসে আধিপত্য বিস্তারের জের ধরে বরিশাল-ভোলা সড়কে বিবাদমান মহিউদ্দিন শিফাত গ্রুপ এবং ইমন-জিসান গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় তারা শিফাতকে কুপিয়ে আহত করে। খবর পেয়ে শিফাতের অনুসারীরা পাল্টা হামলা চালিয়ে ইমন-জিসান গ্রুপের রফিক হাওলাদারকে কুপিয়ে আহত করে। পরে পুলিশ এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

আহত শিফাত জানান, রাজ‌নৈ‌তিক কোন্দ‌লের জের ধ‌রে তার ওপর অত‌র্কিত হামলা করা হয়। অপর‌দি‌কে আহত র‌ফি‌কের সহপাঠীরা জানায়, ক্যাম্পা‌সে মি‌ছিল করা‌কে কেন্দ্র ক‌রে দ্ব‌ন্দ্বের জের ধ‌রে র‌ফি‌কের ওপর হামলা করা হয়। এ ঘটনায় মোট চার জন আহত হন।

বন্দর থানার ওসি আনো য়ার হো‌সেন তালুকদার বলেন, ঘটনার পরপরই পুলিশ সেখানে পৌঁছে পরিস্থিতি শান্ত করেন। রবিবার রাতেই চিকিৎসাধীনদের হাসপাতালে দেখতে যান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সুব্রত কুমার দাসসহ অন্যরা। প্রক্টর সুব্রত কুমার এই ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।

উল্লেখ্য, ব‌রিশাল বিশ্ব‌বিদ্যাল‌য় প্র‌তিষ্ঠার পর থে‌কে এ পর্যন্ত ছাত্রলী‌গের কোনও ক‌মি‌টি গঠন করা হয়‌নি। ত‌বে ছাত্রলী‌গের প‌ক্ষে মি‌ছিল সমা‌বেশ হয় প্রায়ই। নেতৃত্বে আগ্রহী‌দের ম‌ধ্যে প্রায়ই ছোটখা‌টো দ্বন্দ্ব লে‌গেই থা‌কে। এরই ধারাবাহিকতায় এ ঘটনা ঘ‌টে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নির্মোহ মূল্যায়নের খোঁজে জাসদ
নির্মোহ মূল্যায়নের খোঁজে জাসদ
সাফজয়ী ভাইয়ের সঙ্গে লড়াই, নেই কোনও ছাড়
সাফজয়ী ভাইয়ের সঙ্গে লড়াই, নেই কোনও ছাড়
বিয়ে না করানোয় মাকে হত্যা
বিয়ে না করানোয় মাকে হত্যা
ব্রাজিলের জার্সিতে এই বছরই শেষ মার্তার
ব্রাজিলের জার্সিতে এই বছরই শেষ মার্তার
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী