X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

সব জেলায় শেখ কামাল আইটি ট্রেনিং সেন্টার হবে: জুনাইদ আহমেদ পলক

নীলফামারী প্রতিনিধি
০১ মার্চ ২০২০, ০০:০২আপডেট : ০১ মার্চ ২০২০, ০০:০৬

নীলফামারীতে আন্তর্জাতিক চারুকলা উৎসবের সমাপনী উৎসবে বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, নীলফামারী জেলায় ২শ’ খুদে চিত্রশিল্পী ও ৩শ’ খুদে কবি রয়েছে। এরাই দেশের ভবিষ্যত। তারা বিশ্বের মাঝে বাংলা ভাষা ও বাংলাদেশকে গর্বিত করবে।

তিনি খুদে শিল্পীদের উদ্দেশে আরও বলেন, যদি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানিদের হাত থেকে এই দেশকে রক্ষা না করতেন, আন্দোলন না করতেন তাহলে তোমরা স্বাধীনভাবে ছবি আঁকতে পারতা না। এই দেশ মেধাশূন্য হয়ে থাকতো। তাই তোমরা বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করবে।

শনিবার (২৯ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে বিন্ন্যাদিঘী চত্বরে আন্তর্জাতিক চারুকলা উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ছবি আঁকা শুধু কাগজে হয় না, কম্পিউটারেও আঁকা যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলা বিভাগে গ্রাফিক ডিজাইন করা হয়। বিশ্বের জনপ্রিয় কার্টুন কুংফু পান্ডা এনিমেটরও একজন বাঙালি। তাই বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশে আইসিটি বিভাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি আধুনিক এনিমেশন ও ডিজাইন ল্যাব স্থাপন করবো।

প্রতিমন্ত্রী বলেন, আইসিটির উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় নীলফামারীসহ ৬৪টি জেলায় শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার তৈরি করার নির্দেশ দিয়েছেন। আপনাদের মাননীয় এমপি আসাদুজ্জামান নূর একটি জায়গা দিলেই ১০০ কোটি টাকা ব্যয়ে এই সেন্টারটি নির্মাণ করা হবে। এটি নীলফামারীবাসীকে উপহার দিয়ে গেলাম।

নীলফামারী সদর আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূরের সভাপতিত্বে বক্তব্য রাখেন চারুকলা উৎসবের আয়োজক কমিটির আহ্বায়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ে গ্রাফিক ডিজাইন বিভাগের অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং কিউরেটর সহকারী অধ্যাপক হারুন অর রশিদ টুটুল জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী, পুলিশ সুপার মোখলেছুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাহারুল ইসলাম, ভিশন-২০২১ এর প্রধান সমন্বয়কারী ও উৎসব আয়োজন কমিটির সদস্য সচিব ওয়াদুদ রহমান প্রমুখ।

উল্লেখ্য, গত ২৬ ফেব্রুয়ারি এই উৎসব শুরু হয়।

 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা